নষ্ট মাথার নষ্ট রাজনীতি
Wednesday, January 25, 2017
নষ্টমাথার নষ্টরাজনীতি,১-২
১-পর্ব,
Sunday, February 28, 2016
শুধু গোস্ত হলে স্বাস্হ নয়
জেনে নিন মানব দেহের অঙ্গ প্রত্যঙ্গের ব্যপারে-মনে রাখবেন এই সবি বইপুস্তক ও অনলাইন থেকে সংগৃহিত।
মানব দেহে সর্বমোট ৭৮ অঙ্গ এবং ২০৪টি অস্হি আছে, তন্মধ্যে সবচেয়ে জটিল এবং প্রধান গুরুত্বপুর্ন অঙ্গ হলো -------
১, ব্রেইন বা মস্তিস্কো,
একজন প্রাপ্ত বয়স্কো মানুষের ব্রেইনটার ওজন হয় ১৩০০--থেকে ১৪০০ গ্রাম। আবার এর চেয়ে কমও হতে পারে। যেমন সর্বকালের সর্বশ্রেষ্ট বিজ্ঞানি আর্লবার্ট আইনস্টাইনের মস্তিস্কো ছিল ১২৭৫ গ্রাম। আর একটি শিশুর জন্মের পর মস্তিস্কো থাকে ৩০০ থেকে ৩৫০ গ্রাম। ১৮ বছর পরে মস্তিস্কো আর বাড়ে না।
পৃথিবীর সকল প্রাণীর মস্তিস্কের চেয়ে ( হাতি গন্ডার নীল তিমী যাহাই বলেন না কেন ) মানুষের মস্তিস্কো ৩ ভাগ বড়।
মস্তিস্কের ৭৫ ভাগই পানি আর চর্বি দ্বারা গঠিত।
অতচ মস্তিস্কের কার্যক্ষমতা শুনলে আপনি অবাক হবেন। ডাঃওয়াল্টারের মতে মানুষের মস্তিস্কের সমপরিমান বৈদ্যুতিক একটা ব্রেইন বানাতে গেলে খরছ পড়বে ১৫০০ শত ট্রিলিয়ন ইউ এস ডলার । যা দিয়ে বর্তমান বাজারে ১০ কোটি সুপার কম্পিউটার কেনা সম্ভব। আর এটার আয়োতন হবে ১৮টি ১০০শত তলা বিল্ডিং এর সমান।আর এটাকে চালাতে ১০০০ হাজার কোটি কিলোওয়াট বিদ্যুতের প্রয়োজন হবে। একবার ভেবে দেখুন এটা কত বড় গুরুত্বপুর্ন একটা জিনিস।মানব মস্তিস্কে আছে ১০০ বিলিয়ন নিউরন বা নার্ভ।এটার সর্বনিম্ন গতিবেগ ঘন্টায় ২৫৮.৪৯০ মাইল।তথ্য আদান প্রদান করতে পারে নুন্যতম ০,৫ মিটার প্রতি সেকেন্ডে, আর সর্বোচ্চ ১২০মিটার সেকেন্ডে। আবার এটার মধ্যে ১০০ মাইল লম্বা উপশিরা আছে। ৭০,০০০ বিষয়ে চিন্তা করতে পারলেও খেয়াল রাখতে পারে ১০ থেকে ১৫টি শব্দ।আবার সঠিক ভাবে কাজ করে মাত্র ৩%; অবশ্য চিন্তাবিদদের একটু বেশি। তাদের ১০% পর্যন্ত কাজ করে।একজন মানুষের শিরচ্ছেদের পরেও ২০ সেকেন্ড মস্তিষ্কের চেতন থাকে।এক জন মানুষের দেহের তুলনায় মস্তিষ্কো হলো ২ভাগ, আর হাতির দেহের তুলনায় মাত্র ০,০৫ ভাগ মাত্র।
মানব দেহের মোট অক্সিজেনের প্রায় ২০% মস্তিষ্কে ব্যবহার হয়ে থাকে।আবার ২০% ভাগ রক্তও মস্তিষ্কে আদান প্রদান করে থাকে।পুরো মস্তিষ্কের ওজনের দ্বিগুন তার আবরন বা চামড়া দিয়ে আবদ্ব থাকে।
জাগ্রত অবস্হায় একজন মানুষের মস্তিষ্কো ৪০ ওয়াট পাওয়ার সৃষ্টি করতে পারে। আবার জ্বরে আক্রান্ত হলে সর্বোচ্ছ সহনীয় থাকে ১১৫,৭ ডিগ্রি ফারেনহাইট, এবং ততক্ষন পর্যন্ত একজন মানুষ বাঁচতে পারে।
মানুসিক চাপ বেশি থাকলে কোষ গঠনে বাধাগ্রস্হ হয়। অক্সিজেনের ক্ষরন হয়।যদি মস্তিষ্কে ৮ থেকে ২০ সেকেন্ড রক্ত না পায় তাহলে মানুষ জ্ঞান হারায়।অক্সিজেন চাড়া একজন মানুষ মাত্র ৫ মিনিট টিকতে পারবে।
এবার জানুন ব্রেইনের রোগ সমূহ---
১,-- ব্রেইন স্ট্রোক, মানব মস্তিষ্কের কোন স্হানের রক্ত নালী হঠাৎ করে বন্ধ হয়ে গেলে ঐ এলাকায় রক্ত চলাচলে বাধাগ্রস্হ করে ঐ অংশকে বিকল করে দেয় বলে তাকে ব্রেইন স্ট্রোক বলে।মনে রাখতে হবে মস্তিষ্কের ডান দিকে এটাক হলে শরিরের বাম দিক বিকল হবে, আর মস্তিষ্কের বাম দিকে এটাক হলে শরীরের ডান দিক বিকল হয়ে যাবে।এই বিকল বা অবশ বিবশ হলে এটা কিন্তু চিরতরে বিকল হয়ে যায় না। ধীরে ধীরে সুস্হ হয়ে যাবার সম্ভাবনা থাকে বেশি। উচ্চ রক্তচাপ ডায়বেটিস রক্তে অতিরিক্ত চর্বি, এলকোহল,ও ধুমপানে স্ট্রোক হবার ঝুঁকি থাকে বেশি।এছাড়া শরীরের হার্ট বা অন্য কোন ধমনী থেকে জমাট বাঁধা রক্ত ছুটে গিয়ে মস্তিষ্কে আঘাত হানার কারনেও ব্রেইন স্ট্রোক হতে পারে।মনে রাখতে হবে ছোট ধরণের স্ট্রোক হলে বমি হওয়া শরীরের একদিক অবশ হওয়া বোধহীন ও বাকরুদ্ধ হওয়া, কথা জড়িয়ে আশা এবং জ্ঞান হারানোর মত উপসর্গগুলি দেখা দেয়। আর বড় ধরনের হলে হাত পাঁ চারটাই অচল অবশ হয়ে যাবে।স্ট্রোকের রোগিকে কম্পিউটার টমোগ্রাপি, এঞ্জীওগ্রাম, ও ইকোকার্ডিও গ্রাম করে জেনে বুঝে সঠিক চিকিৎসা করাতে হয়।এটা অবশ্য স্নায়ুরোগ বিশেষজ্ঞ বা নিউরোলোজিস্ট এর কাছে চিকিৎসা করাতে হয়।এই রোগের তেমন কোন সুচিকিৎসা নাই যে এটা সাথে সাথে ভালো হয়ে যাবে।
২,-আলঝেইমার, ডিজিজ,
২,হার্ট বা হৃদপিন্ড---
মানব দেহে হৃদপিন্ড হলো একটা গুরত্বপুর্ন পেশীবহুল প্রত্যঙ্গ।এটা মাংশ পেশী দারা তৈরি একটি স্বয়ংক্রিয় পাম্প মেসিন।যার কাজ হলো আমাদের শরিরে বিরামহীন ভাবে রক্তকে পাম্পিং পক্রিয়ায় বিষুদ্ধ করে সমস্ত শরিরে সরবরাহ করা। সাধারণ পানির পাম্পের মত এই হৃদপিন্ডও বৈদ্যুতিক শক্তিতে চলে, পার্থক্য শুধু এই যে এর বৈদ্যুতিক জেনেরেটরটা এর ভিতরেই থাকে, এবং তা হৃদপিন্ডের কোষ দিয়ে স্বয়ংক্রিয় ভাবে তৈরী।
আমাদের সবার ধারণা হৃৎপিন্ডটা বুকের বামদিকে থাকে।আসলে ব্যপারটা পুরোপুরি সত্য না।হৃৎপিন্ড থাকে বুকের মাঝ ভরাবর, তবে বাঁদিকে একটু বেশি।তাসের হর্তনের মত কিছুটা ত্রিভূজাকৃতির বাঁদিকের চুড়াটির মাথায় ধুক ধুক বা স্পন্দিত হয়।একজন পুরুষের হৃৎপিন্ড প্রায় ৩৪০ গ্রাম ওজন হয়,নারীদের একটু কম হয়।এই হৃৎপিন্ডটিকে আমরা বাংলায় বলি হৃদয় আর ইংরেজিতে বলে হার্ট।আবার ইংরেজিতে মাইন্ড নামে একটি শব্দ আছে, যার অর্থ হলো মন।এই হার্ট এবং মাইন্ড দুটি শব্দের প্রতিশব্দ হলো--হৃদয়।
হার্ট-কে আমরা ইমোশনাল অঙ্গ বলেই জানি। হার্ট ধুক ধুক করে স্পন্দিত হয়, আমরা প্রতিমুহুর্ত্যে তা অনুভব করি।আমরা মনে করি হার্টের মধ্যেই মন এবং আত্মা বসবাস করে যা অত্যান্ত স্পর্শকাতর জিনিস।আবার মস্তিষ্কো নামেও আরেকটি শব্দ আছে।এই তিনটা জিনিস মন,আত্মা, এবং মস্তিষ্কোকে কোন প্রত্যঙ্গ হিসেবে ধরতে পারিনা।ডাক্তারী বা শারীরবিদ্যা তা সমর্থন করেনা।
রবিন্দ্রনাথ ঠাকুর তার এক কবিতায় মনকে খ্যাপা হৃদয়ের উল্যাস হিসেবে বলেছেন।মাংশপিন্ড দিয়ে তৈরি হৃদয়কে আমরা ভালোবাসার একমাত্র আসন বলে থাকি।কিন্তু অস্তিত্বহীন মন আত্মা ও মস্তিষ্কোকে আমরা কি বলবো কিভাবে বর্ণনা বিশ্লেষন করবো।এই তিনটি জিনিস কি চুম্বোক শক্তি নাকি অশরিরী অন্য কিছু।তা সঠিক ভাবে আজ পর্যন্ত কোন বৈজ্ঞানিক দার্শণিক বা মুনি ঋষি কেহই ব্যাখ্যা করতে পারেনি।
ইংরেজি শব্দ হার্ট এবং মাইন্ড এর বাংলা প্রতিশব্দ হলো হৃদয়। হর্তনের পাতার মত দেখতে এই হৃদয় শব্দাটাকে এভাবে ভাগ করলে হৃ+দয় =হৃ শব্দের অর্থ দাঁড়ায় হরন করা, আর দয় শব্দের অর্থ হলো দেয় বা দেওয়া।ঠিক হৃদয়ের কাজও হলো নেওয়া এবং দেওয়া।আবার ইংরেজিতে ব্রেইন বলেও একটি শব্দ আছে যার প্রতি শব্দ হলো মস্তিষ্কো।আমরা জানি যে ব্রেইনেরও কোন অস্তিত্ব নাই।মাথায় আ্ছে কিছু মগজ ও রক্ত পানি।
ডাক্তারী মতে হৃৎপিন্ডের ভিতরে চারটি ভাগ আছে।দুটি বাম দিকে দুটি ডানদিকেিউপরিভাগে দুটি এট্রিয়াম ও নীচে দুটি ভেন্ট্রিকল থাকে।ডানদিকের দুটি মোটা এন্ট্রিয়াম শিরা দিয়ে রক্ত ঢোকে।এই রক্তে কম অক্সিজেন এবং কার্বনডাই অক্সাইড এবং অন্যান্য পদার্থ বেশি পরিমাণে ঢুকে।এই ডানদিকের এট্রিয়াম থেকে এবার রক্ত যায় ডানদিকে ভেন্ট্রিকলে। সেখান থেকে পালমোনিক ভাল্বের ভিতর দিয়ে রক্ত যায় ফুসফুসে বা লান্সে।এখানেই রক্ত অক্সিজেনে পরিশোধিত হয়।পরিশোধিত রক্ত যায় বামদিকে এন্ট্রিয়ামে। পরে বাম এট্রিয়াম থেকে বাম ভেন্ট্রিকলে।বাম ভেন্ট্রিকল জোরে সঙ্কুচিত হয়ে এওরটিকে ভাল্বের মাধ্যমে রক্ত বের করে চালান করে দেয় সর্ব প্রধান ধমনী এওরটায়।সেখান থেকে পরিশোধিত রক্ত ছড়িয়ে যায় দেহের সর্বত্রএন্ট্রিয়াম থেকে রক্ত ভেন্ট্রিকলে সঞ্চালিত হয় একমুখী ভাল্বের সাহায্যে।এই ভাল্ব একদিকেই খোলে যাতে পরিশ্রুত ও দুষিত রক্ত মিশে না যায়। শরীরের সব কোণ থেকে দুষিত রক্ত ইনফিরিয়র ভেরাকাভা নামক একটি ভেন বা ধমনীর মাধ্যমেএবং মস্তিষ্ক থেকে সুপিরিয়র ভেনাকাভার মাধামে আবার হৃদযন্ত্রে ডান এন্ট্রিয়ামে এসে ঢোকে।এটি সঙ্কুচিত হলে ট্রাই-কাস্পিড ভাল্ব খুলে যায়, এবং ঐ রক্ত ডান ভেন্ট্রিকলে চলে যায়।ডান ভেন্ট্রিকলের সঙ্কোচনের ফলে রক্ত পালমোনারি ভাল্ব খুলে পালমোনারি আর্টারির মাধ্যমে ফুসফুসে পরিশোধিত হতে চলে যায়।পরে শুদ্ধ রক্ত বাঁ এন্ট্রিয়ামে ফিরে আসে পালমোনারি ভেনের মাধ্যমে।এই প্রক্রিয়াটি ঘটতে থাকে প্রতি মিনিটে ৫০--৬০ বার।ডাক্তারী এবং শরীরবিদ্যার ভাষ্য মতে এটাই সত্য।
বৈদ্যুতিক তারের মত এক ধরনের টিসু বা কলা দিয়ে হার্ট ঐ জেনারেটরের সাথে কোষের সংযোগ ঘটিয়ে থাকে। এই টিস্যুর নাম কন্ডাক্টিং টিস্যু, এবং কোথাও যদি এই টিস্যু বাধাপ্রাপ্ত হয় বা নষ্ট হয়ে যায় তাহলে এর পরবর্তি অংশে বিদ্যুৎ প্রবাহিত হতে পারে না, আর একেই বলে হার্ট ব্লক। হার্ট ব্লক তিন প্রকার, ফাস্ট ডিগ্রী, সেকেন্ড ডিগ্রী, ও থার্ড ডিগ্রী। শেষের দু প্রকার হার্ট ফেইলুর এ হার্ট এর ভেতর পেস মেকার বসানো লাগতে পারে।
হার্টে বেশ কয়টা রোগ হতে পারে
যেমনঃ-- ১,ইশকেমিক হার্ট ডিজিজ-- Ischaemic.
2,হাইপারটেনশন, এটা উচ্চরক্তচাপ জনিত রোগ।
৩,জন্মগত হৃদরোগ।
৪,ভাল্ভের রোগ।
৫,হার্ট ফেইলুর-- Heart Failure.
বাইপাস অপারেশনকরা রোগীদের জন্যে কয়টি পরামর্শঃ---
১, অপারেশনের পর থেকে সার্জন এর পরামর্শ অনুযায়ি পানি পান করতে হবে। অতিরিক্ত পানি বা অন্য কোন তরল পদার্থ কোন ভাবেই পান করা যাবেনা।
২,পরামর্শ পত্র অনুযায়ী নিয়মিত ঔষুধ সেবন করতে হবে।
৩,অপারেশনের ৩-৪ দিন পর থেকে একটু একটু করে হাঁটা যাবে। বেশি হাঁটা যাবেনা।
৪,এক সাপ্তাহ পর ধীরে ধীরে হাঁটার অব্যেশ বাড়াতে পারেন, কিন্তু ক্লান্ত হলে বিশ্রাম নিতে হবে।
৫,ভারী কোন প্রকার পরিশ্রম করা এবং বহন করা যাবেনা।
৬. ওজন নিয়ন্ত্রনের মধ্যে রাখতে হবে।
৭, ধুমপান, তামাক জাতীয় পদার্থ পরিহার করতে হবে।
৮, কমপক্ষে ২-৩ মাস পুরোপুরি সুস্হ হওয়া না পর্যন্ত সহবাস থেকে বিরত থাকতে হবে।
৯, বুকে ব্যথা অনুভব করলে সাথে সাথে হৃদরোগ বিশেষজ্ঞের পরামর্শ নিতে হবে।
১০,নিয়মিত ব্লাড টেস্ট করে কোলেস্টোরল চর্বি আয়রন ক্যালসিয়াম কত পরিমান আছে দেখে ডাক্তারের পরামর্শ নিতে হবে।
১১, মা বাবা কিংবা বড় ভাই বোনের হৃদ রোগ থাকলে নিজেরও সাধানে তাকতে হবে, নিয়মিত চ্যকাব করায়ে ডাক্তারের পরামর্শ নিতে হবে।
১২, মানসিক চাপ কমায়ে মেডিটেশনে মনোনিবেশ করতে হবে।
১৩, পরিমিত ঘুম ও বিশ্রাম নিতে হবে।বড় ছোট সবারই হৃদরোগ হতে পারে।সবার সাথে আড্ডা দিয়ে হাসিখুশি থাকতে হবে।
১৪,কোলেস্টেরল সমৃদ্ধ ও চর্বিযুক্ত ্ এবং ফাস্টপুড জাতি খাবার পরিহার করে আঁশ যুক্ত খাবার খেতে হবে।হিসেব করে খেতে হবে শর্করা জাতিীয় সাধরণ খাবারও।
হার্ট এ্যটাক কি?
