Wednesday, May 28, 2014

তীলে তীলে দেশটা ধ্বংশ হয়ে যাচ্ছে,








            তীলে তীলে দেশটা ধ্বংশ হয়ে যাচ্ছে,


খুব কম সময়ে আমরা স্বাধিনতা পেয়েছি । মাত্র নয় মাসে ।এত কম সময়ে বোধ হয় পৃথিবীর কোন দেশে  কোন জাতি স্বাধিনতা পায়নি । আমরা দেখেছি অতি কম সময়ে স্বাধিনতার মুখ । তাই বুঝি আজ আমাদের ঘরে ধরা দিয়েছে পৃথিবীর এত্তসব  দুঃখ । যদিও কম সময়ে আমরা স্বাধিনতা পেয়েছি, ততাপি আমাদেরকে দিতে হয়েছে একসাগর রক্ত আর তিরিশ লক্ষ সহীদের তাজা প্রাণ ,দু-লক্ষাধিক মা-বোনের  সম্ভ্রোম ।অতচ এতকিছু ত্যাগের বিনিময়ে ও আজ আমরা সেই অলিক স্বাধিনতা পেয়েও স্বাধিনতার মর্ম মোটেই বুঝিতেছিনা । স্বাধিন দেশের নাগরিক হিসেবে আমরা না হতে পেরেছি ধন্য, না হতে পেরেছি মানুষ নামে গন্য ।দিন দিন আমরা তলিয়ে যাচ্ছি দুর্নিতীর অতল গহভ্বরে । দিন দিন আমরা চলে যাচ্ছি ভাষাহীনদের দলে ।স্বাধিন দেশে  বসবাস করা আজ আমাদের সোভা পাচ্ছে না ।

সবার মুখে  শুধু হাম্ হাম্‌ আর খাম্ খাম্ । কার আগে কে কার  ধন সম্পদ লুটে পুটে খাবে, কার আগে কে বড়লোক হবে, কার আগে কে কাকে খুন  আর গুম করবে, এই প্রতিযোগিতায় নেমে গেছে  দেশের ষোল কুঠি মানুষ ।ধর্ম কর্ম শিক্ষা দীক্ষা  নিয়ম নিতী আইন কানুন মানবতা মনুষ্যতা বলতে বুঝি আজ কাল দেশের মানুষের  মাঝে কিছু নেই ?কেন  মানুষ এমন জগন্য হয়ে গেল ?

চুরি ডাকাতি  খুন খারাবি  চাঁদাবাজি  পরের সম্পদ দখলবাজি ঘুষ দুর্নিতী কালোবাজারির পরে এখন  এসে মডার্ন সিস্টেমে  গুম আর খুন হচ্ছে  নিত্যদিন ।অনলাইনে গেলেই  এই ‍ গুম আর খুনের  কাহিনী পড়তে পড়তে  রিতিমত হাঁপিয়ে উঠেছি ।বিশেষ  করে নারায়ন গঞ্জ এর সাত খুন আর ফেনিতে দিবোলোকে জনসমাগম রাস্তার উপর নির্মম ভাবে ফুলগাজির চ্যায়ারম্যান  একরামকে হত্যার পর  গান পাউডার দিয়ে পুড়ে ফেলার দৃশ্য দেখে  আমি অত্যান্ত মর্মাহত হয়েছি । ছিঃ মানুষের মানবতা গেল কোথায় ?আগে দেখেছি প্রতিটা হত্যার পিছে একজন গঠপাদার আছে, এখন দেখি একজন গঠমাদারও আছে । সাংবাদিক ভাইয়েরা  পুলিশের পাশাপাশি  যে ভাবে অপরাধি সনাক্তি আর  অনুসন্ধান করে ব্যকূল হয়ে লেখালেখি করতে  করতে হয়রান হয়ে যাচ্ছেন তাদের  শ্রমের মুল্যায়ন করে ধন্যবাদ দিতেই হয় ।

কিন্তু আমার কাছে মনে হয়  দেশের ষোল কুঠি মানুষ আমরা সবাই  কোন না কোন ভাবে অপরাধি ।একজন  অপরাধির পরিবারের তার মা বাবা  ভাই বোন স্ত্রি -সন্তান  এমনকি পড়শি সবাই  জানে লোকটা  অন্যায় অনিয়মে  পয়সা কামাচ্ছে ।প্রতিজন মা-বাবা জানেন তার সন্তানের অনিয়মের  খবর, আর প্রতিজন বোন জানেন তার স্বামির অবৈধ রোজগারের খবর ।যে বাবার মসজিদে নামাজ পড়তে পড়তে কপালে কালো মেছতা পড়ে গেছে, যিনি হজ্ব করে নিজেকে হাজি বানিয়ে মুমিন মনে করেন, তিনি অবশ্যই জানেন তার পোলার ঘুষের টাকা দিয়ে অথবা নিজের  ঘুষের টাকা দিয়ে তিনি হজ্ব করেছেন । আর আমরা সাধারন পাবলিকরা  যারা এই সব অন্যায় অনিয়ম সব দেখেশুনেও কোন প্রতিবাদ করিনা, আমরা সবাই কোন না কোন ভাবে অপরাধি । মা আমাদের কে জনম দিয়েছেন নিঃস্পাপ  ছোট শিশু হিসেবে, আর বড় হয়ে  আমরা সবাই যদি পাপি হয়ে মরে যাই, দেশটার কি হবে ? কবির ভাষায় -রেখেছ বাঙ্গালি করে মানুষ করোনি ।এটাই কি নির্মম সত্য ? 

এবার আমার অনেক আগের লেখা একটা গান পড়ুনঃ-

চোরের বাড়িত কোনদিন দালান উঠেনা,

এই কথাটা হাঁছানারে  ভাই এই কথাটা হাছানা ।

বাংলাদেশে চোরের বাড়িত যব্বর উঠে

দালান কোঠা  ভিলা বালাখানা ।



---- ফারুক, জার্মানি ।


অজ্ঞসব জনপ্রতিনীধি,

সত্যই শক্তি, সত্যই সুন্দর,