তারেক রহমান তুমি প্রবাস নামের বনবাসে কেন আজ নির্বাসিত হয়ে পড়ে আছ। তুমি যদি স্বদেশ আর স্বদেশের দুঃখি মানুষকে বিন্দু পরিমানও ভালবেসে থাক তবে কেন স্বদেশের মাটি আর মানুষের বুকে ফিরে আসনা।তোমার প্রতিক্ষায় স্বদেশের মাটি আর মেহনতি মানুষ।তোমার প্রতিক্ষায় পদ্মা মেঘনা আর যমুনার ঘোলাটে ঢেউয়ের জল।তোমার প্রতিক্ষায় এ বাংলার সব দোয়েল কোয়েলে হরিৎ টিয়া কালো কাকাতুয়া।তোমার প্রতিক্ষায় টেকনাপ থেকে তেতুলিয়া পর্যন্ত বিস্তৃর্ন সবুজ ঘাসের মাঠ, আর সোনালি ধানের ক্ষেত, বন্ধু তোমার প্রতিক্ষায় আজ অতসি রঙের সকাল আর জাপরানি রঙের বিকেল। তোমার প্রতিক্ষায় যুগ যুগ ধরে শোষিত এ বাংলার অগনিত কিষান কামার কুমার জ্বেলে মাঝি তাঁতি। তোমার প্রতিক্ষায় নেংটা শিশুর দল।তুমি কখন ফিরে আসবে, কখন তাদেরকে ঝড়িয়ে ধরে আদর করবে, ভালবাসবে।
বন্ধু তুমি ফিরে আস তোমার প্রিয় জন্মভূমি স্বদেশের মাটিতে।এখানে তোমার জন্য অপেক্ষা করছে, তোমার বাবা মরহুম জেনারেল জিয়ার হাতে গড়া বাংলাদেশ জাতিয়তাবাদি দল বি এন পির লাখো কুঠি কর্মি ভক্ত।দেখ নিন্দুকেরা যে যতই বলুক বন্দুকের নল আর রাজ কোষের কুঠি কুঠি টাকা খরচ করে মানুষের ফিৎরা যাকাত আর রিলিপের টাকা খরচ করে তোমার বাবা এই এগারটা দল গঠন করেছে, তুমি সে সবে কান দিওনা।দেখ আজ এগার দলের লাখ লাখ কর্মি তোমার জন্য অপেক্ষা করছে।
দেখ বন্ধু যে যাহাই বলুক, এ বাংলার খেটে খাওয়া আপামার জনতা, এই এগারটা দলকে ভালবেসেছে। এই দলের মোহময়ি মার্কা ধানের শীষ কে ভালবেসেছে। তোমার মা বাবার কথা কি বলবো, ঔদের জনপ্রিয়তা আর জনতার ভালবাসার কথাতো এদেশের আকাশ বাতাস তরুলতা বলবে।আর তোমাকে না কত ভালবাসে দ্বিধাদন্ধে দন্ধিত এ অন্ধ জাতি।
দেখ বন্ধু আমি তোমার মধ্যে তারুন্যের তরঙ্গ দেখেছি।তোমার মধ্যে আমি সয়তানি আর দুস্টোমি করার দ্রোহ দেখেছি।তুমি ধারুন খেলাড়ি, সন্ত্রাসি চাঁদাবাজ মৌলবাদী আর মাফিয়া ডনদের সাথে তোমার খেলার স্পর্দা দেখে আমি অভিভূত।আমি তোমার সাহসের তারিপ করি গর্বের সাথে।তুমি ফিরে এসো, হাওয়া ভবন কেন এবার প্রয়োজন বোধে আমি তোমাকে আসমান অথবা আকাশ ভবন বানিয়ে দেবো।
তবু তুমি ফিরে আস বন্ধু, দেখ আজ তোমার মা বড় একা, তোমার সহোদর কোকোও তোমার মত আজ নির্বাসিত।দেখ ছেলে বউ নাতি নাতনী বীনা কোন বিধবা মা কি নিঃসঙ্গ একা থাকতে পারে? দেখ বন্ধু ঐ ক্ষমতাসিন জালিম সরকার ক্ষমতায় এসেই প্রথমে তোমাদের কেন্টেরমেন্টের ভিলেটা জবর দস্তি কেড়ে নিয়ে গেছে।তোমার মাকে গলা ধাক্কা দিয়ে বাহির করে তাড়িয়ে দিয়েছে।দেখ বন্ধু তোমাদের গুলশানে আরেকটা শাহেন শাহি ভিলা থাকতে তোমার মা একটা ভাঁড়া বাসায় উঠেছে।না জানি ঐ ভিলা থেকেও কখন তাড়িয়ে দেয় এই জালিম সরকার, সে ভয়ে।সারা দুনিয়ায় দেখেছে তোমার মায়ের কান্না, তুমিও নিশ্চয় লন্ডনে বসে জোবায়েদাকে সাথে নিয়ে দেখেছ টিভির পর্দায়।নিশ্চয় তুমি অনেক কস্ট পেয়েছ বন্ধু, আমি তোমার কস্টের কথা একটু হলেও বুঝি।