হার্ট এ্যটাক হলো, হার্ট ঠিকমত কাজ না করে বন্ধ হয়ে যাওয়াকেই হার্ট এ্যটাক বলে।হার্টের করোনারি আটারি নামে হৃৎপিন্ডের গায়ে থাকা ছোট দুটি ধমনি। এই দুটি ধমনী দিয়ে হৃৎপিন্ডেঅক্সিজেন রক্ত সরবরাহ ও পুষ্টি যোগান দেয়।কোন কারণে এই করোনারি আটারিতে যদি রক্তে জমাট বেঁধে ব্লক সৃষ্টি হয় তাহলে এই দুটি এলাকায় হৃৎপেশি আর কাজ করেনা।তখনই হার্ট অ্যাটাক হয়ে থাকে।এটার লক্ষন বুকে প্রচন্ড ব্যথা অনুভূত হয়।বেশির ভাগ খেত্রেই হার্ট এ্যাটাক রোগি হাসপাতালে নেয়ার আগেই মৃর্ত্যু বরন করে।
৩ --লিভার বা কলিজা--
মানব দেহের একটি গুরুত্বপুর্ন অঙ্গ হলো লিভার।লিভারকে ভালো রাখতে হলে পর্যাপ্ত পরিমানে পরিষ্কার পানি পান করতে হবে।পরিশোধিত খাবার পরিত্যগ করে সব সময় প্রেস খাবার খেতে হবে।প্রটিন ও আমিষ জাতিয় স্বাস্হকর খাবার খেতে হবে। শাগ সবজি ফলমুল ম্যাগনেসিয়াম ভিটামিন সি সমুদ্ধ খাবার বেশি খেতে হবে। সাদা চিনির বদলে ব্রাউন চিনি খেতে হবে।সালফার জাতিয় খাবার ডিম ব্রকলি রসুন পেঁয়াজ নিয়মিত খেতে হবে। এ্যালকোহল ধুমপান বাদ দিতে হবে।
লিভার খারাপ হবার লক্ষন-----শরীরে জ্বালযন্ত্রনা করা, পেশি বা গ্যঁটে ব্যথা করা, হজম ঠিকমত না হওয়া, মাথা ব্যথা করা, ব্রন ও ত্বকের সমস্যা দেখা দেওয়া, গ্যাস হওয়া পেট পোলা, পেটে ব্যথা, ডায়রিয়া ও কোষ্টকাঠিন্য, হরমোনের ভারসাম্যহীনতা , ওজন বেড়ে যাওয়া ও কমে যাওয়া হলো খারাপ বা অসুস্হ লিভারের লক্ষন।
৪, ফুসফুস বা lung ---ফুসফুস হলো মানব দেহের আরেকটি গুরত্বপুর্ন অঙ্গ। এই অঙ্গের দিকে যত্নবান বা খেয়াল রাখা প্রত্যেকের উচিত।কারণ দেহের অন্যান্য অঙ্গের চেয়ে এই অঙ্গে অর্থ্যাৎ ফুসফুসে কেন্সার হওয়ার ঝুঁকি থাকে বেশি। তার কারণ ধুমপান ও দুষিত বাতাস শ্বাস-প্রশ্বাসের মাধ্যমে ফুসফুসে প্রবেশ করে।তা ছাড়া শরিরের অন্য যে কোন অংশে ক্যন্সার হলে দ্রুত রক্তের মাধ্যমে ফুসফুসে এসে বাসা বাঁধে। ক্যন্সার ব্যতীত আরো বেশ কয়টি রোগ হতে পারে ফুসফুসে।
যেমন!-১, হাঁপানী বা আজমা। এই রোগটি ইনফ্লামেশন জাতীয় একটি রোগ। অনেক সময় বাবা মা-র এই রোগ থাকিলে সন্তানের ও হতে পারে, আবার অতিরিক্ত ঠান্ডার কারণেও হতে পারে। ঠান্ডায় ফুসফুসের আবরনি কোষ গুলির বর্ধিত সংবেদনশীলতার কারনে ।
২,লান্সে পানি জমা। আসলে পুরো ফুসফুসে পানি জমে না ।পানি জমে ফুসফুসের পাতলা আবরনি বা প্লুরাতে। যা সরানো অত্যান্ত কষ্ট সাধ্য ব্যপার।
৩, যক্ষা বা টিবি। এই রোগটি ইনফেকসান জাতীয় একটি রোগ, বা ছোঁয়াচ রোগ। কথায় বলে না যার হয় যক্ষা তার নাই রক্ষা। অবশ্য এই রোগের ঔষুধ এখন আবিষ্কার হয়েছে। মাইক্র ভেকটেরিয়া নামক জীবানুর কারণে এই রোগ হয়ে থাকে।
৪, ব্রণক্রাইটিস রোগ--বুড়োবুড়ির এই রোগটা হয় বেশি। অনবরত কাশি ও কপের সাথে রক্ত নির্গত হওয়া এই রোগের লক্ষন।
৫, নিউমেনিয়া-- বিভিন্ন ভাইরাস ভেকটেরিয়া ও অন্য যে কোন জীবানুর আক্রমনে এই রোগটা হতে পারে। হাঁপানী জ্বর, মাথা ব্যথা, বমি সমস্ত শরিরে ব্যথা রুচিহীনতা কাশির সাথে রক্ত যাওয়া এই রোগের লক্ষন।
৬. ফুসফুসের পোঁড়া বা lung adscess--ফুসফুসে টিউমার হয়ে পুজ জমা এই রোগের লক্ষন।
শরীরের ব্যপারে জেনে রাখা ভালো---
১,হৃৎপিন্ড চার প্রকোষ্ট বিশিষ্ট।
২,রক্তে হিমোগ্লোবিনের পরিমান কমে যাওয়কে রক্তশূন্যতা বলে।
৩,ল্যান্ড স্টিনার নামে জৈনক ব্যক্তি সর্ব প্রথম রক্তের গ্রুপ আবিষ্কার করেন।
৪,ডায়োবেটিস হয় শরীরে ইনসুলিনের অভাবে।
৫,মানব দেহে বৃহত্তম গ্রন্হি হলো যকৃত।
৬,চোখের পানি নিঃসৃত হয় লেকরিমাল গ্রন্হি থেকে।
৭, নার্ভের মাধ্যমে প্রবাহিত আবেগের গতি প্রতি সেকেন্ডে ১২৫ মিটার।
৮,একজন সুস্হ মানুষের প্রতি সেকেন্ডে হৃদকম্পন হয় ০,৪ সেকেন্ডে।
৯,বর্জ্য পদার্থ ইউরিয়া বাহির হয় কিডনি থেকে।মুত্রও তৈরি হয় কিডনিতে।
১০,একজন নারী প্রতিমাসে মাত্র একটি ডিম্বুনু তৈরি করে।
১১, চোখের মধ্যে সবচেয়ে সংবেদনশিল অংশের নাম হলো রেটিনা।
১২, জীবদেহের ওজনের প্রায় ২৪ ভাগ থাকে কার্বন।
১৩, আড্রনালিন হরমনের ভর লাগলে গায়ের লোম খাড়া হয়ে যায়।
১৪, দাঁড়ি গোঁপ গজায় টেস্টোরোল হরমনের কারণে।
১৫, জীবন রক্ষকারি হরমন হলো অ্যাল ভোস্টেরন।
১৬. ফসফরাস বেশি তাকে অস্তিতে।
১৭, খাদ্যদ্রব্য বেশি শোষিত হয় পোষ্টিক নালীর ক্ষুদ্রান্তে।
১৮,মানুষের করোটিতে অস্হি থাকে ২৪টি।
১৯, প্রতি মিনিটে হৃৎপিন্ডের স্বাভাবিক স্পন্দন হয় ৭২ বার।
২০, ধমনির শেষ হলো নাসিকায়।
২১, মানুষ সাদা এবং কালা হয় মেলানিল এর কারণে।
২২, মস্তিষ্কে প্রতি মিনিটে রক্ত সরবরাহ করে ৩৫০ মিলিলিটার।
২৩, পরিপাক তন্ত্রের সবচেয়ে শক্তিশালি অংশের নাম হলে পাকস্হলি।
২৪, পিন্ডের বর্ণের জন্য দায়ী বিলিরুবিন।
২৫, স্নায়ূ কলার প্রতিটি কোষকে নিউরন বলে।
২৬,মানব দেহের সবচেয়ে ক্ষুদ্রতম াস্হির নাম স্টেপিস।
২৭, রোগ জীবানু ধংশ করতে সাহায্য করে পিত্তরস।
২৮, রক্তে গ্লোকোজের পরিমাণ বাড়ায় গ্লোকাগন নামের হরমন।
২৯, একজন বয়োস্কো লোক প্রতি মিনিটে শ্বাস নেয় ১২--১৮ বার।
৩০,শরীরে সবচেয়ে বড় অস্হি হলো উরুর অস্হি।
৩১, রক্তে শ্বেতকণিকার পরিমান বেড়ে গেলে ব্রাড কেন্সার হয়।
৩২. চোখে আলো প্রবেশ করে কর্ণিয়ার মাধ্রমে।
৩৩, চোখের পেশির সংখ্যা হয় ৬টি।
৩৪, অশ্রুগ্রণ্হি থাকে ২টি।
জেনে রাখা ভালো...
-----চলবে,
৫,পাকস্তলি বা স্টোমাক্---পাকস্তলি হলো মানব দেহের পরিপাক তন্ত্রের একটি গুরত্বপুর্ন অংশ। যাহা অন্ননালী ও ক্ষুদ্রান্তের মধ্যখানে অবস্হিত।পাকস্তলির উপরে থাকে খাদ্যনালী আর নীচের দিকের অংশকে বলা হয় ক্ষুদ্রান্ত।অন্ননালী ও ক্ষুদ্রান্তের মাঝখানে একটি থলির মত পাকস্তলি হল একটা একটি গুরত্বপুর্ন অঙ্গ।পাকস্তলির নীচের অংশকে পাইলস বলে। যেখান থেকে পাকস্তলির খাদ্য ক্ষুদ্রান্তে উন্মোচিত হয়।
পাকস্তলিতে পরিপাক কি ভাবে হয়?
পাকস্তলির প্রাচীরে অসংখ্য গ্যাস্ট্রিক গ্রণ্হি থাকে। এই গ্যাস্ট্রিকগ্রণ্হি থেকে নিঃসৃত রস খাদ্যকে পরিপাক করতে সহায়তা করে। পাকস্তলির পেশিগুলি সংকোচন ও প্রসারনের মাধ্যমে খাদ্যবস্তুকে পিশে মন্ডে পরিনত করে যেই খাদ্য রস নিঃসৃত হয় তাতে থাকে হাইড্রক্লোরিক এসিড। এই এসিড খাদ্যের মধ্যে কোন খতি কারক ভেকটেরিয়া থাকলে তা মেরে পেলে। এটা নিস্ত্রিয় পেপসিজেনকে সক্রিয় পেপসিনে পরিণত করে, এবং পাকস্হলিতে পেপসিনের সুষ্ট কাজের জন্য অম্লীয় পরিবেশ সৃষ্ট্রি করে। পেপসিন হলো একধরণের এনজাইম। যা আমিষকে ভেঙ্গে জ্যামাইনা এসিড দ্বারা তৈরি যৌগ গঠন করে। পাকস্হলি খাদ্য পোঁছামাত্র রসগুলো নিঃসৃত হয়ে অনেকটা সুপের মত কপটিকা ভেদ করে ক্ষুদ্রান্তে প্রবেশ করে।
পাকস্হলিতে শর্করা এবং স্নেহজাতীয় খাবার কখনো পরিপাক হয় না। এর কারণ হলো পরিপাকের জন্য গ্যাষ্ট্রিক রসে কোন এনজাইম থাকেনা।
৬,--কিডনি
Wednesday, November 25, 2015
এক অজানা রোগে আক্রান্ত আমি,
এক অজানা রোগে আক্রান্ত আমি,
এক অজানা রোগে আক্রান্ত আমি। অবিশ্বাশ্য হলে সত্যি, গত দু সপ্তাহ ধরে জার্মানীর মত একটা উচ্চ চিকিৎসার দেশে এলিজাবেত ক্লিনিক নামে একটা অর্থপেডি হাসপাতালে থেকে সব ধরনের পরিক্ষা নিরীক্ষা করেও স্পেশালিষ্ট ডাক্তার গন আমার রোগটা সম্পর্কে সঠিক কোন ধারনাই দিতে পারেন নাই।
গত তিন মাস ধরে আমি পাঁয়ের যন্ত্রনায় ভুগছি।একবার ডান পাঁয়ে আবার বাম পাঁয়ে। এই ভাল আছি এই ভাল নেই অবস্হায়।এমনই অসহ্য ব্যথা যে আমি মাঝে মাঝে ক্রাচে ভর দিয়েও হাঁটতে পারি না। মাঝে মাঝে হুইল চ্যয়ারও ব্যবহার করতে হয়েছে। ব্যথার কারনে একদিন হাসপাতালে বেঁহুষ হয়ে পড়ে গেলাম।
এখন অবশ্য আমি বাসায় ফিরে এসেছি। তবে হাসপাতালের প্রধান ডাক্তার পিয়ারনেক এর প্রেসক্রাইপট মত নিয়ম মাপিক হাই পাওয়ারের ব্যথার টেবলেট কটিজন নিতেছি,কিন্তু কিছুতেই কিছু হচ্ছে না। সেই আগের অবস্হা, এই প্রচন্ড ব্যথা এই আবার ব্যথা নেই।
এলিজাবেত ক্লিনিকে ডাক্তার পিয়ারনেক এর নেতৃত্বে সাত জনের পুরো টিম ১১দিন ধরে রেডিলোজি এমন কি মেগনেট রেডিলোজিকেলের সব রকমের যন্ত্রদিয়ে বার বার পরিক্ষা নীরিক্ষা করে আমার দেহের ভিতর বাহিরের জটিল ও গুরুত্বপুর্ন অঙ্গের কোন দোষ ক্রুটি ধরতে পারে নাই।আমর মল মুত্র সব কিছুই ওকে, কিন্তু ব্লাডে একটু সমস্যা আছে তবে রোগটা কি তাঁরা ধরতে পারে নাই।ডাঃ স্টেনসেল এবং ডাঃ হান্স ভাইষ্ট দুজনই ছিলেন অভিজ্ঞ সম্পর্ন অর্থপেডি ডাক্তার, তাঁরা আগামি বছর পেনসানে যাবেন। আমি বার বার তাঁদেরকে জিজ্ঞেস করেছি তারা এটাকে বাত কিংবা গেঁটেবাত রয়মা বলতে নারাজ।
এখনো আমি এখানে কষ্ট হলেও মোটামুটি নিজে চলাফেরা করতে পারছি।নিজে ড্রাইব করে হাসপাতালে কিংবা ডাক্তারের কাছে যেতে পারছি। তেমন একটা অশুবিধা হচ্ছে না।কোন যায়গায় হয়রানি কিংবা ঘুষ দিতে বা কারো তোষাম্মদি করতে হচ্ছে না। কারো সুপারিসের ও প্রয়োজন হয়নি। হাসপাতালে এক রকম যন্ত্র দানবের সাথেই আমাকে বসবাস করতে হয়েছে।দশ রকমের খেরাপি সহ নানা পরিক্ষা নিরীক্ষা তারা নিজ ইচ্ছায় নিজ তাগিদেই করেছেন।কোন জায়গায় আমাকে অযথা কোন পয়সা খরচ করতে বা হয়রানি হতে হয়নি।আমি তাদের কাছে চির ঋনি ও কৃতজ্ঞ হয়েই থাকবো।
মনে মনে শুধু ভাবি, আজ যদি আমার প্রিয় জন্মভূমি বাংলাদেশ হতো।তাহলে কারো না কারো সাহায্য সহযোগিতা, সুপারিশ, তোষাম্মদি ঘুষ চাড়া আমি এত গুলি পরিক্ষা নীরিক্ষার কাজ সম্পর্ন করতে পারতাম না।আমি মনে মনে এখানের পরিস্হিতির সাথে বাংলাদেশের সাথে মিলাইয়ে দেখি।কেমন যেন একটা আকাশ পাতাল ব্যবধান।
দেখি আগে কি হয়। আমি সব সময় আমার প্রার্থনার প্রতি রাতে, প্রতি প্রাতে আল্লাহর কাছে ছোট খাটো কোন একটা রোগের কামনা করেছি। যেন আমি সে রোগে পড়ে পানির মাঝে লবনের দ্রবনের মত আল্লাহর মাঝে বিলিন বা নির্বান হয়ে যেতে পারি। আল্লাহর সানিধ্য লাভ করতে পারি।এক মনে এক ধ্যনে সদা আমি ।আল্লাহকে ডাকতে পারি।যদি সে রকম কোন রোগ হয়ে থাকে তাহলে কোন সংশয় নেই,। বরঞ্চ জীবনটাকে ধন্য মনে করবো ।
তবে আমার এই অজানা রোগের কারণে আমি মোটেই আতঙ্কিত বা হতাশাগ্রস্ত নয়।কোন প্রকার দুর্চিন্তা অবসাধ বলতে কিছুই নেই। সব কিছু মহান আল্লাহ রাব্বুল আলামিনের উপর চেড়ে দিলাম। আমি মনে করি মানুষের রোগ শোক সবি আল্লাহর হাতে। এখানে আল্লাহর ইচ্ছাই প্রতিপলিত হবে। আমার কি করার আছে?তবে হ্যাঁ শুধু মুমিন লোকদের কাছে দোওয়া প্রার্থি।--আমিন!
Saturday, November 21, 2015
নব্য রাজাকারে ভরে গেছে দেশ,
সাকা মুজাহিদরা সত্যিকারের রাজাকার এটা প্রমানিত সত্য।এমন কি তারা স্বঘোষিত রাজাকার ও।তবু বাংলাদেশ সরকার এই সব কাফেরর, কুপর, মোনাফেক, খুনি, লম্পট, লুটতরাজ, যুদ্ধাপরাধি, মানবতা বিরুধি অপরাধিদেরকে ফাঁসিতে ঝুলায়ে হত্যা করতে কেন এত বিলম্ব করছে?এরা ধর্ম ব্যবসায়ি পাকিস্তানের পাঁ চাঁটা গোলাম।এরা আমাদের প্রবিত্র ধর্মকে শুধু ব্যবহার করছে।এরা নাস্তিক মওদুদির ফেরকা ওহাবী তাঈমীর ফেরকা কায়েম করতে চায়।এরা যেমনি বাঙ্গালীর কাছে অপরাধি, ঠিক তেমনি ইসলামের কাছেও অপরাধি।
এদের অপরাধ হিমালয়ের মত উঁচু।যেখানে স্বাধিন দেশের সর্বোচ্চ আদালত জগন্য অপরাধিকে সর্বোচ্চ শাস্তি প্রধান করেছে।সেখানে ফাঁসি দিতে এত কালখেপন কেন?
তারা অপরাধ করনে করছে, তার উপর তারা এতদিন সিনাজুরি দেখায়েছে।দম্ভোক্তি করেছে।উদ্যত দেখায়েছে। তারা তিরিশ লাখ সহীদের তাজা রক্তে ভেজা এই সবুজ বাংলাকে শুধু কটাক্ষ নয়, রিতিমত অশ্বিকার করে চলেছে।তারা দুলক্ষাধিক মা বোনের সম্ভ্রোম হানিকে অবমাননা করে ফতুয়া দিয়েছে।তারা ইসলামের নামে আমাদের রক্তে কেনা বাংলাকে পাকিস্তান বানাতে এখনো স্বপ্ন দেখে।বাংলাদেশকে তারা বাংলাস্তান বানাতে চায়।
খুনিরা কখনো তাদের অপরাধ শিকার করে না, এটা স্বাভাবিক।কিন্তু কোন কোন খুনিকে অনুতপ্ত ও অনুসোচনা করতে দেখা যায়। কিন্তু রাজাকার এমন এক ধরনের নিলর্জ জালেম,তারা তাদের কৃত কর্মের জন্য জাতির কাছে একটি বারের জন্যও ক্ষমা তো চায়নি একটু অনুসোচনা পর্যন্ত করেনি।তাদের পরিবারের সদস্যরাও উদ্যোত আচরন করে কথা বলছে।
তাদের ফাঁসি কার্যকর আজ জন দাবিতে পরিনত হয়েছে।সুতরাং রাস্ট্র পতির ক্ষমার কোন প্রশ্নই উঠেনা। সকল রাজাকারের ফাঁসি দিয়ে, নতুন রাজাকারদের ব্যপারেও ব্যবস্হা নিতে হবে।সাথে সাথে জামায়াত শিবিরকেও নিষিদ্ধ করে রাজাকার মুক্ত বাংলাদেশ গড়ে তুলতে হবে।এটাই জাতির প্রত্যাশা।
Sunday, November 8, 2015
ঢাকাকে ওরা এখনো মনে করে জঙ্গল,
ঢাকা আজ আর সেই আগের মত নেই,
দেখতে দেখতে বদলে গেছে স্বপ্নের ঢাকা শহর।
ঢাকা আজ আন্তর্জাতিক মেট্রপলিটেন সিটি।
কোন খান থেকে শুরু করবো ঢাকাকে, ভেবেই কুল পাচ্ছি না।
ঢাকা আজ গুলিস্তান থেকে সদর ঘাট কিংবা টঙ্গি পর্যন্ত সিমাবদ্ধ নহে।
ঢাকা আজ মেঘনা ঘাট থেকে জয়দেব পুর,নারায়ন গঞ্জ থেকে সাবার
মানিক গঞ্জ পর্যন্ত ঢাকার পরিধি।
প্রাচুর্য ঐতিহ্য, এতিহাস, ঐতিহাসিক গর্বময়, গৌরবজ্জল, স্বর্নখচিত,
অবাক বিশ্ময় বিশালতায় ভরা এই ঢাকা শহর।তিতুমির ইশা খাঁ এর
বীর পদার্পনে প্রকম্পিত এই ঢাকা শহর।সালাম জাব্বার রফিক বরকতের
বুকের তাজা রক্তে রক্তাক্ত এই ঢাকার মাটি।আসাদের রক্তে রঞ্জিত ঢাকার
আরাদ্ধ রাজপথ।নুর হোসেন ডাঃ মিলনেরা বুকের তাজা রক্ত ডেলে রক্তিম
করেছিল ঢাকার এই পিজ ডালা কালো পথ।রাজার বাগ পুলিশ লাইনের
হাজারো বিদ্রোহী হাজার মুক্তি সেনানীর রক্তে ভেজা এই ঢাকার মাটি।
২১, ৭১,কিংবা ২৬, ১৬ এর জন্মাধাত্রি এই ঢাকা শহর।
পাক-মার্কিনীর মত একটা পরা শক্তিকে পরাজিত করে ঢাকা যখন বীরদর্পে
সমহিমায় মহিয়ান।ঢাকা যখন আজ বিশ্ব সভায় মাথা তুলে দাঁড়িয়েছে।
ঢাকার কৃষ্টি কালচার যখন আজ সারা বিশ্বে সমাদৃত।ঢাকার উঁচেল উঁচেল দালান,
ঢাকার স্কাই লাইন, প্রাচ্যের অক্সপোর্ড, শাপলা চত্তর, দোয়েল চত্তর, অপারেজয় বাংলা,
সংসদ ভবন, কমলাপুর রেল স্টেশন, বিমান বন্দর, মনোমুগ্ধকর হাতির ঝিল লক্ষ লক্ষ
যান বাহন ঢাকাকে আজ করে তুলেছে বিশ্ব মানের।
বিশ্ব বরন্য কতো শিল্পি সাহিত্যিক বিজ্ঞানি বুদ্ধিজিবী সভ্যচাচী নভেলিস্ট আর শান্তি
কামি মানুষের পদভারে যখন ঢাকা আজ মুখরিত।ঠিক তখনি----
এই ঢাকা শহরকে জঙ্গল ভেবে মাঝে মধ্যে ডুকে পড়ে হিংস্র কিছু
জংলী জানোয়ার।তারা অবাধে দিনে দুপুরে কোপায়ে, কিংবা জবাই
করে নির্মম ভাবে হত্যা করে শিল্পি সাহিত্যিক বুদ্ধিজিবী মুক্তমনা
ব্লগার প্রকাশককে।অবোধ শিশুর দল শোর তুলে তাড়া করে
জঙ্গী জঙ্গী বলে----জানোয়াররা পালিয়ে যায়----নিরাপদে--নির্ভিগ্নে।
------ফারক,
Tuesday, October 20, 2015
সিরিয়ানদের জন্য দুঃখ হয়,
সিরিয়া বাসীর জন্য আজ আমার বড়ই দুঃখ হয়,কষ্টও হয়।তার প্রথম কারন হলো আমার যাযাবর জীবনের প্রায় দুটা বছর আমি সিরিয়াতে অবস্হান করেছি। আমি সিরিয়াকে খুব কাছ থেকে গুরেফিরে দেখেছি।সিরিয়ার কৃষ্টি কার্লচার, সিরিয়ার এক রোখা প্রকৃতি, সিরিয়ান আসল নাগরিকদেরকে আমি প্রাণ ভরে ভালবেসেছি।সিরিয়া লেভানন এই দুটা দেশেই আমার জীবনের দুটা বসন্ত কেটেছে।তবে বেশির ভাগ সময় সিরিয়াতেই কেটেছে আমার। দামেস্কের অদুরেই সৈয়দা জনাব মাজার সন্মুখেই ছিল আমার বাসা।
দ্বিতীয় কারণ হলো সিরিয়া হলো প্রাচীন সভ্যতা গুলির সুতিকাগার।মেছোপটিনিয়ার পাশাপাশি সময়েই সিরিয়ায় সভ্যতা গড়ে উঠে।যা খ্রিঃপুর্ব প্রায় দশ হাজার বছর পূর্বে।খালিফাদের আমলে সৌদিআরবের আল হেজাজ প্রদেশের মত বৃহত্তম এলাকা নিয়ে আল শাম প্রদেশ গঠিত হয়। উমাইয়া খলিফাদের আমলে দামেস্কো হয়ে উঠে সমগ্র মুসলিম বিশ্বের রাজধানী। বহু জাতি ধর্ম বর্ণের মানুষ হাজার হাজার বছর ধরে শান্তি পুর্নভাবে বসবাস করে আসছিল।শিল্প সাহিত্যে দর্শণে বিজ্ঞানে দামেস্কো ছিল রোমানদের চেয়েও অগ্রগামি।রোমান সম্রাটরা সিরিয়া থেকেই আর্কিটেক্ট এনে কলোসিয়াম ও বিখ্যাত মন্দির গুলি নির্মান করেছেন।সভ্যতার সেই ঐতিহাসিক শহর আজ বোমা বারুদের আঘাতে ধংশস্তুপে পরিণত হয়েছে।
সৈয়দা জনাবে শিয়া মুসলমানদের প্রসিদ্ধ বড় মাঝার শরিফ।।বিবি জয়নাবকে নাকি এজিদের লোকেরা এনে ওখানে
বন্দি করে রেখেছিল, এবং বন্দিবস্হায় তাঁর ইন্তেকাল হয়।বিবি জয়নাবের কবরকে গিরেই শিয়ারা গড়ে তোলেছে এই মাঝার। প্রতিদিন হাজার হাজার ইরানি শিয়ারা উন্নতমানের লাক্সারিয়াস টুরিষ্ট বাসে করে এসে মাঝার সামনে নামতো। মহিলারা কালো বোরকা পড়ে সমস্ত শরিরটাকে ঢেকে রেখে, মুখটা খোলা রেখে নামতো, আকাশের চাঁদের মত ঝল ঝল করতো তাদের মুখ।, আর পুরুষরা মাথায় সপেদ পাগড়ি বেঁধে, গায়ে বড় বড় আছকান পড়ে থাকতো।বা
বাস থেকে নেমেই তারা ইয়া আলীেইয়া হোসেন, ইয়া জয়নাব বলে কেউ কেউ বুকে থাপরাইয়ে সাড়ি সাড়ি মাঝারের ভিতরে প্রবেস করতো।তারা মাঝারের সোনা রুপার রেলিং এর মোটা মোটা পাইপে চুমা খেতে খেতে খয় করে চিকন করে ফেলেছে।মাঝারের সাথেই এডজাস্ট বড় মসজিদ। আমি অনেক বার শিয়াদের সাথে সেই মাঝার মসজিদে নামাজ পড়েছি।সেই ছৈয়দা জয়নাবের মাঝারকে আমি আজো মিস করি।
আমি সিরিয়া অবস্হান কালে সিরিয়ার বেশ কয়েকটি এলাকা যেমন-- তারতুস, আলেপ্প, হোমস, আল নাবাক সহ বেশ কয়েকটা শহরে গুরে ফিরে দেখেছি।তবে দর্ষণীয় স্হান গুলির মধ্যে দামেস্কোই অন্যতম।পুথি পুস্তকের লেখা আল শাম শহরই আজকের আধুনিক দামেস্কো শহর।ধারনা করা হয় ফারাউ রাজা টুটমুসুস এর নামানুসারে এই দামেস্কো শহরের নামকরণ করা হয়।আর আসুরা জাতির নামানুসারে প্রাচীন গ্রীসিয় ভাষায় এই সিরিয়া নামকরন করা হয়।
সেই যাই হউক, এই দামেস্কো শহরেই এজিদের রাজ প্রসাদ, দাউদ (আঃ) এর হাতে নির্মিত উমাইয়া মসজিদ, হাবেসী বেল্লাল, সখিনা কুলছুম, জাকারিয়া নবীর মাঝার ঈমান হোসেন সহ আটারো জনের কল্লার মাঝার, সম্রাট সালাউদ্দিনের সমাধি সহ অসংখ্য মাঝার শরিফ, ও ঐতিহাসিক স্তাপনা এই দামেস্কো শহরেই অবস্হিত। প্রাচীন ইতিহাস, ঐতিহ্য, শিল্প সাহিত্য,সাংস্কৃতি জ্ঞান গুনের ভান্ডার ছিল এই দামেস্কো শহর।ঈমাম গাজ্জালী, ইবনে তাইমিয়ার, আলবেরুনী সহ অসংখ্য জ্ঞানি গুনি এই শহরেই জ্ঞান সাধনা করেছিলেন।
সিমিত সম্পদ, নানা দল মত, সুন্নি ,শিয়া, আলাওয়ি, দ্রুজ, খ্রিস্টান সম্প্রদায় নিয়ে সাবলম্বি সিরিয়া বেশ সুখে শান্তিতে ছিল।কিন্তু আজ সেই সিরিয়া ইউরো মার্কিনীদের রোসানলে পড়ে আই এস টেররিস্ট কতৃক ধুলির সাথে মিশে গেছে।শান্তি প্রিয় সিরিয়া বাসী আজ ইউরোপে উদভাস্তুু হতে যেয়ে সমুদ্রে ডুবে মরছে হাজারে হাজার।যুদ্ধে প্রাণ হারিয়েছে পাঁচ লক্ষাধিক নিরীহ মানুষ। নারী শিশু বুড়ো, জোয়ান। পঙ্গু হয়েছে লক্ষ লক্ষ। তুর্কি. জর্ডান, লেভাননে অমানবিক ভাবে বসবাস করিতেছে লক্ষ লক্ষ উদ্ভাস্তু। ধুলির সাথে মিশে গেছে পার্লমিরা সহা অসংখ্য ঐতিহাসিক স্তাপনা।
বিশ্ব বিবেক, মানবতা আজ কোথায়?বিশ্ব মাস্তান আর দুষ্ট চক্ররা আজো সিরায়াকে নিয়ে নষ্ট রাজনিতীর খেলায় মেতেছে।জাতি সংগও আজ সিরিয়ার ব্যপারে নিরব দর্ষকের ভুমিকা পালন করিতেছে। মুসলিম মোড়ল ওহাবীরা ও আজ সিরীয়া বাসীর জন্য সাহায্যের হাত বাড়িয়ে না দিয়ে বরঞ্চ আই এস টেররিষ্টদেরকে সহযোগিতা করছে, নিরীহ মানুষের কল্লা কাটতে।ধনি আরব রাষ্ট্র গুলি সিরিয়ার দুর্গত মানুষদের পক্ষ না নিয়ে ইহুদী নাসরাদের পক্ষ নিয়েছে।
----চলবে
সৈয়দা জনাবে শিয়া মুসলমানদের প্রসিদ্ধ বড় মাঝার শরিফ।।বিবি জয়নাবকে নাকি এজিদের লোকেরা এনে ওখানে
বন্দি করে রেখেছিল, এবং বন্দিবস্হায় তাঁর ইন্তেকাল হয়।বিবি জয়নাবের কবরকে গিরেই শিয়ারা গড়ে তোলেছে এই মাঝার। প্রতিদিন হাজার হাজার ইরানি শিয়ারা উন্নতমানের লাক্সারিয়াস টুরিষ্ট বাসে করে এসে মাঝার সামনে নামতো। মহিলারা কালো বোরকা পড়ে সমস্ত শরিরটাকে ঢেকে রেখে, মুখটা খোলা রেখে নামতো, আকাশের চাঁদের মত ঝল ঝল করতো তাদের মুখ।, আর পুরুষরা মাথায় সপেদ পাগড়ি বেঁধে, গায়ে বড় বড় আছকান পড়ে থাকতো।বা
বাস থেকে নেমেই তারা ইয়া আলীেইয়া হোসেন, ইয়া জয়নাব বলে কেউ কেউ বুকে থাপরাইয়ে সাড়ি সাড়ি মাঝারের ভিতরে প্রবেস করতো।তারা মাঝারের সোনা রুপার রেলিং এর মোটা মোটা পাইপে চুমা খেতে খেতে খয় করে চিকন করে ফেলেছে।মাঝারের সাথেই এডজাস্ট বড় মসজিদ। আমি অনেক বার শিয়াদের সাথে সেই মাঝার মসজিদে নামাজ পড়েছি।সেই ছৈয়দা জয়নাবের মাঝারকে আমি আজো মিস করি।
আমি সিরিয়া অবস্হান কালে সিরিয়ার বেশ কয়েকটি এলাকা যেমন-- তারতুস, আলেপ্প, হোমস, আল নাবাক সহ বেশ কয়েকটা শহরে গুরে ফিরে দেখেছি।তবে দর্ষণীয় স্হান গুলির মধ্যে দামেস্কোই অন্যতম।পুথি পুস্তকের লেখা আল শাম শহরই আজকের আধুনিক দামেস্কো শহর।ধারনা করা হয় ফারাউ রাজা টুটমুসুস এর নামানুসারে এই দামেস্কো শহরের নামকরণ করা হয়।আর আসুরা জাতির নামানুসারে প্রাচীন গ্রীসিয় ভাষায় এই সিরিয়া নামকরন করা হয়।
সেই যাই হউক, এই দামেস্কো শহরেই এজিদের রাজ প্রসাদ, দাউদ (আঃ) এর হাতে নির্মিত উমাইয়া মসজিদ, হাবেসী বেল্লাল, সখিনা কুলছুম, জাকারিয়া নবীর মাঝার ঈমান হোসেন সহ আটারো জনের কল্লার মাঝার, সম্রাট সালাউদ্দিনের সমাধি সহ অসংখ্য মাঝার শরিফ, ও ঐতিহাসিক স্তাপনা এই দামেস্কো শহরেই অবস্হিত। প্রাচীন ইতিহাস, ঐতিহ্য, শিল্প সাহিত্য,সাংস্কৃতি জ্ঞান গুনের ভান্ডার ছিল এই দামেস্কো শহর।ঈমাম গাজ্জালী, ইবনে তাইমিয়ার, আলবেরুনী সহ অসংখ্য জ্ঞানি গুনি এই শহরেই জ্ঞান সাধনা করেছিলেন।
সিমিত সম্পদ, নানা দল মত, সুন্নি ,শিয়া, আলাওয়ি, দ্রুজ, খ্রিস্টান সম্প্রদায় নিয়ে সাবলম্বি সিরিয়া বেশ সুখে শান্তিতে ছিল।কিন্তু আজ সেই সিরিয়া ইউরো মার্কিনীদের রোসানলে পড়ে আই এস টেররিস্ট কতৃক ধুলির সাথে মিশে গেছে।শান্তি প্রিয় সিরিয়া বাসী আজ ইউরোপে উদভাস্তুু হতে যেয়ে সমুদ্রে ডুবে মরছে হাজারে হাজার।যুদ্ধে প্রাণ হারিয়েছে পাঁচ লক্ষাধিক নিরীহ মানুষ। নারী শিশু বুড়ো, জোয়ান। পঙ্গু হয়েছে লক্ষ লক্ষ। তুর্কি. জর্ডান, লেভাননে অমানবিক ভাবে বসবাস করিতেছে লক্ষ লক্ষ উদ্ভাস্তু। ধুলির সাথে মিশে গেছে পার্লমিরা সহা অসংখ্য ঐতিহাসিক স্তাপনা।
বিশ্ব বিবেক, মানবতা আজ কোথায়?বিশ্ব মাস্তান আর দুষ্ট চক্ররা আজো সিরায়াকে নিয়ে নষ্ট রাজনিতীর খেলায় মেতেছে।জাতি সংগও আজ সিরিয়ার ব্যপারে নিরব দর্ষকের ভুমিকা পালন করিতেছে। মুসলিম মোড়ল ওহাবীরা ও আজ সিরীয়া বাসীর জন্য সাহায্যের হাত বাড়িয়ে না দিয়ে বরঞ্চ আই এস টেররিষ্টদেরকে সহযোগিতা করছে, নিরীহ মানুষের কল্লা কাটতে।ধনি আরব রাষ্ট্র গুলি সিরিয়ার দুর্গত মানুষদের পক্ষ না নিয়ে ইহুদী নাসরাদের পক্ষ নিয়েছে।
----চলবে
Friday, July 31, 2015
Capitel Punishment.