দেখ বন্ধু তোমার কিসের এত ভয়, তুমি অতি সত্তর ফিরে আস।তোমার প্রিয় বন্ধু বাবর মামুন জেলে তো কি হয়েছে? আমরা আছি না।দেখেো খোকা আব্বাস দুলু ভূলু তোমার জন্য কেমন ব্যকূল হয়ে আছে।দেখো ফারুক পুলিশের ডান্ডার আঘাতে কেমন রক্তাক্ত হয়েও রাজপথে বেহায়া নিলর্জের মত হুঙ্কার দিয়ে বলছে ওটা কিছু না, আমরা ক্ষমতায় থাকতে আসাদ্দু জামান নুর আর হাজি সেলিমকে আরো বেশি মারায়েছি।প্রয়োজন বোধে আরো বেশি মারাবো ক্ষমতায় গেলে।দেখো দেলোয়ার তো পরপাড়ে চলে গেছেন, আল্লাহ নিশ্চয় তাকে জান্নাত বাসি করবেন।কান্ডারি ফকরুল আজ জেল জুলুমে অতিস্ট, এখন নাকি তার হার্টের মারাত্বক অসুক, তবু রাজপথ ছাড়েনি, ক্ষমতায় গেলে তাকে ছোট খাটো মন্ত্রি হলেও বানিয়ে দিও, যেন রাজকোষের পয়সা খরছ করে মাউন্ট এলিজাবেত হসপিটাল গিয়ে উন্নত সিকিৎসা নিতে পারে।আর তোমাদের কান্ডারি মওদুদ তো কোর্টে গিয়ে সত্যি করে বলেছে তোমার বাবা ছিল কর্নেল তাহেরের সিকৃত খুনি।আর হারিছ চৌধুরির তো আজ পর্যন্ত কোন হদিছ নেই।ইন্টারপোল চিরুনী অভিযান চালিয়েছিল, উকুনের মত,কোন সন্ধানই পেলনা।জগতে সুবিধাবাদি চাটুকার চোর বদমাসরা এমনই হয়।আর তরিকুল তো ডাইবেটিসে বিষন ভাবে আক্রান্ত।আর তোমার বাবার হাতে গড়া দলের একশ ষাট জনের মত চুলে রঙ করা রাজ পথে সিংহের মত হুঙ্কার দেওয়া কান্ডারিকে এ জালিম সরকার জেলে বন্দি করে হিটলারের মির্ত্যু শিবিরের ডাক্তারের মত পরিক্ষা করে দেখেছে।সবার হার্ট, মাথা, রক্তে নানা জটিল রোগ, সুতারাং ওদেরকে বিষাক্ত ইনজেকসান বা জুলম নির্যাতন করে মারতে হবে না ওরা এমনিতেই যে কোন সময় অঘঠনে পড়বে।
দেখো বন্ধু তোমার এত ভয় কেন আমরা আছি না।দেখো সাহস থাকলে তুমি স্বদেশের মাটিতে ফিরে আস। দেখো বন্ধু কোন অপরাধি যদি পালিয়ে গুরে বেড়ায় তো তার অপরাধ প্রমান হয়ে যায়, কোর্ট কাছারি লাগেনা্।তুমি সাহস থাকলে নেতাজি সূভাস বসুর মত ফিরে আস স্বদেশের মাটিতে। বঙ্গ বন্ধুর মত বিজয়ি বীর বেসে ফিরে আস স্বদেশের মাটিতে।
এসে হাল ধর এ দিশেহারা জাতির এ দেশের, তোমার প্রিয় দলের।
তুমি সাহস থাকলে স্বদেশের মাটিতে এসে বলো তুমি নিরাপরাধি।তুমি হাওয়া ভবনে বসে কোন অপরাধ করোনি। মাফিয়া ডনের সাতে তোমার কোন সম্পর্ক ছিলনা। তুমি বিদেশে কোন টাকা পাচার করোনি।কোন ঘুষ দূর্নিতী করোনি।সন্ত্রাসিদেরকে দশট্রাক অস্র আনার জন্য স্বাধিন বাংলাদেশের মাটি ব্যবহার করতে সুজোগ করে দাওনি। তোমার সাহস থাকলে স্বদেশের মাটিতে পিরে এসে তুমি বলো একুশে আগস্টের বোমা মেরে প্রতিপক্ষের নেতা নেত্রিকে হতাহত করাতে আমার কোন হাত ছিল না।প্রিয় বন্ধু তারেক তোমার সাহস থাকলে স্বদেশের মাটিতে ফিরে এসে তুমি তোমার বিরুদ্ধে আনিত সব অভিযোগ মোকাবেলা করো।মনে রেখো ভীরুর হাতে নেই কোন ভূবনের ভার, কোন ভিরুকে আগামিতে প্রধান মন্ত্রি বানালে দেশটা হবে চারখার।তার আগে বাঙ্গালি জাতির গন আত্ম হত্যাই শ্রেয়।