আবেগ এবং অনুভূতি
১,মানুষের আবেগ আর অনুভূতির জায়গা গুলির মধ্যে দেশ এবং ধর্মই হলো অন্যতম।আবেগের বসেই কবি লিখতে
পেরেছেন আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি।আর যদি সত্যিই কোন আবেগ থাকতো না, তাহলে হয় তো
কবি লিখতেন অন্যকিছু।দেশ এবং ধর্মকে নিয়ে যত গান কবিতা বা বই পুস্তোক রচনা হয়েছে, আমার মনে হয় আর অন্য কিছুর ব্যপারে এত বই পুস্তোক রচনা হয়নি।নিজ নিজ দেশ এবং ধর্মকে সবাই ভালোবাসে।নিজ সন্তানের মত নিজ
মাবাবার মত, নিজের কোন প্রিয় বস্তুর মত ভালোবাসে।জানপ্রাণ দিয়ে ভালোবাসে।
দেশকে ভালোবেসে যুগে যুগে আমাদের পুর্ব পুরুষরা রক্তদিয়েছে, হাসতে হাসতে শহীদ হয়েছে।শুধু আমাদের দেশ কেন পৃথিবীর সকল জাতিগোষ্টি নিজ নিজ দেশের জন্য যুদ্ধ গৃহযুদ্ধ করেছে। আবার দু একজন কুলাঙার ও স্বদেশের সাথে বেঈমানি করেছে।
সে অনাদি কাল থেকে, নিরন্তর করে যাচ্ছে আজো। নিজের ভাষা কৃষ্টি কার্লচার নিজের স্বাধিনতার জন্য নিজের ন্যার্য্য অধিকার আদায়ের জন্য রক্ত দিয়েছে শহীদ হয়েছে। এক সভ্যতাকে ধ্বংশ করে আরেক নতুন সভ্যতা গড়েছে।রক্তে ভিজে লালে লাল হয়েছে পৃথিবীর উর্বর মাটি। লালে লাল হয়েছে দেশদেশান্তর।রক্তে ভিজে লালে লাল হয়েছে আমাদের এই স্বদেশের শ্যমল মাটিও।এই রক্তে ভেজা সরস মাটির বুকে নিশ্চিন্তে ঘুমিয়ে আছে লক্ষ লক্ষ বীর শহীদ।আমরা কৃতজ্ঞ চিত্বে নতশিরে শ্মরন করি তাদের।
আমরাও এক সাগর রক্ত আর লক্ষ লক্ষ মা-বোনের ইজ্জতের বিনিময়ে স্বাধীনতার ঐ রক্তিম সূর্য্যটা চিনিয়ে এনেছি কুখ্যাত পাক হায়েনাদের মুখ থেকে।আমরা আজ স্বাধীন,মুক্ত স্বদেশ আমাদের। একথা ভাবতেই গর্বে বুকটা পুলে উঠে।
স্বাধীনতা পেয়ে আমরা মোটেই অলস বসে থাকিনি। একাত্তরের ষোলই ডিসেম্বর আমরা চুড়ান্ত বিজয় লাভ করেছি।বাহাত্তরের ৮ই জানুয়ারি আমাদের জাতির জনককে পশ্চিম পাকিস্তানিরা পিন্ডির কারাগার থেকে নিঃসর্ত মুক্তি দিতে বাদ্য হয়েছে।মুক্তি পেয়ে বাংলার সাড়ে সাতকুঠি মানুষের নয়ন মনি, বাংলার অভিসংবাদিত নেতা মহামানব সর্বকালের শ্রেষ্ট বাঙ্গালী লন্ডন দিল্লী হয়ে প্রিয় স্বদেশের মাটিতে ফিরে আসেন।
আমরাও এক সাগর রক্ত আর লক্ষ লক্ষ মা-বোনের ইজ্জতের বিনিময়ে স্বাধীনতার ঐ রক্তিম সূর্য্যটা চিনিয়ে এনেছি কুখ্যাত পাক হায়েনাদের মুখ থেকে।আমরা আজ স্বাধীন,মুক্ত স্বদেশ আমাদের। একথা ভাবতেই গর্বে বুকটা পুলে উঠে।
স্বাধীনতা পেয়ে আমরা মোটেই অলস বসে থাকিনি। একাত্তরের ষোলই ডিসেম্বর আমরা চুড়ান্ত বিজয় লাভ করেছি।বাহাত্তরের ৮ই জানুয়ারি আমাদের জাতির জনককে পশ্চিম পাকিস্তানিরা পিন্ডির কারাগার থেকে নিঃসর্ত মুক্তি দিতে বাদ্য হয়েছে।মুক্তি পেয়ে বাংলার সাড়ে সাতকুঠি মানুষের নয়ন মনি, বাংলার অভিসংবাদিত নেতা মহামানব সর্বকালের শ্রেষ্ট বাঙ্গালী লন্ডন দিল্লী হয়ে প্রিয় স্বদেশের মাটিতে ফিরে আসেন।
এক আবেগঘন পরিবেশে এসে ধ্বংশস্তুপের উপর দাঁড়িয়ে তিনি দেশ গড়ার প্রস্তুতি গ্রহন করেন।
একটা নিঃস্ব ধ্বংশস্তুপ দেশের রাষ্ট্রকাঠামো পুর্নঘটন করতে হলে হওয়া চাই, সুদুর প্রসারি সমাজ দর্শন,রাষ্ট্র দর্শণ, এবং রাজনৈতিক দর্শণ ও সুনির্দিষ্ট চিন্তাধারা এবং পরিকল্পনা।সুনিপুন স্তপতি এবং বিজ্ঞ দার্শণিকের মত জাতির জনক সে পথেই আগাচ্ছিলেন।বায়াত্তর সনেই তিনি ৩৪জন বিজ্ঞ বুদ্ধিজিবীর সমন্বয়ে মাত্র ৮মাসের মধ্যেই প্রণয়ন করলেন আমাদের প্রবিত্র সংবিধান। যা পশ্চিম পাকিস্তানিরা এক যুগেও পারেনি।দিশেহারা জাতির জন্য এটাই ছিল আমাদের প্রথম আলোর দিশারি।এই প্রবিত্র সংবিধানেই সুনির্দিষ্ট করে লিখা আছে আমাদের চলার সকল দিক নির্দেশনা।সংবিধান হলো একটা রাষ্ট্রের মৌলিক আইন।এই সংবিধান মোতাবেক আমাদের এত কষ্টে অর্জিত দেশটা সুন্দর ভাবে সামনের দিকে চলার কথা।কিন্তু কুটি টাকার প্রশ্ন এই সংবিধান মোতাবেক কি আজ আমাদের দেশটা চলছে? উত্তর হবে না!
আমাদের সংবিধানে স্পষ্টভাবে মানবেধিকারের কথা বলা হয়েছে।মানুষের বাক স্বাধীনতার কথা বলা হয়েছে।আমাদের সংবিধানে মদ জুয়া গাঁজাসহ সকল নেশা জাতিয় দ্রব্য ঘনিকাবৃত্তি, ঘুষ দুর্নীতি সম্পুর্নভাবে নিসিদ্ধ করা হয়েছে।
আমাদের সংবিধানে সকল নাগরিকের কর্মসংস্হাসের সুব্যস্হার কথা বলা হয়েছে।আমাদের সংবিধানে সুস্পষ্টভাবে লেখা আছে প্রজাতন্ত্রের সকল কর্মচারি পিয়ন থেকে অফিসারগন সবাই সাধারণ নাগরিকের সাথে আদপ কায়দার সাথে ভদ্রতা বজায়ে রেখে বিহেব বা পেশ আসতে হবে।এই রকম অনেক ঐশি বাণীর মত দিকনির্দেশনা লিখা আছে আমাদের সংবিধানে।এই সংবিধানের মূলস্তম্ভ ছিল, গনতন্ত্র, সমাজতন্ত্র, জাতীয়তাবাদ, ও ধর্মনিরপেক্ষতা।
আজ আমার প্রশ্ন শুধুই কি লেখার খাতিরেই লেখা হয়েছে এই সংবিধান?উত্তর হবে সম্পুর্ন না!
সংবিধান আজ আর সংবিধানের জায়গায় নাই।১৫ই আগষ্টের পর দীর্ঘদিন যাবত স্বৈরচারের কবলে পরে আমাদের গর্বের সংবিধানকে কাটসাট করে আমাদেরকে সুকৌশলে দীর্ঘমেয়াদি দুর্নীতির দাসত্বে পরিণত করেছে।পৃথিবীর সকল সোষিত মানুষের কপালে যা হয়েছে আমাদের কপালেও তা হয়েছে।আরো ভালো করে বললে বলতে হয় পৃথিবী সকল স্বৈরচাররা যা করেছে আমাদের দু-স্বৈরচার তারচেয়ে নিঃকৃষ্ট কাজটি করেছে।
একজন রক্ত মাংশের মানুষ হয়ে আজ আমার বড়ই কষ্ট হচ্ছে।আজ একটি স্বাধীন রাষ্ট্রের সর্বত্র ঘুষ দুর্নীতিতে ছেঁয়ে গেছে।সাধারণ নাগরিকের নাভিস্বাস উঠেছে।আজ সাধারণ খেটে খাওয়া নাগরিকের উপর চলছে শারিরিক মানসিক জুলুম নির্যাতন নিপিড়ন।খুনগুম ধর্ষন আজ নিত্তনৈমত্তিক ব্যপার হয়ে উঠেছে।
আধুনিক পুঁজিবাদি গ্লোবাল বিশ্বের সাথে দেশ আজ এগিয়ে চলছে। শুধু আমাদের দেশ নয় পাল্লায় প্রতিযোগিতায় সকল দেশই এগিয়ে চলছে।অর্থনীতিতে, শিক্ষায়,দীক্ষায় জ্ঞান বিজ্ঞানে জ্ঞানিগুনিতে সবদিক দিয়েই এগিয়ে যাচ্ছে।বড় লোক আরো বড় হচ্ছে, গরিব আরো গরিব নয় শুধু ভিখারিও হচ্ছে কোথাও কোথাও।সেই সাথে পাল্লা দিয়ে বাড়ছে মানুষের পাশবিক বর্বরতা।গনতন্ত্র, সমাজতন্ত্র, ধর্মতন্ত্র, মানবতা, প্রেম ভালোবাসা, দয়ামায়া করুনা আজ কিছুই নাই তার স্বস্ব অবস্হানে। কোথাও আইনের বালাই নেই।এই সভ্যযুগে এসে মানুষ আজ আবার মেতে উঠেছে তার বর্বর আদিম উল্যাসে।দেশে দেশে আজ মানুষ নিঃস্ব নিঃশ্বেষ হচ্ছে মানুষের আধুনিক এক অসভ্য ইতর বর্বরতায়। দেশে দেশে মৌলবাদীদের উত্থান সেটাই দেখাচ্ছে।
বর্বরতার দিক দিয়ে আজ আমাদের এই বাংলাদেশও পিছিয়ে নেই।বরঞ্চ ভালো একটা পজিশনে আছে।ন্যায় বিচারের নামে অবিচার,সন্দেহাতীত ভাবে পিটিয়ে মানুষ হত্যা শিশু নিযাতন,ধর্ষন সিলেটে শিশু রাজন হত্যা নোয়াখালীতে তিন ভাইকে নির্মম ভাবে হত্যা সেই কথাই বলে।
দিন গড়িয়ে রাত হয় আমাদের অশান্ত পৃথিবীকে দুদন্ড শান্তি দেওয়ার জন্য।আমাদের কথিত সভ্য সমাজের শিক্ষিত সুশিল নধর ভদর লোকগুলি ঠিকই নিরাপদে এয়ার কন্ডিসান খুলে দিয়ে ঘুমিয়ে পড়েন কিংবা আরাম আয়েশ করেন।বাহিরে জেগে উঠে অন্ধ জগত। আমার আপনার সকলেরই জানাশুনা আছে সেই অন্ধ জগতের গুনি বাসিন্ধাদের।জেগে উঠে মদ জুয়া গাঁজার আসর, জেগে উঠে নিসিদ্ধ গল্লি কিংবা
পল্লি।চারিদিকে অন্যায় অনিয়মের সেকি এক বাজে পরিস্হিতি।
সমাজের এই সব অন্যায় অনিয়ম আমরা দেখে দেখিনা শুনেও শুনিনা।বিকালঙ্গ হয়ে গেছে আমাদের প্রধান ইন্দ্রিয় শক্তিগুলি।আমরা এসবের বিরুদ্ধে প্রতিবাদ প্রতিরোধ করতে পারিনা।বরঞ্চ মাঝে মধ্যে সভ্যরাই বর্বর হয়ে উঠি।এমনকি পুরো রাষ্ট্রটাই ভেঙে পরি সন্দেহভাজনের উপর।হয় গন ধোলাইয়ে হত্যা নাহয় ক্রসফায়ারে হত্যা, নয় তো আইনের আনুষ্টানিকতায় হত্যা। কেপিটেল পানিসমেন্টে, ডেথ পেলাল্টি,এক্সিউস্যান বা সর্বোচ্চ স্বাস্হি মৃর্ত্যুদন্ড আরো কত কত বর্বর আইনে মানুষের প্রাণ নাশ করি।আবার সভা সমাবেশ করে সোস্যাল মিডিয়ায় সেই বর্বরতা প্রকাশ করি। পত্রিকার হেডিং করি।মানুষ হয়ে মানুষকে হত্যা করে আমরা নিজেকে দাবি করি মানুষ।
আজ কোন এক অদৃশ্য আতঙ্কে আমাদের দিন কাটে রাত পোহায়।উন্নত সমাজ ব্যবস্হা একটি আদর্শ ও ন্যায় রাষ্ট্র আজো আমরা গড়ে তুলতে পারিনি।সংস্কারের কোন নাম গন্ধও নেই, সেই পুরানো গুনে ধরা সমাজে থাকতে থাকতে আমরা যেন অব্যস্হ হয়ে পড়েছি।সংবিধান বহিরভূত রাষ্ট্র পরিচালন স্বৈরতন্ত্র ছাড়া আর কি হতে পারে?
সরকার আর তার মন্ত্রিবর্গ প্রায়ই বলে থাকে, আইন তার নিজস্ব গতিতে চলবে। আইনের চোখে সবাই সমান ইত্যাদি।
আরে ভাই এটা টোটালি একটি মিথ্যা কথা।আজ থেকে প্রায় ৩হাজার ৭শত বছর আগে সর্ব প্রথম আইন প্রণয়ন করেছেন ব্যবিলনের রাজা হাম্মারাব্বি।রাজার রাজ প্রসাদে পাওয়া গেছে আইনের ধারা খচিত ২৮৪টি শিলালিপী।তন্মধ্যে জগন্য অপরাধের জন্য ২৫টাই ছিল মৃর্ত্যুদন্ডের সাজা।সেই থেকেই আইনগুলি পরিচালিত হয়ে আসছে সেই একি নিয়মে। প্রকারভেদে আরো নতুন নতুন আইন সংযোযন হয়েছে তার সাথে। বদলেনি একটিও।বরঞ্চ আরো জগন্য ভাবে আজো মানুষ মানুষকে হত্যা করছে।
বেশি দুরে যাওয়ার প্রয়োজন নেই। এই সম্প্রতি বাংলাদেশের সর্বোচ্চ আদালত যুদ্ধাপরাধি সাকা চৌধুরিকে ফাঁসির সাজা দিয়েছে।সেই রায়ে জাতি আজ খুশিতে আন্দলিত।গন জাগরন মঞ্চ আজ আনন্দে দোলা খাচ্ছে।এই সাকারা একাত্তরে হত্যা ধর্ষন লুটপাট করেছে। নিরপরাধ মানুষের ঘরে ঘরে আগুন দিয়েছে।এটাই তাদের কি একান্ত প্রাপ্য?
সাকারা সেই সময় মানুষকে হত্যা করেছে বারি ভারি অস্ত্র দিয়ে।আজ তাদের হত্যা হবে এক টুকরো রুমালের ইশারায়।সুসুজ্জীত মঞ্চ তৈরি করে চলবে তাদের মৃর্ত্যুর বা ফাঁসি কার্যকারিতার কি চমৎকার আনুষ্টানিকতা।কোরবানির বলদের মত ঘা-গোসল করিয়ে ধর্মিয় নিয়মনীতি সেরে,অন্তিম ইচ্ছা জানিয়ে পিচ্ছিল ম্যানিলা রোফ গলে লাগিয়ে জম টুপি পড়াবার পর আজরাইল নয়, রুমালটাই হয়ে পড়ে জমদুত।কালো জল্লাদ টানে হেসকা টান।অমনি মুহুর্ত্যেই সব খালাস।কি সুন্দর মানুষের এই সিস্টেম। মানুষের কি এক আধুনিক বর্বরতা।
---চলবে--
একটা নিঃস্ব ধ্বংশস্তুপ দেশের রাষ্ট্রকাঠামো পুর্নঘটন করতে হলে হওয়া চাই, সুদুর প্রসারি সমাজ দর্শন,রাষ্ট্র দর্শণ, এবং রাজনৈতিক দর্শণ ও সুনির্দিষ্ট চিন্তাধারা এবং পরিকল্পনা।সুনিপুন স্তপতি এবং বিজ্ঞ দার্শণিকের মত জাতির জনক সে পথেই আগাচ্ছিলেন।বায়াত্তর সনেই তিনি ৩৪জন বিজ্ঞ বুদ্ধিজিবীর সমন্বয়ে মাত্র ৮মাসের মধ্যেই প্রণয়ন করলেন আমাদের প্রবিত্র সংবিধান। যা পশ্চিম পাকিস্তানিরা এক যুগেও পারেনি।দিশেহারা জাতির জন্য এটাই ছিল আমাদের প্রথম আলোর দিশারি।এই প্রবিত্র সংবিধানেই সুনির্দিষ্ট করে লিখা আছে আমাদের চলার সকল দিক নির্দেশনা।সংবিধান হলো একটা রাষ্ট্রের মৌলিক আইন।এই সংবিধান মোতাবেক আমাদের এত কষ্টে অর্জিত দেশটা সুন্দর ভাবে সামনের দিকে চলার কথা।কিন্তু কুটি টাকার প্রশ্ন এই সংবিধান মোতাবেক কি আজ আমাদের দেশটা চলছে? উত্তর হবে না!
আমাদের সংবিধানে স্পষ্টভাবে মানবেধিকারের কথা বলা হয়েছে।মানুষের বাক স্বাধীনতার কথা বলা হয়েছে।আমাদের সংবিধানে মদ জুয়া গাঁজাসহ সকল নেশা জাতিয় দ্রব্য ঘনিকাবৃত্তি, ঘুষ দুর্নীতি সম্পুর্নভাবে নিসিদ্ধ করা হয়েছে।
আমাদের সংবিধানে সকল নাগরিকের কর্মসংস্হাসের সুব্যস্হার কথা বলা হয়েছে।আমাদের সংবিধানে সুস্পষ্টভাবে লেখা আছে প্রজাতন্ত্রের সকল কর্মচারি পিয়ন থেকে অফিসারগন সবাই সাধারণ নাগরিকের সাথে আদপ কায়দার সাথে ভদ্রতা বজায়ে রেখে বিহেব বা পেশ আসতে হবে।এই রকম অনেক ঐশি বাণীর মত দিকনির্দেশনা লিখা আছে আমাদের সংবিধানে।এই সংবিধানের মূলস্তম্ভ ছিল, গনতন্ত্র, সমাজতন্ত্র, জাতীয়তাবাদ, ও ধর্মনিরপেক্ষতা।
আজ আমার প্রশ্ন শুধুই কি লেখার খাতিরেই লেখা হয়েছে এই সংবিধান?উত্তর হবে সম্পুর্ন না!
সংবিধান আজ আর সংবিধানের জায়গায় নাই।১৫ই আগষ্টের পর দীর্ঘদিন যাবত স্বৈরচারের কবলে পরে আমাদের গর্বের সংবিধানকে কাটসাট করে আমাদেরকে সুকৌশলে দীর্ঘমেয়াদি দুর্নীতির দাসত্বে পরিণত করেছে।পৃথিবীর সকল সোষিত মানুষের কপালে যা হয়েছে আমাদের কপালেও তা হয়েছে।আরো ভালো করে বললে বলতে হয় পৃথিবী সকল স্বৈরচাররা যা করেছে আমাদের দু-স্বৈরচার তারচেয়ে নিঃকৃষ্ট কাজটি করেছে।
একজন রক্ত মাংশের মানুষ হয়ে আজ আমার বড়ই কষ্ট হচ্ছে।আজ একটি স্বাধীন রাষ্ট্রের সর্বত্র ঘুষ দুর্নীতিতে ছেঁয়ে গেছে।সাধারণ নাগরিকের নাভিস্বাস উঠেছে।আজ সাধারণ খেটে খাওয়া নাগরিকের উপর চলছে শারিরিক মানসিক জুলুম নির্যাতন নিপিড়ন।খুনগুম ধর্ষন আজ নিত্তনৈমত্তিক ব্যপার হয়ে উঠেছে।
আধুনিক পুঁজিবাদি গ্লোবাল বিশ্বের সাথে দেশ আজ এগিয়ে চলছে। শুধু আমাদের দেশ নয় পাল্লায় প্রতিযোগিতায় সকল দেশই এগিয়ে চলছে।অর্থনীতিতে, শিক্ষায়,দীক্ষায় জ্ঞান বিজ্ঞানে জ্ঞানিগুনিতে সবদিক দিয়েই এগিয়ে যাচ্ছে।বড় লোক আরো বড় হচ্ছে, গরিব আরো গরিব নয় শুধু ভিখারিও হচ্ছে কোথাও কোথাও।সেই সাথে পাল্লা দিয়ে বাড়ছে মানুষের পাশবিক বর্বরতা।গনতন্ত্র, সমাজতন্ত্র, ধর্মতন্ত্র, মানবতা, প্রেম ভালোবাসা, দয়ামায়া করুনা আজ কিছুই নাই তার স্বস্ব অবস্হানে। কোথাও আইনের বালাই নেই।এই সভ্যযুগে এসে মানুষ আজ আবার মেতে উঠেছে তার বর্বর আদিম উল্যাসে।দেশে দেশে আজ মানুষ নিঃস্ব নিঃশ্বেষ হচ্ছে মানুষের আধুনিক এক অসভ্য ইতর বর্বরতায়। দেশে দেশে মৌলবাদীদের উত্থান সেটাই দেখাচ্ছে।
বর্বরতার দিক দিয়ে আজ আমাদের এই বাংলাদেশও পিছিয়ে নেই।বরঞ্চ ভালো একটা পজিশনে আছে।ন্যায় বিচারের নামে অবিচার,সন্দেহাতীত ভাবে পিটিয়ে মানুষ হত্যা শিশু নিযাতন,ধর্ষন সিলেটে শিশু রাজন হত্যা নোয়াখালীতে তিন ভাইকে নির্মম ভাবে হত্যা সেই কথাই বলে।
দিন গড়িয়ে রাত হয় আমাদের অশান্ত পৃথিবীকে দুদন্ড শান্তি দেওয়ার জন্য।আমাদের কথিত সভ্য সমাজের শিক্ষিত সুশিল নধর ভদর লোকগুলি ঠিকই নিরাপদে এয়ার কন্ডিসান খুলে দিয়ে ঘুমিয়ে পড়েন কিংবা আরাম আয়েশ করেন।বাহিরে জেগে উঠে অন্ধ জগত। আমার আপনার সকলেরই জানাশুনা আছে সেই অন্ধ জগতের গুনি বাসিন্ধাদের।জেগে উঠে মদ জুয়া গাঁজার আসর, জেগে উঠে নিসিদ্ধ গল্লি কিংবা
পল্লি।চারিদিকে অন্যায় অনিয়মের সেকি এক বাজে পরিস্হিতি।
সমাজের এই সব অন্যায় অনিয়ম আমরা দেখে দেখিনা শুনেও শুনিনা।বিকালঙ্গ হয়ে গেছে আমাদের প্রধান ইন্দ্রিয় শক্তিগুলি।আমরা এসবের বিরুদ্ধে প্রতিবাদ প্রতিরোধ করতে পারিনা।বরঞ্চ মাঝে মধ্যে সভ্যরাই বর্বর হয়ে উঠি।এমনকি পুরো রাষ্ট্রটাই ভেঙে পরি সন্দেহভাজনের উপর।হয় গন ধোলাইয়ে হত্যা নাহয় ক্রসফায়ারে হত্যা, নয় তো আইনের আনুষ্টানিকতায় হত্যা। কেপিটেল পানিসমেন্টে, ডেথ পেলাল্টি,এক্সিউস্যান বা সর্বোচ্চ স্বাস্হি মৃর্ত্যুদন্ড আরো কত কত বর্বর আইনে মানুষের প্রাণ নাশ করি।আবার সভা সমাবেশ করে সোস্যাল মিডিয়ায় সেই বর্বরতা প্রকাশ করি। পত্রিকার হেডিং করি।মানুষ হয়ে মানুষকে হত্যা করে আমরা নিজেকে দাবি করি মানুষ।
আজ কোন এক অদৃশ্য আতঙ্কে আমাদের দিন কাটে রাত পোহায়।উন্নত সমাজ ব্যবস্হা একটি আদর্শ ও ন্যায় রাষ্ট্র আজো আমরা গড়ে তুলতে পারিনি।সংস্কারের কোন নাম গন্ধও নেই, সেই পুরানো গুনে ধরা সমাজে থাকতে থাকতে আমরা যেন অব্যস্হ হয়ে পড়েছি।সংবিধান বহিরভূত রাষ্ট্র পরিচালন স্বৈরতন্ত্র ছাড়া আর কি হতে পারে?
সরকার আর তার মন্ত্রিবর্গ প্রায়ই বলে থাকে, আইন তার নিজস্ব গতিতে চলবে। আইনের চোখে সবাই সমান ইত্যাদি।
আরে ভাই এটা টোটালি একটি মিথ্যা কথা।আজ থেকে প্রায় ৩হাজার ৭শত বছর আগে সর্ব প্রথম আইন প্রণয়ন করেছেন ব্যবিলনের রাজা হাম্মারাব্বি।রাজার রাজ প্রসাদে পাওয়া গেছে আইনের ধারা খচিত ২৮৪টি শিলালিপী।তন্মধ্যে জগন্য অপরাধের জন্য ২৫টাই ছিল মৃর্ত্যুদন্ডের সাজা।সেই থেকেই আইনগুলি পরিচালিত হয়ে আসছে সেই একি নিয়মে। প্রকারভেদে আরো নতুন নতুন আইন সংযোযন হয়েছে তার সাথে। বদলেনি একটিও।বরঞ্চ আরো জগন্য ভাবে আজো মানুষ মানুষকে হত্যা করছে।
বেশি দুরে যাওয়ার প্রয়োজন নেই। এই সম্প্রতি বাংলাদেশের সর্বোচ্চ আদালত যুদ্ধাপরাধি সাকা চৌধুরিকে ফাঁসির সাজা দিয়েছে।সেই রায়ে জাতি আজ খুশিতে আন্দলিত।গন জাগরন মঞ্চ আজ আনন্দে দোলা খাচ্ছে।এই সাকারা একাত্তরে হত্যা ধর্ষন লুটপাট করেছে। নিরপরাধ মানুষের ঘরে ঘরে আগুন দিয়েছে।এটাই তাদের কি একান্ত প্রাপ্য?
সাকারা সেই সময় মানুষকে হত্যা করেছে বারি ভারি অস্ত্র দিয়ে।আজ তাদের হত্যা হবে এক টুকরো রুমালের ইশারায়।সুসুজ্জীত মঞ্চ তৈরি করে চলবে তাদের মৃর্ত্যুর বা ফাঁসি কার্যকারিতার কি চমৎকার আনুষ্টানিকতা।কোরবানির বলদের মত ঘা-গোসল করিয়ে ধর্মিয় নিয়মনীতি সেরে,অন্তিম ইচ্ছা জানিয়ে পিচ্ছিল ম্যানিলা রোফ গলে লাগিয়ে জম টুপি পড়াবার পর আজরাইল নয়, রুমালটাই হয়ে পড়ে জমদুত।কালো জল্লাদ টানে হেসকা টান।অমনি মুহুর্ত্যেই সব খালাস।কি সুন্দর মানুষের এই সিস্টেম। মানুষের কি এক আধুনিক বর্বরতা।
---চলবে--
Sunday, May 31, 2015
মুসলমানদের এমন দুরবস্হা কেন?
আজ দেশে দেশে মুসলমানদের এমন দুরবস্হা কেন?কেন এমন অধপতন?আজ পৃথিবীর কোথাও মুসলমানরা শান্তিতে নেই।সিরিয়া ,লেভানন, ইরান, ইরাক, পাকিস্তান, কাশ্মির, বার্মা, ফিলিপাইন, ইয়েমেন,সুমালিয়া নাইজেরিয়া, আলজেরিয়া, তুনিসিয়া,তুর্কি মিডেলিস্ট, ইউরোপ, আমেরিকা,ভারত, বাংলাদেশ, এশিয়া কন্টিনেন্টের কোথাও মুসলমানরা একটু ও শান্তিতে নাই।আজ বিশ্ব বাসি মুসলমান নাম শুনলেই আঁতকে উঠে।মুসলমান দেখলেই তারা জঙ্গি সন্ত্রাসি মনে করে।দেখে ঘৃনার চোখে। কিন্তু কেন?
এই কথাই বার বার মাথায় গুরপাক খাচ্ছে। প্রবাসে আসার পরে প্রথম প্রথম একটা অপরাধ বোধ মাথায় ভোজা হয়ে চেপে বসেছিল, সাউত এশিয়ার বাংলাদেশের মত একটা গরিব দেশে জন্মেছি বলে।আর আজ আরেকটা অপরাধ বোধ মাথায় চেপে বসেছে, আমি মুসলমান কোন দেশে জন্মেছি বলে।আমি বাঙ্গালী ছোট কদের মুসলমান হয়েছি বলে। আমার প্রথম নাম মোহাম্মদ বলে।
আজ আমার বড়ই দুঃখ হয়, কষ্টও হয়, মুসলমানদের এমন দুরবস্হা দেখে।আজ ব্যদনার নোনা জলে আমার বুক ভেসে উঠে মুসল মানদের এমন অধপতন দেখে।যেই মুসলমাদেরকে চোখে আঙ্গুল দিয়ে আমাদের প্রিয় নবী মুহাম্মদ (সঃ) দেখায়ে দিয়ে গেছেন, শান্তি ও সাম্যের সুশৃংখল সুমশৃন সঠিক সুন্দর পথ। সেই পথ থেকে আজ আমরা কি সড়ে পড়েছি?কেন আমাদের এই দুরবস্হা, কেন আমাদের অধপতন হবে?
ভাবতে অবাক লাগে।যে ইসলাম আরবের মত একটা মরু বেদুঈনের দেশে আর্বিভূতত হয়ে মাত্র আশি বছরে মধ্যে আধা বিশ্বে খালিফাত্ব কায়েম করে সমগ্র বিশ্বে চড়িয়ে পড়েছে।যে ইসলামের আর্বিভাবে সমগ্র বিশ্বের মুসলমানের হৃৎপিন্ড হয়ে গেছে মরুর মক্কা মদিনা শহর। যেই ইসলাম আমাদের প্রিয় নবীর ইন্তেকালের পরেও চার খালিফা এবং তার পরে হযরত মুআবিয়ার উমাইয়া খালিফাত্ব প্রায় ৯০ বছর, তার পর আব্বাসিয়া খালিফাত্ব ৭৫০ বছর এবং এই সেই দিন পর্যন্ত উসমানি খালিফাত্ব ৬৫০ বছর প্রায় আধা বিশ্ব শাস করেছিল বীর দর্পে।
যেই ইসলামের সুশিল ছায়াতলে হুহু করে দলে দলে পৃথিবীর সুবিধা বঞ্চিত মানুষরা সমবেত হতে লাগল। যে ইসলাম মাত্র আশি বছরের মধ্যে পরিগনিত হয়ে উঠল একটা বিশ্ব ধর্ম, সমগ্র মানব জাতির নেতা, শিক্ষক গুরু, পথ প্রদর্শক। যে ইসলাম মানব জাতিকে দেখাতে লাগল আলোর পথ, যে ইসলাম মানব জাতিকে শিখাতে লাগল সভ্যতা ভদ্রতা নম্রতা, মানবতা, ন্যয্য অধিকার সাম্য সম্প্রিতী।সেই ইসলামের আজ কেন এমন দুরবস্হা হবে?কেন এমন অধ পতন হবে?
যে ইসলাম জনম দিয়েছে ঈমাম গাজ্জালী, জালাল উদ্দিন রুমি, আল ফারাবি, শেখ শাদী, ওমর খৈয়াম, সর্বকালের সেরা ডাঃ ইবনে সিনা, ইতিহাস বেত্তা আল বেরুনি,পর্যটক ইবনে বতুতা, ঈমাম বোখারী, তীরমিযি, ঈমাম হানিফির মত অগনন হীরের টুকরো,।যে ইসলাম জনম দিয়েছে বড় পীর আবদুল কাদের জিলানী, হাফেজ মহিনউদ্দিনের মত হাজার হাজার ওলি আল্লামা আলেম গাউস কুতুব সেই ইসলামের কেন এমন দুরবস্হা হবে? কেন এমন অধপতন হবে?
আজ আমার ভাবতে খুব কষ্ট হচ্ছে। তাহলে কি আজ আমরা মুসলমানরা নবীর আদর্শ কোরআন সুন্নাহ থেকে দিন দিন দুরে সরে যাচ্ছি?কেন আজ আমরা মুসলমান ভাই মুসলমান ভাইকে হত্যা করছি? কেন আজ আমাদের মধ্যে এত মতনৈক্য। কেন এত ভিবক্তি?কেন আজ মুসলমানের মধ্যে মিল্লাত নেই?কেন আজ মুসলিম উম্মা নেই? সম্প্রিতী নেই, ভাতৃত্ববোধ নেই? কেন আজ আমরা সবাই উম্মতে মোম্মদী হতে পারছি না? কেন আমরা আজ মোহাম্মদের লোক হতে পারছি না?।
একবার সুন্নি থেকে শিয়া, খারেজি, তার পর ইছমাইলী, তার পর আলাওয়ি, তার পর দ্রুজ, তারপর ওহাবী, তার পর আহম্মেদী, তার পর মদুদী হয়ে ইসলামের নব জাগরনের নামে বার বার ইসলামকে কি ঔরা সংস্কার করে এত গুলি ফিরকা তৈরি করে ইসলামের সাত ঈমান,পাঁচ আকিদা এবং কোরআন সুন্নাহর বারটা বাজিয়ে দিচ্ছে না?
হে আল্লাহ! তুমি মুসলমানদেরকে সঠিক জ্ঞান দান করো।হেদায়েত করো, আর আমাকে ক্ষমা করো, আমিন!
জার্মানী,
এই কথাই বার বার মাথায় গুরপাক খাচ্ছে। প্রবাসে আসার পরে প্রথম প্রথম একটা অপরাধ বোধ মাথায় ভোজা হয়ে চেপে বসেছিল, সাউত এশিয়ার বাংলাদেশের মত একটা গরিব দেশে জন্মেছি বলে।আর আজ আরেকটা অপরাধ বোধ মাথায় চেপে বসেছে, আমি মুসলমান কোন দেশে জন্মেছি বলে।আমি বাঙ্গালী ছোট কদের মুসলমান হয়েছি বলে। আমার প্রথম নাম মোহাম্মদ বলে।
আজ আমার বড়ই দুঃখ হয়, কষ্টও হয়, মুসলমানদের এমন দুরবস্হা দেখে।আজ ব্যদনার নোনা জলে আমার বুক ভেসে উঠে মুসল মানদের এমন অধপতন দেখে।যেই মুসলমাদেরকে চোখে আঙ্গুল দিয়ে আমাদের প্রিয় নবী মুহাম্মদ (সঃ) দেখায়ে দিয়ে গেছেন, শান্তি ও সাম্যের সুশৃংখল সুমশৃন সঠিক সুন্দর পথ। সেই পথ থেকে আজ আমরা কি সড়ে পড়েছি?কেন আমাদের এই দুরবস্হা, কেন আমাদের অধপতন হবে?
ভাবতে অবাক লাগে।যে ইসলাম আরবের মত একটা মরু বেদুঈনের দেশে আর্বিভূতত হয়ে মাত্র আশি বছরে মধ্যে আধা বিশ্বে খালিফাত্ব কায়েম করে সমগ্র বিশ্বে চড়িয়ে পড়েছে।যে ইসলামের আর্বিভাবে সমগ্র বিশ্বের মুসলমানের হৃৎপিন্ড হয়ে গেছে মরুর মক্কা মদিনা শহর। যেই ইসলাম আমাদের প্রিয় নবীর ইন্তেকালের পরেও চার খালিফা এবং তার পরে হযরত মুআবিয়ার উমাইয়া খালিফাত্ব প্রায় ৯০ বছর, তার পর আব্বাসিয়া খালিফাত্ব ৭৫০ বছর এবং এই সেই দিন পর্যন্ত উসমানি খালিফাত্ব ৬৫০ বছর প্রায় আধা বিশ্ব শাস করেছিল বীর দর্পে।
যেই ইসলামের সুশিল ছায়াতলে হুহু করে দলে দলে পৃথিবীর সুবিধা বঞ্চিত মানুষরা সমবেত হতে লাগল। যে ইসলাম মাত্র আশি বছরের মধ্যে পরিগনিত হয়ে উঠল একটা বিশ্ব ধর্ম, সমগ্র মানব জাতির নেতা, শিক্ষক গুরু, পথ প্রদর্শক। যে ইসলাম মানব জাতিকে দেখাতে লাগল আলোর পথ, যে ইসলাম মানব জাতিকে শিখাতে লাগল সভ্যতা ভদ্রতা নম্রতা, মানবতা, ন্যয্য অধিকার সাম্য সম্প্রিতী।সেই ইসলামের আজ কেন এমন দুরবস্হা হবে?কেন এমন অধ পতন হবে?
যে ইসলাম জনম দিয়েছে ঈমাম গাজ্জালী, জালাল উদ্দিন রুমি, আল ফারাবি, শেখ শাদী, ওমর খৈয়াম, সর্বকালের সেরা ডাঃ ইবনে সিনা, ইতিহাস বেত্তা আল বেরুনি,পর্যটক ইবনে বতুতা, ঈমাম বোখারী, তীরমিযি, ঈমাম হানিফির মত অগনন হীরের টুকরো,।যে ইসলাম জনম দিয়েছে বড় পীর আবদুল কাদের জিলানী, হাফেজ মহিনউদ্দিনের মত হাজার হাজার ওলি আল্লামা আলেম গাউস কুতুব সেই ইসলামের কেন এমন দুরবস্হা হবে? কেন এমন অধপতন হবে?
আজ আমার ভাবতে খুব কষ্ট হচ্ছে। তাহলে কি আজ আমরা মুসলমানরা নবীর আদর্শ কোরআন সুন্নাহ থেকে দিন দিন দুরে সরে যাচ্ছি?কেন আজ আমরা মুসলমান ভাই মুসলমান ভাইকে হত্যা করছি? কেন আজ আমাদের মধ্যে এত মতনৈক্য। কেন এত ভিবক্তি?কেন আজ মুসলমানের মধ্যে মিল্লাত নেই?কেন আজ মুসলিম উম্মা নেই? সম্প্রিতী নেই, ভাতৃত্ববোধ নেই? কেন আজ আমরা সবাই উম্মতে মোম্মদী হতে পারছি না? কেন আমরা আজ মোহাম্মদের লোক হতে পারছি না?।
একবার সুন্নি থেকে শিয়া, খারেজি, তার পর ইছমাইলী, তার পর আলাওয়ি, তার পর দ্রুজ, তারপর ওহাবী, তার পর আহম্মেদী, তার পর মদুদী হয়ে ইসলামের নব জাগরনের নামে বার বার ইসলামকে কি ঔরা সংস্কার করে এত গুলি ফিরকা তৈরি করে ইসলামের সাত ঈমান,পাঁচ আকিদা এবং কোরআন সুন্নাহর বারটা বাজিয়ে দিচ্ছে না?
হে আল্লাহ! তুমি মুসলমানদেরকে সঠিক জ্ঞান দান করো।হেদায়েত করো, আর আমাকে ক্ষমা করো, আমিন!
জার্মানী,
x
Wednesday, May 27, 2015
আমার মতামত,
দেশ যতই উন্নত হচ্ছে, ততই অন্যায় অনিয়ম বাড়ছে।
কেন আমাদের সমাজের এত অবক্ষয়,কেন এত অসংঘতি, কেন এত বৈশম্য?স্বাধিনতার তেতাল্লিশ বছর পরে এসেও কেন আমরা স্বাধিনতার একটু স্বাধ গ্রহন করিতে পারিতেছি না?কেন স্বাধিন দেশে এত অন্যায় অনিয়ম? কেন আমরা আজো ন্যয় বিচার থেকে বঞ্চিত? কেন আইনের শাসন নেই আমাদের দেশে? কেন আজো আমরা ঘুষ দুর্নিতী বন্ধ করতে পারতেছি না? কেন কালো বাজারি বন্ধ হচ্ছে না?কেন আজো স্বাধিন দেশে যেখানে সেখানে নারি শিশু নির্যাতিত হচ্ছে? কেন আজো নিরপরাধ মানুষের অস্বাভাবিক মৃর্ত্যু হয়?এ রকম অনেক প্রশ্নই মাথায় আসে।
কিন্তু হক কথা বললে, আমাকে বলতে হবে, মাননীয় প্রধান মন্ত্রি শেখ হাসিনা আপ্রান চেষ্টা করে যাচ্ছেন সকল ঝঞ্জাট দুর করে সোনার বাংলা হিসেবে আধুনিক সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে। ১৫ই আগষ্টের পর থেকে স্বৈরচার জিয়া এরশাদ, এবং হাউজ ওয়াইপ বিধবা নারি খালেদা জিয়া বার বার কুটকৌশল করে ক্ষমতায় এসে দেশটাকে কুলষিত করে দুর্নিতীর নর্দমায় ফেলে বার বার বিশ্ব চেম্পিয়ান করে এক আবর্জনার স্তুুপে পরিণত করেছে।দেশটার অবস্হা এখন হয়েছে এমন যে, এক ঠ্যাং দিলে মই চলে না , দুই ঠ্যাং দিলে গাই হাঁটে না।আজকে দেশের সুশিক্ষিত এবং সুস্বচেতনরা এগিয়ে না আসি, আমরা যদি সকল অন্যায় অনিয়মের বিরুদ্ধে প্রতিবাদ প্রতিরোধ গড়ে না তুলি, তাহলে শেখ হাসিনার পক্ষে একা তা কোনদিন সম্ভব হবে না।
১,রাজনিতী---
বর্তমানে দেশে খাঁটি দেশ প্রেমি রাজনিতীবীদ বলতে আমার নজরে কেউ নেই।সবাই পেশি বলে অর্থ বলে কুটকৌশলে শুধু ক্ষমতায় গিয়ে লুটে পুটে নিজের আখের ঘোচানোর জন্য ব্যতিব্যস্ত।কালো বিঁড়াল ধরতে গিয়ে নিজেরাই বন্য বিঁড়াল হয়ে দেখা দেয়।ক্ষমতায় গিয়ে অল্প কয়দিনের মাধ্যমেই দেশে বাড়ি গাড়ি করে সরকারি সকল সুজোগ সুবিধা ভোগ করেও দেশের সম্পধ বিদেশে পাচার করে বিদেশে বাড়ি কিনে সিঁদ চোরের মত পালানোর রাস্তা তৈরি করে।খুনি সন্ত্রাসি, চাঁদাবাজ ঘুষ দুর্নিতী,চাকুরি প্রমোশন টেন্ডার নিয়োগ,নিলাম কালোবাজারি সেন্ডিকেট, আন্ডার ওয়াল্ড নিয়ন্ত্রন আদম পাচার নারি পাচার, নারি বাজি, মিডিয়া টক শো সব কিছুতেই সবার সাথেই রাজনিতীবীদদের সুক্ষ কানেকশান আছে।তারা ইচ্ছা করলে গনেস উল্টিয়ে দিতে পারে আবার সিদা ও করে দিতে পারে।
জনগনের এত দুঃখ দুর্দশা দেখেও আমাদের দেশের কিছু শিক্ষিত সুশিল সমাজ এমন কি মানবতা বাদি নন গভর্নমেন্ট অরগাইনেজান গুলোও নিরব ভুমিকা পালন করে যাচ্ছে।নারি শিশু নির্যাতন, নিরপরাধ মানুষ হত্যা, এনকাউন্টারে হত্যা,বন্দিদশায় হত্যা ও নিপিড়ন দেখে মানবতা লজ্জা পাওয়ার কথা, কিন্তু আমাদের এখানে কারো কোন লজ্জা বোধ বলতে কোন কিছু নেই। ভেজালি মাল খেতে খেতে অন্যায় অনিয়ম সহিতে সহিতে সব সহ্য হয়ে গেছে।নিয়ম নিতী আইন কানুন এসব বাতিল কথা।
২, প্রশাসন--
একটা আদর্শ রাষ্ট ও উন্নত সমাজ ব্যবস্হা গড়ে তুলতে হলে সরকারকে অবশ্যই প্রথমে সুশাসন প্রতিষ্টা করে জনগনকে সম্পূর্ন ভাবে পূর্ন গনতন্ত্র ও স্বাধিনতার সুখ উপভোগ করার সুজোগ করে দিতে হবে।সাথে সাথে সর্বস্তরের নাগরিককে সব কিছুর সঠিক জবাবদিহীতা এবং দায়বদ্ধতার আওতায় আনতে হবে। শুধু মানুষ নয় একটা পশু পাখির ও জানমালের হেফাজত করা প্রত্যেক নাগরিকের কর্তব্য নয় শুধু ন্যয় দাযিত্ব্ ও বটে।
প্রশাসনের প্রথম স্তর হলো, পুলিশ--সিভিল গভর্নমেন্ট বা সামরিক গভর্মন্টে যে সরকারই ক্ষমতায় অধিষ্ট থাকবে. কোন অপরাধিকে ধরে বিচারের সন্মুখিন করতে হলে পুলিশের মাধ্যমেই আসামিকে ধরে আনতে হবে।সাধারণ পুলিশ এবং গোয়েন্ধা পুলিশ উভয়ে এক সাথে কাজ করে যত তাড়াতাড়ি সম্ভব আসামিকে ধরে আইনের হাতে সোপর্ধ করতে হবে।নারি এবং শিশুর কিডনেপিং সন্ত্রাসি হামলায় ও ডাকাতি দুর্গঠনার খেত্রে পুলিশকে যে কোন থানা চৌকি কিংবা পেট্রল ডিউটিরত পুলিশকে কারেন্ট একশান নিতে হবে।এখানে বিন্দু মাত্রও ঘাপলতি বা টালবাহানা করা সমিচিন হবে না।কারণ ভিকটিম বড় অসহায় ও তার জান খৎরায়।
পুলিশকে আসামি ধরে থানায় এনে আদালত থেকে রিমান্ড মনজুর করে কঠিন কোন নির্যাতন করা যাবে না। তার কাছ থেকে কৌশলে শিকারোক্তি আদায় করতে হবে,দাগি আসামি হলে পাতলা পুতলা দু একটা দেওয়া যাবে,দমকি দামকি দেওয়া যাবে, কিন্তু জানে মেরে ফেলার ক্ষমতা পুলিশের একতিয়ারে নেই।আর আসামি নারি হলে অবশ্যই তাকে নারি কর্মকর্তারাই ইজ্জতের সাথে জিজ্ঞাসা বাদ করতে হবে।
আমাদের দেশে দেখা যায় আজো পুলিশকে সেই সামন্ত বা সামরাজ্যবাদির আমলের মত পোশাক পরিচ্ছেদ হেলমেট গামবুট পড়ে ডান্ডা অস্ত্র এমনকি চাপাতির কোপে থানার ভিতরে আসামিকে নির্মম ভাবে হতাহত করতে।পুলিশকে স্মরন করিয়ে দিতে হবে তুমি শুধু আমাদের সেবক নয় , তুমি আমাদের খরিদা গোলামও বটে। তুমি পাবলিক চারভেন্ট। তোমার এই উর্দির ঠাঁটবাট সবি আমাদের কেনায়।আমাদের টাকায় তোমকে মোকত রেশন দেওয়া হয়, মাসের পহেলা তারিখে বেতন দেওয়া হয়।
আমাদের দেশে পুলিশের নিয়োগও দেওয়া হয় সেই ব্রিটিশ আমলের সিস্টেমে। শুধু লম্বা চোওরা ওজন মেপে তিন চার মাস শারিরিক কশরত শিখিয়ে ইউনিফরম দিয়ে অবৈধ পথে পয়সা কামানোর ধান্ধায় নামানো হয়।এখানে তাকে কোন প্রকার সামাজিক কুটকৌশল শিক্ষা দীক্ষা দেওয়া হয় না।সেই কারনেই মুর্খ পুলিশরা মুর্খ আচরন করেন জনগনের সাথে সব সময়।পুলিশকে দেখা যায় আসামিকে ধরতে এবং ধরে থানায় এনে এমনকি মরা মানুষকে নিয়ে, এমনকি নিরপরাধি মানুষকে ধরে এনে লাখ লাখ টাকার চাঁদাবাজি করতে।আবার সব সরকারই পুলিশকে অঘোষিত কেডার হিসেবেও ব্যবহার করে থাকে। এটা অত্যান্ত দুঃখজনক ব্যাপার।আবার দেখা যায় মামলার আলামত এবং মুল্যবান শিকারোক্তি পুলিশ মোটা দানের বিনিময়ে উল্টিয়ে দিয়ে কিংবা অন্যরকম তৈরি করে আদালতের হাতে সোপর্দ করে।পরে আবার আদলতের লোক জন মুহুরি মোক্তার ফেশকার পিয়ন থেকে উকিল বারিষ্টার এমন কি জজ পর্যন্ত ভিকটিমকে রসাল ফলের মত শুশতে শুশতে চিটা করে আভর্জনার স্তুপে কিংবা ডাস্টবিনে ফেলে দেয়।আমাদের দেশের গনতন্ত্রও সেই রসাল ফলের বিচির মত আজ।
৩, অপিস আদালত--
আমাদের দেশে অপিস আদালতে অবাধে চলে অন্যায় অনিয়ম আর মিথ্যার চর্চা।জনগন ঠিকমত ন্যায় বিচার পায় না।বাদি বিবাধি যে মিথ্যা বলে, জজ বারিষ্টার উকিল মোক্তার দুই পক্ষ অবলম্বন করে মোটা দান হাত করে মিথ্যাকেই সিকৃতি দিয়ে মোছে তা দেয়।সঠিক ভাবে সত্যকে উদঘাটন করে না,কোন পক্ষই, করলে ওমোটা দানের বিনিময়ে তা মিটয়ে দেওয়া হয়। পরে যাবত জীবন সাজা খাটার পর দেখা যায় আসামি নির্দোষ।
অপিস আদালতের সর্বস্তরে অবাধে চলা ঘুষ দুর্নিতী চিরতরে বন্ধ করতে হবে। আমাদের খরচে লেখা পড়া করে তোমাদেরকে কলম চোর হলে চলবে না।তোমাদেরকে ভাল কিছু করতে হবে।আমাদেরকে বিপদে পেলে পাশায়ে তোমরা লাখ লাখ টাকা কামাবে, অট্টালিকা বানাবে বিদেশ গিয়ে উন্নত চিকিৎসা করাবে, তোমাদের ছেলেমেয়েকে বিদেশে পড়াবে, তোমরা বিদেশ ভ্রমনে যাবে, হজ্ব করবে, তা হবে না, ধর্ম মতেও জায়েজ হয়না। এই সব বন্ধ করতে হবে।ঘুষ দর্নিতীকে চরম অপরাধ হিসেবে গন্য করতে হবে।মনে রাখতে হবে সকল অন্যায় অনিয়ম অপরাধ এমন কি মিথ্যা বলাও অপরাধ।পৃথিবীতে কোন ধর্ম ও সভ্যতা তাহা সমর্থন করে না।
৪,চিকৎসা ব্যবস্হা---
আমাদের দেশে ইদানিং দেখা যায় সরকারি হাসপাতালের পাশাপাশি বেঙের ছাতার মত প্রাইভেট ক্লিনিক গড়ে উঠেছে।ভালো কথা, কিন্তু জনগনকে তো সুচিকিৎসা দিতে হবে।দেখা যায় ভূয়া ডাক্তারি চার্টিফিকেট নিয়ে অনেক প্রাইভেট অক্লিন ক্লিনিক চালানো হয়, এমন কি চুইপার মালি দিয়ে প্রসুতির সিজারিং বা বড় বড় জটিল রোগের অপারেশন করা হয়।আবার ডাইগোনেষ্টি সেন্টার গুলো মানুষের মল মুত্র ব্লাড স্পার্ম টেষ্ট করে ভূল রিপোর্ট দিয়ে মানুষকে বিব্রান্ত করে অপহরন চাঁদা বাজির মত লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে। আবার এই সব বড় বড় সামাজিক অপরাধিরা সরকারে এডমিনিস্ট্রেশনের সহযোগিতাও পেয়ে যাচ্ছে।অপরদিকে ভুক্তভোগি মানুষরা সহায় সম্বল হারায়ে লেবরেটারির ইঁদুর কিংবা গিনিপিগের মত বলি হচ্ছে।
আজ মেইড ইন বাংলাদেশের ঔষোধ পৃথিবীর ৯০টা দেশে রপ্তানি হলেও আমাদের দেশের মানুষ ভেজাল ঔষোধ খেতে খেতে মরছে।এই সব সামাজিক অপরাধিকে উচিত বিচার করে সমাজে দৃষ্টান্ত স্তাপন করতে হবে যে, ঔষোধ তৈরি হয় মানুষের জীবন বাঁচানোর জন্য, মানুষের মির্ত্যুর জন্য নয়, এবং এটাকে চরম অপরাধ হিসেবে গন্য করতে হবে।
৫, কালোবাজারি---
আমাদের দেশে দেখা যায় যে কিছু অসাধু ব্যবসায়ি অসাধু ভাবে পয়সা কামাতে কামাতে এমন এক পর্যায়ে গিয়ে দাঁড়িয়েছে যে তাদের মধ্যে সামাজিক মানবিক মুল্যবোধ ও আন্তরিকতা বলতে কিছুই নেই।প্রশাসনের সাথে তাদের একটি গোপন সিন্ডিকেট তৈরি হয়েছে। তারা এমনই সার্থপর যে নিজের সার্থ চাড়া কিছুই বুঝে না।খাদ্যদ্রব্য স্টক করা, খাদ্যে ফরমালিন মেশানো, ওজোন বাড়ানো কমানো, সিন্ডিকেটের ইশারায় দ্রব্য মুলের উর্দগতি নিম্নগতি করা এই সব জগন্য অপরাধ কে তারা কিছুই মনে করছে না।অতচ মানুষ আদিম যুগেও এত বর্বর ছিলনা।প্রয়োজনের তাগিদে সবাই সবার মাঝে সব কিছু সুসমবন্টন করতো। আর আমরা এই কোন আধুনিক বর্বর যুগে প্রবেস করলাম?
৬,শিক্ষাব্যবস্হা---
আমাদের দেশের শিক্ষাব্যবস্হাকে আমার কাছে ডাল খিজুরির মত মনে হয়।আজকের ডিজিটেল যুগে ছেলে মেয়েরা বিদ্যালয়ের চেয়ে নানা সামাজিক অনলাইন মাধ্যমে অনেক কিছুই শিখে যায়। কিন্তু তাই বলে সবার জ্ঞান বুদ্ধি সমান না, সবাই সব কিছু সমান ভাবে শিখতে ও বুঝতে পারে না।যদি পারতো তো পৃথিবীতে এত ধর্ম কর্ম মতবেদ সৃষ্টি হতো না, ধর্ম আর রাজনৈতিক মতবেদ মানুষ একটাকেই গ্রহন করে নিত।তাই যার যে দিকে জ্ঞান বেশি তাকে প্রাইমারি থেকেই সিলেকশান করে সে দিকে শিক্ষা দেওয়া উচিত বলে আমি মনে করি।
প্রাইমারি থেকেই ছেলে মেয়েদের সিলেবাসে সামাজিক শিক্ষা, ন্যায় অন্যায়, ভালো মন্দের পার্থক্য,নিজের দায় বদ্ধতা জবাব দিহীতা , সাবধানতা, যৌনতা, সিভিল কোরাজ সম্বন্ধে সম্যক জ্ঞান বা নুন্যতম ধারনা দিতে হবে।শিক্ষককে ছেলে মেয়েদের সাথে বন্ধুর ন্যয় আচরন করতে হবে।কড়া শাসন বা মারা যাবে না।
৭, ড্রাগ--
ড্রাগ বলতে নেশা জাতিয় সকল দ্রব্য মদ গাঁজা ধুম পান থেকে সব কিছু সরকারি ভাবে নিশিদ্ধ করতে হবে।কারণ এই সব বাজে জিনিসে আমাদের দেশের লাখ লাখ তরুন অকালে তার মুল্যবান জীবন প্রদিপটা নিভিয়ে দিচ্ছে।যে জিনিসে শরিরের কোন পয়দা নেই, যেই জিনিসে মানব জাতির কোন মঙ্গল নেই, সেই জিনিসকে সরকার সামন্য ট্যাক্স লাভের জন্য কি ভাবে বৈধ লাইসেন্স দেয়?আমার এই কথা ভাবতে অবাক লাগে কেমন করে হাজার হাজার গাঁজা হিরোইন সেবি আর বিক্রেতাকে পুলিশ আসামি ধরার জন্য ইমপরমার হিসেবে ব্যবহার করছে।
৮, নারী নির্যাতন---
আজ আমাদের দেশে নারী ও শিশু নির্যাতন এক জগন্য সামাজিক ব্যদিতে পরিণত হয়েছে।একদিকে সরকার বেশ্যা লয় খুলে বসেছে, আরেক দিকে কিছু নরপশু নারি শিশু দেখলেই হামলিয়ে পড়ে তার উপর।খবরা খবর দেখলে মনে হয় দিন দিন দেশে নারি শিশু নির্যাতন বেড়েই চলছে।নির্যাতনের পর আবার স্বাস রোধ করে নির্মম ভাবে হত্যাও করা হচ্ছে।নিরাপদে কোন মেয়ে ঠিক মত বিদ্যালয়ে যেতে পারে না, বখাটেরা উৎপাত করে। প্রেমে ব্যর্থ হয়ে কিংবা সামান্য মনোমালিন্য হলেই এসিড নিক্ষেপ করে ঝলসে নারিকে হত্যা বা চিরতরে পঙ্গু করে দেওয়া হচ্ছে। এটাকে চরম অপরাধ হিসেবে গন্য করে ও সব নরপশুকে জানিয়ে দিতে হবে একজন নারী মানে বাংলাদেশের কলিজা, একজন নারী মানে আমাদের মা বোন।একজন নারী মানে আমাদের স্ত্রি, আমাদের আশা আখাঙ্কা আমাদের বেঁচে থাকা ভালবাসা সব কিছু।একজন নারীকে নির্যাতন নয় বরং সন্মান দেখাতে হবে।সবাইকে মনে রাখতে হবে, আমরা বাঙ্গালী জতি মানব ইতিহাসে কোন সভ্যতার জন্ম তো দিতে পারি নেই, বর্বরতা দিতে যাব কেন?
আসলে এরকম প্রতিটা খেত্রে আমারা যদি প্রত্যেকে প্রত্যেকের জায়গা থেকে প্রতিবাধ প্রতিরোধ করে সামাজিক আন্দোলন গড়ে তুলি, তবেই সম্ভব একটি আদর্শ রাষ্ট ও উন্নত সমাজ ব্যবস্হা।তা হলেই বাংলাদেশ হতে পারে বিশ্বের মাঝে এক মাত্র রোল মডেল হিসেবে দেশ।তা হলেই আমরা স্বাধিনতার সুখ পুরোদমে উপোভোগ করতে পারবো।তা না হলে এ দেশের শিক্ষিত সমাজ চিরদিন ইতিহাসের পাতায় অপরাধি হয়ে থাকবে।
আজ আমার ভাবতে খুবই কষ্ট হয়, বিশ্বে এক মাত্র আমরাই একটি জাতি, স্বসস্ত্র যুদ্ধের মাধ্যমে আমরাই দেখেছি প্রকৃত স্বাধিনতার মুখ, অতচ আমাদের জীবন থেকে গেল না হায় কোন দুঃখ।
---ফারুক,
Sunday, May 17, 2015
মিথ্যা কথা সত্য কথা, সত্য কথা মিথ্যা কথা,
মিথ্যা কথাকে মানুষ এমন ভাবে ইনিয়ে বিনিয়ে প্রকাশ করে যে আমরা সত্য বলে মেনে নিতে রিতিমত বাদ্য হয়ে যাই।বর্তমানে তো মিডিয়া আর নানা প্রচার মাধ্যম এমন ভাবে রঙ লাগিয়ে বলে যে সত্য না ভেবে পারা যায়না।আসলে সত্য জিনিসটা কি? সত্যের কি কোন সঠিক সংজ্ঞা আছে?
আমার মনে হয় জগতে সত্য বলতে কিছুই নেই।মনে প্রাণে অঘাধ বিশ্বাসই সত্যের মূল ভিত্তি।তত্ব তাত্বিক জ্ঞান বিজ্ঞানে ধ্রুব সত্য বলতে কিছু নেই।আমি যেটাকে সত্য বলে মনে করি, আপনি সেটাকে মিথ্যা বলে মনে করেন, এমন কি প্রমানও দিতে পারেন। আবার আপনি যেটাকে সত্য বলে মনে করেন সেটাকে আমি মিথ্যা বলে প্রমান করে দিতে পারবো।আমি না পারলেও অন্য কেউ পারবে। আপনি দেখবেন আপনার তত্ব বা আবিষ্কার অটোমেটিক মিথ্যা হিসেবে প্রমান হয়ে যাবে। এটাই চিরাচরিত স্বাভাবিক নিয়ম।
মানব জাতির ইতিহাসের শুরু থেকেই যুগেযুগে কত শত সভ্যতা বিকশিত হয়েছে, আবার কত শত সভ্যতা ধুলয় মিশে গেছে। কালজয়ি দার্শণিকরা জ্ঞান প্রজ্ঞায় কেউ ধর্মের মাধ্যমে আবার কেউ তত্বতাত্বিকের মাধ্যমে কত রকমের দর্শন এবং মতবাদ দিয়ে গেছেন তার বেশির ভাগই নতুন নতুন দর্শনের আবির্ভাবে মিথ্যা প্রমানিত হয়ে বিলিন হয়ে গেছে।একমাত্র ধর্মের নামে হাতেগনা কয়টা দর্শন টিকে আছে ভয়ানক সত্য হিসেবে।
নির্দশন স্বরুপ বলা যায় দু-নদের মধ্যস্হলের মেচোপটিনিয়া সভ্যতা, ব্যবিলন সভ্যতা, ফেরাউদের সভ্যতা, চেচেন ইৎজারকে গিরে মায়া সভ্যতা,ইমকার সভ্যতা প্যাটরা সভ্যতা, মহেনজুদারু সভ্যতা, গ্রীসিয়, রোমের মত আধুনিক সভ্যতা গুলোও বর্তমান আধুনিক মানুষের কাছে বাতিল মিথ্যা কথাবার্তা চাড়া কিছুই নয়।
মানুষ সৃজনশীল, মানুষ পরিবর্তনশীল এটাই প্রকৃতির নিয়ম ও স্বাভাবিক ধারা। অনাদিকাল থেকেই চলে আসছে এই ধারা, এবং হয়তো অনন্তকাল পর্যন্ত চলতে থাকবে এই ধারা। মানুষ জ্ঞান মেধা প্রজ্ঞা দিয়ে জয় করতে থাকবে কঠিন কঠিন সময়কে।
প্রত্যেক মানুষের মনেই চেতনে অবচেতনে ভাব আসে খেয়াল আসে।একটা শিশুও পাগলেরও আসে।ভাবটা হলো মুদ্রার এপিট ওপিট, যার একপিটে লেখা সত্য, আরেকপিটে লেখা মিথ্যা। সেই সত্য মিথ্যা ভাবটাকে সংসারে সমাজে কিংবা রাষ্টে ভাববাদিরা শুধু সত্যের বীজ হিসেবে জোর করে মানুষের মগজে বপে দেয় যে, পরে দেখা যায় সেখানে গজায়েছে এক বিরাট মিথ্যার নিষ্ফলা অটবি।আর সেই অটবির মগ ডালে বসে শুধু কাক পক্ষিরাই কা কা করে।
মিথ্যার বিভিন্ন প্রকারভেদ আছে, যেমন গুজবে মিথ্যা সত্য হিসেবে প্রকাশিত হয়ে ভিষন বিশ্বাসে পরিণত হয়। আবার হুজগে মিথা কথা সত্য কথা হিসেবে প্রকাশ হয়।আরেক রকম মানুষ নিজেকে ছালাক স্মার্ট ও জ্ঞানি হিসেবে প্রকাশ করার জন্য অকপটে শুধু মিথ্যাই বলে যায়,আর ভক্তরা তো সত্য হিসেবে বিশ্বাস করতে থাকে।
এক গবেশনায় দেখা গেছে যে শিক্ষিত মানুষরাই বেশি মিথ্যা কথা বলে।দৈনিক পাঁচ শতবার মিথ্যা কথা বলার রেকর্ডও নাকি আছে শিক্ষিত মানুষের। দালাল চাটুকার সাংবাদিক আর রাজনিতীবীদদের ব্যপারে কোন গবেশনা হয়েছে বলে আমার জানা নেই। তবে আমি নিশ্চিত তারাও মিথ্যা কথা সত্য কথা কম বলেন না।
চাকুরিজিবী সাংবাদিকরা তো মিডিয়ার মালিকের অনুমতি চাড়া কোন কথাই বলতে পারেন না। তাই তারা পিটও পেট বাঁচায়ে খবর পরিবেশন করেন।অনেকে আবার আগে দিয়ে সর্ত জুড়ে দেন এভাবে যে নাম না প্রকাশ করার সর্তে অমুক বলেছে যে ------বা গোপন সুত্রে জানা গেছে যে----ইত্যাদি। কি ভয়ানক গাঁজাখোরি ভয়ানক সত্য কথা।
চন্দ্রাভিযান মানব জাতির ইতিহাসে কি ভয়ানক সত্য কথা, ষাট বছর পরেও আমরা সত্য হিসেবে আজো কি গভির বিশ্বাস করি।
নিউইয়র্কের টুইন টাওয়ার হামলা ও বীন লাদেন হত্যা রহস্য কি ভয়ানক সত্য কথা কতভাবে কতরকম আমরা শুনতেছি।
সম্প্রতি সালাউদ্দিন গুম ও শিলং এ উদ্ধার নিয়ে কি ভয়ানক সত্য কথা গুলি শুনে যাচ্ছি, জানি না আরো কতো শুনতে হবে।
আসলে আমরা মানুষরাই অবিশ্বাসকে যত বেশি মনে প্রাণে বিশ্বাস করি, অন্য কোন প্রাণি সে ভাবে করে না। আমরা মানুষরাই যে ভাবে অখাদ্যকে খাই সেভাবে অন্য কোন প্রাণি খায় না।
আমার কাছে কেন জানি মনে হয়, গনতন্ত্র, সমাজতন্ত্র,ধর্মতন্ত্র,মানবতা বাদি,পরিবার পরিজন তন্ত্র এমনকি ভালবাসাও এক একটি মিথ্যা শব্দ।ধ্রুব সত্য বলতে এই পৃথিবীতে দুটা জিনিস আছে, তা হলো মানুষের জন্ম ও মির্ত্যু।
----------------------------ফারুক,
আমার মনে হয় জগতে সত্য বলতে কিছুই নেই।মনে প্রাণে অঘাধ বিশ্বাসই সত্যের মূল ভিত্তি।তত্ব তাত্বিক জ্ঞান বিজ্ঞানে ধ্রুব সত্য বলতে কিছু নেই।আমি যেটাকে সত্য বলে মনে করি, আপনি সেটাকে মিথ্যা বলে মনে করেন, এমন কি প্রমানও দিতে পারেন। আবার আপনি যেটাকে সত্য বলে মনে করেন সেটাকে আমি মিথ্যা বলে প্রমান করে দিতে পারবো।আমি না পারলেও অন্য কেউ পারবে। আপনি দেখবেন আপনার তত্ব বা আবিষ্কার অটোমেটিক মিথ্যা হিসেবে প্রমান হয়ে যাবে। এটাই চিরাচরিত স্বাভাবিক নিয়ম।
মানব জাতির ইতিহাসের শুরু থেকেই যুগেযুগে কত শত সভ্যতা বিকশিত হয়েছে, আবার কত শত সভ্যতা ধুলয় মিশে গেছে। কালজয়ি দার্শণিকরা জ্ঞান প্রজ্ঞায় কেউ ধর্মের মাধ্যমে আবার কেউ তত্বতাত্বিকের মাধ্যমে কত রকমের দর্শন এবং মতবাদ দিয়ে গেছেন তার বেশির ভাগই নতুন নতুন দর্শনের আবির্ভাবে মিথ্যা প্রমানিত হয়ে বিলিন হয়ে গেছে।একমাত্র ধর্মের নামে হাতেগনা কয়টা দর্শন টিকে আছে ভয়ানক সত্য হিসেবে।
নির্দশন স্বরুপ বলা যায় দু-নদের মধ্যস্হলের মেচোপটিনিয়া সভ্যতা, ব্যবিলন সভ্যতা, ফেরাউদের সভ্যতা, চেচেন ইৎজারকে গিরে মায়া সভ্যতা,ইমকার সভ্যতা প্যাটরা সভ্যতা, মহেনজুদারু সভ্যতা, গ্রীসিয়, রোমের মত আধুনিক সভ্যতা গুলোও বর্তমান আধুনিক মানুষের কাছে বাতিল মিথ্যা কথাবার্তা চাড়া কিছুই নয়।
মানুষ সৃজনশীল, মানুষ পরিবর্তনশীল এটাই প্রকৃতির নিয়ম ও স্বাভাবিক ধারা। অনাদিকাল থেকেই চলে আসছে এই ধারা, এবং হয়তো অনন্তকাল পর্যন্ত চলতে থাকবে এই ধারা। মানুষ জ্ঞান মেধা প্রজ্ঞা দিয়ে জয় করতে থাকবে কঠিন কঠিন সময়কে।
প্রত্যেক মানুষের মনেই চেতনে অবচেতনে ভাব আসে খেয়াল আসে।একটা শিশুও পাগলেরও আসে।ভাবটা হলো মুদ্রার এপিট ওপিট, যার একপিটে লেখা সত্য, আরেকপিটে লেখা মিথ্যা। সেই সত্য মিথ্যা ভাবটাকে সংসারে সমাজে কিংবা রাষ্টে ভাববাদিরা শুধু সত্যের বীজ হিসেবে জোর করে মানুষের মগজে বপে দেয় যে, পরে দেখা যায় সেখানে গজায়েছে এক বিরাট মিথ্যার নিষ্ফলা অটবি।আর সেই অটবির মগ ডালে বসে শুধু কাক পক্ষিরাই কা কা করে।
মিথ্যার বিভিন্ন প্রকারভেদ আছে, যেমন গুজবে মিথ্যা সত্য হিসেবে প্রকাশিত হয়ে ভিষন বিশ্বাসে পরিণত হয়। আবার হুজগে মিথা কথা সত্য কথা হিসেবে প্রকাশ হয়।আরেক রকম মানুষ নিজেকে ছালাক স্মার্ট ও জ্ঞানি হিসেবে প্রকাশ করার জন্য অকপটে শুধু মিথ্যাই বলে যায়,আর ভক্তরা তো সত্য হিসেবে বিশ্বাস করতে থাকে।
এক গবেশনায় দেখা গেছে যে শিক্ষিত মানুষরাই বেশি মিথ্যা কথা বলে।দৈনিক পাঁচ শতবার মিথ্যা কথা বলার রেকর্ডও নাকি আছে শিক্ষিত মানুষের। দালাল চাটুকার সাংবাদিক আর রাজনিতীবীদদের ব্যপারে কোন গবেশনা হয়েছে বলে আমার জানা নেই। তবে আমি নিশ্চিত তারাও মিথ্যা কথা সত্য কথা কম বলেন না।
চাকুরিজিবী সাংবাদিকরা তো মিডিয়ার মালিকের অনুমতি চাড়া কোন কথাই বলতে পারেন না। তাই তারা পিটও পেট বাঁচায়ে খবর পরিবেশন করেন।অনেকে আবার আগে দিয়ে সর্ত জুড়ে দেন এভাবে যে নাম না প্রকাশ করার সর্তে অমুক বলেছে যে ------বা গোপন সুত্রে জানা গেছে যে----ইত্যাদি। কি ভয়ানক গাঁজাখোরি ভয়ানক সত্য কথা।
চন্দ্রাভিযান মানব জাতির ইতিহাসে কি ভয়ানক সত্য কথা, ষাট বছর পরেও আমরা সত্য হিসেবে আজো কি গভির বিশ্বাস করি।
নিউইয়র্কের টুইন টাওয়ার হামলা ও বীন লাদেন হত্যা রহস্য কি ভয়ানক সত্য কথা কতভাবে কতরকম আমরা শুনতেছি।
সম্প্রতি সালাউদ্দিন গুম ও শিলং এ উদ্ধার নিয়ে কি ভয়ানক সত্য কথা গুলি শুনে যাচ্ছি, জানি না আরো কতো শুনতে হবে।
আসলে আমরা মানুষরাই অবিশ্বাসকে যত বেশি মনে প্রাণে বিশ্বাস করি, অন্য কোন প্রাণি সে ভাবে করে না। আমরা মানুষরাই যে ভাবে অখাদ্যকে খাই সেভাবে অন্য কোন প্রাণি খায় না।
আমার কাছে কেন জানি মনে হয়, গনতন্ত্র, সমাজতন্ত্র,ধর্মতন্ত্র,মানবতা বাদি,পরিবার পরিজন তন্ত্র এমনকি ভালবাসাও এক একটি মিথ্যা শব্দ।ধ্রুব সত্য বলতে এই পৃথিবীতে দুটা জিনিস আছে, তা হলো মানুষের জন্ম ও মির্ত্যু।
----------------------------ফারুক,
Thursday, May 14, 2015
ঐতিহাসিক দ্বান্দ্বিক বস্ত্তুবাদ,
দ্বান্দ্বিক বস্ত্তুবাদ এমন এক প্রজ্ঞাবান দর্শণ যে এইটা দিয়ে পৃথিবীর সব বিষয়কে ব্যখ্যা বিশ্লেষণ করা সম্ভব।আর তাই তো মহামতি কার্লমাক্স এই বস্ত্তুবাদের মাধ্যমে মানব জাতির ইতিহাস ও সমগ্র বিশ্বকে বড় জোরে একটা নাড়া দিতে সক্ষম হয়েছেন।তিনি প্রকৃতির লিলাখেলা থেকে দ্বান্দ্বিক বস্ত্তুবাদের সুত্রকে আমাদের সামনে খুব সুস্পষ্ট ভাবে তুলে ধরেছেন।
দার্শণিক হেগেল |
কার্লমাক্স আইন, ইতিহাস, ও দর্শণের উপর বন ওবার্লিনের হমবল্ট ইউনিভারসিটি থেকে উচ্চতর ডিগ্রি নেওয়ার পর ১৯৪১ সালে ইউনিভারসিটি অফ জেনা থেকে পি এইচ ডি ডিগ্রি লাভ করেন।তাঁর পি এইচ ডির বিষয় ছিল, প্রকৃতি সম্বন্ধে গ্রিসীয় পিলোসপি দেমোক্রেতোসীয় ও এপিকুরোসীয় দর্শনের মধ্যে পার্থক্য।তাচাড়া তিনি শৈশব থেকেই স্বভাব কবি ছিলেন, আর কবিকে প্রকৃতি থেকেই সঠিক শিক্ষা লাভ করতে হয়। না হয় কবিতার কঠিন ভাষা প্রয়োগ করা অসম্ভব।আবার গুরু মুর্শিদের কাছ থেকেও শিক্ষা গ্রহন করতে হয়। নতুবা তো কোন সাধনাই পরিপূর্ন হয় না।তেমনি মাক্সেরও ভাব গুরু ছিলেন অনেকেই। ফয়ারবাক হেগেল আরো অনেকে।
বিশেষ করে জার্মান দার্শণিক হেগেলের ভাববাদ ও নাস্তিকতাবাদ থেকেই মাক্সবাদ ও নবভাববাদ বা স্বৈরতান্ত্রিক রাজনৈতিক মতবাদের উৎপত্তি হয়েছে।
এখানে সর্ব প্রথম আমাদেরকে বুঝতে হবে দ্বান্দ্বিক বস্ত্তুবাদ আসলে কি?সোজা কথায় বললে,দ্বন্দ্বটা হলো বিরোধ আর বস্ত্তুটা হলো একটা যে কোন জিনিস বা (Meterial বা matter)।মুলত দ্বান্দ্বিকতা আসে আড়াই হাজার বছর পূর্বে মহামতি সক্রেটিসের দর্শণ থেকে।তিনি দ্বন্দ্বের মাধ্যমেই আলোচনা করে মানুষকে বুঝানোর চেষ্টা করতেন।যেমন তাঁর একটা উদ্ধৃতি-তারা জানে যে তারা জানে না, আমি জানি যে আমি জানি না।
দ্বান্দ্বিক বস্ত্তুবাদের মুল উপাদান আসে হেগেলের ভাববাদি দর্শন থেকে। হেগেল পুরো দর্শণ বা জ্ঞানকান্ডকে দুই ভাগে অর্থাৎ ভাববাদ Idealism ও বস্ত্তুবাদ Materialsm বুঝায়েছেন।হেগেলের মতে সভ্যতার বিকাশ হয় দ্বান্দ্বিক প্রক্রিয়ায়।হেগেলের দ্বান্দ্বিকতাবাদ হলো তিনটি বিষয়ের উপর তিনটি প্রস্তাবের মধ্যে উত্তম প্রস্তাবটির সমন্বয় বা ফলাফল।যেমন একজনে প্রথমে একটা প্রস্তাব বা থিসিস দিল, অন্যজন প্রতিপ্রস্তাব বা এ্ন্টিথিসিস দিল।আরেকজন এসে কথাটার প্রতিবাদ বা প্রতিপ্রস্তাব দিল।এই প্রস্তাব প্রতিপ্রস্তাব এর মধ্য দিয়ে যে যুক্তিটি অধিকতর গ্রহনযোগ্য তা হলো সিনথিসিস।আবার সিনথিসিসের মাধ্যমে পাওয়া নতুন যুক্তিটি নতুন প্রস্তাব প্রতিপ্রস্তাব হিসেবে আসবে। সেভাবেই নতুন প্রস্তাব তৈরি হতে থাকবে, এবং এই ভাবেই সভ্যতা বিকাশের দ্বান্দ্বিক প্রক্রিয়া অনির্দিষ্টকালের জন্য চলতে থাকবে, তাকেই মুলত বলা হয় দ্বান্দ্বিক বস্ত্তুবাদ।
হেগেলের মতে দ্বন্দ্বের মাধ্যমেই মানুষ পুরান সমাজ ভেঙে নতুন সমাজ গড়বে।সভ্যতার এক স্তর থেকে অন্য স্তরে উন্নীত হবে, এবং সব কিছু সম্ভব হবে নতুন নতুন ভাব বা আইডিয়ার মাধ্যমে।কিন্তু কার্ল মাক্স এর মতে প্রত্যেকটি বিষয়ের পিছনে একটা বস্ত্তু কাজ করে,প্রস্তাব, প্রতি প্রস্তাব আসবে ঠিক আছে, কিন্তু ভাব থেকে নয় বরং বস্ত্তু থেকে আসবে।মাক্স মনে করেন বস্তুবাদের এই দ্বান্দ্বিক প্রক্রিয়া সম্পূর্ন ভাবে বৈজ্ঞানিক উপায়ে চলতে থাকবে, এবং নতুন নতুন সমাজ ও সভ্যতা বিকশিত হবে, এটাই হলো মাক্সিয় দ্বান্দ্বিক বস্তুবাদ।
হেগেলের দ্বান্দ্বিক বস্ত্তুবাদ আর কার্ল মার্ক্সের দ্বান্দ্বিক বস্ত বাদের মধ্যে অনেক পার্থক্য।দুই মতবাদের এই পার্থক্য নির্ণয় করতে গিয়ে আমরা অনেকেই হোঁচটা খাই।এখানে কার্ল মার্ক্স নিজেই বলেছেন,হেগেলের দৃস্টিতে চিন্তা বা ধারনাই হলো জগত স্রষ্টা এবং প্রকৃত জগত হচ্ছে মন নির্ভর জগত।পক্ষান্তরে আমার কাছে মনে হয় বস্তু জগতই হচ্ছে একমাত্র জগত বা আদর্শ, এবং মানুষ তার মনের সাহায্যে এই বস্ত্তু জগতকে চিত্বের চিন্তার মাধ্যমে জানতে চেষ্টা করে।মার্ক্স মনে করেন বস্ত্তুই হলো একমাত্র সত্বা, এবং গতি হলো তার স্বাভাবিক ধর্ম।বস্ত্তুর অস্তিত্ব মনের উপর নির্ভরশীল নয় বরং মনের অস্তিত্বই বস্ত্তুর উপর নির্ভরশীল।
---- ফারুক,
x
Monday, May 4, 2015
সাম্যবাদ বা কমিউনিজম,
সাম্যবাদকে ইংরেজিতে Communism, বলা হয়।লাতিন শব্দ Communis শব্দ থেকে কমিউনিজম এবং কমিনিষ্ট শব্দটির উৎপত্তি হয়েছে। কমিউনিস এর মানে এজমালি বা সর্বজনীন।কমিউনিষ্ট মানেও হলো সর্বজনীন।কমিউনিষ্ট সমাজ ব্যবস্হাটাই হলো সর্বজনীন,ভূমি,কলকরখানা, শ্রম,সমান অধিকার,কর্তব্যের অধিকার,এবং শ্রেণীহীন সমাজ।এই সব মিলেই হলো সাম্যবাদ।
মোট কথা, সাম্যবাদ হলো সমাতন্ত্রের একটি উন্নত স্তর, বা চুরান্ত শিখড়।সেখানে যেতে হলে বা সাম্যবাদ সমাজ গড়তে হলে ধাপে ধাপে মানুষকে এগুতে হবে, অর্থাৎ সমাজের সকল অসংগতি এবং সকল বৈশম্য দুর করে,নাগরিকের সকল মৌলিক অধিকার পুরন করে, উন্নত জাতি ও সুসংগঠিত সমাজই হলো সাম্যবাদি সমাজ।
সাম্যবাদ আর সমাজতন্ত্রের মধ্যে পার্থক্য হলোঃ----
১,সমাজতন্ত্রে শ্রেণী বিলোপের সুত্রপাত ও বৈরী শ্রেণীদের বিলোপ ( abolition of classes) আর কমিউনিজমে সমস্ত শ্রেণীর উচ্ছেদ ও লোপ (classes disappear)।
২, সমাজতন্ত্রে কিছুটা কাল যাবৎ বুর্জোয়া চেতনাগত অধিকারই শুধু নয়, রাষ্ট্র ও টিকে থাকে।আবশ্যিকতার রাজ্য। আর কমিউনিজমে বুর্জোয়া চেতনাগত অধিকার ও রাষ্ট কিছুই থাকবে না।মুক্তির রাজ্য।
৩, সমাজতন্ত্রে প্রলেতারিয়েতের একনায়কত্ব থাকে আর কমিউনিজমে কোন শ্রেণীরই অস্তিত্ব থাকে না।শ্রেণীহীন সমাজ।
৪, সমাজতন্ত্রে বেতন ও মজুরির অনুপাত সমান থাকে এবং পরে কাগজি ভাউচার থাকে, আর কমিউনিজমে বেতন বা মজুরির কোন অস্তিত্বই থাকে না।
৫, সমাজতন্ত্রে স্হায়ী সেনাবাহিনীর বদলে গনমিলিশিয়া থাকে, আর কমিউনিজমে কোন বাহিনীনিরই অস্তিত্ব থাকে না।
৬, সমাজতন্ত্রে কায়িক ও মানসিক, শিল্প ও কৃষি, দক্ষ ও অদক্ষ শ্রমের ভাগ থাকে, আর কমিউনিজমে কোন ভাগ থাকে না।
৭, সমাজতন্ত্রে মালিকানার দুই রুপঃ, সর্জবনীন ও সমবায় মূলক, আর কমিউনিজমে একরুপঃ সমাজের।
৮, সমাজতন্ত্রে শ্রম হলো, জীবন
ধারনের উপায়, আর কমিউনিজমে জীবনেরই প্রাথমিক প্রয়োজন হলো শ্রম।
সাম্যবাদের দুটা স্তর আছেঃ
১, সমাজতন্ত্র নিম্নতম স্তর--এ পর্বে উৎপাদনের উপায়ে সমাজতান্ত্রিক মালিকানা হলো এর অর্থনৈতিক ভিত্তি। সমাজতন্ত্র উৎখাত ঘঠায় ব্যক্তিগত মালিকানার ও মানুষ মানুষের শোসনের বিলোপ ঘঠায় শ্রেণীর বিলোপ ঘঠায় অর্থনৈতিক সংকটের ও বেকারীর, উন্মুক্ত করে উৎপদনী শক্তির পরি কল্পিত বিকাশ ও উৎপাদন সম্পর্কের পূর্নতর রুপদানের প্রান্তর।
২,সম্পূর্ন কমিউনিজম উচ্চস্তরেএ- পর্বে শ্রম অনুসারে বন্টন চেড়ে সমাজ এগিয়ে যাবে চাহিদা অনুযায়ি বন্টনের দিকে।বাস্তবায়িত হবে কমিউনিজমের মুলনীতি, প্রত্যেকের কাচ থেকে সামর্থ অনুযায়ী, এবং প্রত্যেক চাহিদা অনুযায়ী।শ্রেণী লোপ পেয়ে লোকদের সম্পূর্ণ সামাজিক সমতায় সমাজ হয়ে উঠবে শ্রেণীহীন।
------ফারুক।
Labels:
সাম্যবাদ বা কমিউনিজম
Subscribe to:
Posts (Atom)
অজ্ঞসব জনপ্রতিনীধি,
সত্যই শক্তি, সত্যই সুন্দর,
-
সমাজ তন্ত্রের প্রবক্তা কে ....? *সমাজতন্ত্রের প্রবক্তা কে? * সমাজতন্ত্র Sicialism কি? * মাক্সব...
-
ছবিটা মোমের, ম্যাডাম তুঁসো যাদু ঘরের । হিটলারের নাম শুনেনি এমন লোকের সংখ্যা পৃথিবীতে খুব কমই আছে।বিংশ শতাব্দির তিরিশের দশকের দিকে সা...
-
যত মত তত পথ, এই উধিৃটি সনাতান ধর্মের গুরু রামকৃষ্ণ পরমহংসের।শ্রী রামকুষ্ণ বাংলায় লেখা পড়া জানতেন অতি সামান্য। কোন রকমে ধর্মিয় বই পুস্তক পড়...