Saturday, May 29, 2021

রাজধানীর আকাশ আজ মেঘমুক্ত,

এক,  
রাজধনীর আকাশ আজ মেঘমুক্ত, 

যদিও পরিবেশটা এখনও কুলোষিত যুক্ত।
রাজপথে আজকাল আর তুফান উঠছেনা, 
ঝলঝলা নেই, টর্নাডো নেই, সাক্লোন সুনামি নেই,
বোমা ভল্ডুজারের শব্দে কেঁপে কেঁপে উঠছেনা-
এই শহরের সুনিপুন কংক্রিটের দালান গুলো,
শোরগোল নেই, শব্দ নেই, গ্রীসের মীথ নগরি এথেন্সের 
মত সোনশান নিরবতা ঢাকা নগরি,
 কি সুন্দর চারিদিকে শান্তির সুনিল হাওয়া বহিছে, 
আরাধ্য রাজপথের উপরদিয়ে নিনির্মিত হচ্ছে 
এলিভেটেড এক্সপ্রেসওয়েে, উড়াল সেতু সড়ক মহাসড়ক,
হাজার হাজার কোটি টাকায়  নির্মিত হচ্ছে মেট্রোরেল,
অবাধ্য নয়াপল্টনে নির্মিত হচ্ছে নতুন অডিটরিয়ম,
রক্তাক্ত সংঘাত, উত্তপ্ত সংগ্রামে উত্তাল পাত্তাল জনসমূদ্রের ঢেউ 
আর নেই আগের মত, রেসকোর্স ময়দান আজ ফাঁকা,
রেস নেই ‍দুরন্ত অশ্বের!
ঢাকার পথে পথে নুর হোসেনের মত হয় তো বা আর কেহ গায়ে  
লিখে নামবেনা, স্বৈরচার নিপাত যাক, গনতন্ত্র মুক্তি পাক,
রক্তে ভেজা মাঠে হয়তো বা আর কোনদিন লাশের 
উপর নৃত্যপরিবেশন হবে না।আসাদের রক্তে ভেজা সফেত সার্ট,
জনাকির্ন আসাদ গেট,

ডাঃ মিলনের রক্তাক্ত শব শোকের মিছিল, হয়তো আর 
কোনদিন দেখবেনা অব্যস্হ এই ঢাকাবাসি।
 বিপ্লবীরা আজ এ শহরে কুলুপ আঁটা বড় বড় ভাঁড়,
প্রগতি আজ এখানে ক্ষতিগ্রস্হ কালাহারি, 
বিপ্লব আজ এখানে একটি বাতুল শব্দ।
হাজার ইষু থাকলেও সামাজিক বিপ্লবের কোন সম্ভাবনা নেই এদেশে।
যে বিপ্লব হওয়ার কথা ছিল, তা হয়ে গেছে নিরবে অতি গোপনে,
স্বস্ফুর্তঃ এবং শান্তিপূর্নভাবেই হয়েছে।
এদেশর কৃষক,এদেশের শ্রমিক, অগনিত মেহনতী মানুষ,
রেমিটেন্স যোদ্ধা, গার্মেন্টসের লাখো তরুনী সবাইকে লাল সালাম,
কলুর বলদের মত ঘানি টানা বলদ মানুষ যারা,
ঘানি টানছে আর টানছে তারা,
 ডান চোখে চামড়ার পট্টি বাঁধা।
অবাক হওয়ার কিছু নেই, যদিও আমদানি হচ্ছে 
নিত্যনতুন আরো কিছু গাধা।

***********************************

দুই,
সর্বত্রই চলছে মহা ক্রান্তিকাল,

আধুনিক এই বর্বর যুগে পৃথিবীর কোনায় কোনায় 
সর্বত্রই চলছে  মহা ক্রান্তিকাল।
উত্তর মেরু থেকে দক্ষিন মেরু, তেল আবিব থেকে টোকিও,
সানডাইগো থেকে ঢাকা, সর্বত্রই আজ সভ্যতার আকাল।

এডেনে চলছে আজ ক্রান্তিকাল, বেনুবনে, তপবনে,
কাঞ্চন জজ্ঞায় কাবা কৈলাশে সবখানে সবদেশে
চলছে আজ রুদ্রের মহা ক্রান্তিকাল।

বুধ বৃহশপতিতে ক্রান্তি, সুক্কর সনিতে ক্রান্তি, 
কর্কটে ক্রান্তি, মক্করে ক্রান্তি, বক্কর চক্কর ক্রান্তি,
চোদর বোদর ক্রান্তি,রাজনীতিতে ক্রান্তি, ধর্মে ক্রান্তি,
সমাজে ক্রান্তি, সংসারে ক্রান্তি, প্রেম ভালোবাসায় 
সর্বত্রই চলছে মহা ক্রান্তিকাল।

প্রশাসনে ক্রান্তি, গনতন্ত্রে ক্রান্তি, সমাজতন্ত্রে ক্রান্তি,
চিকিৎসায় ক্রান্তি, শিক্ষালয়ে ক্রান্তি, মাদরাসায় 
মসজিদ মন্দির পাকোডা সিনাগোগিতে ক্রান্তি,
সর্বত্রই চলছে আজ মহাক্রান্তিকাল।
প্রশ্ন হলো একটাই,পৃথিবীর কোথায় ছিলনা,
অথবা কবেই বা থাকবেনা আর ক্রান্তিকাল,
মহামারির এই করোনাকে অতিক্রম করেই 
মানব জাতিকে এগিয়ে যেতে হবে, 
অজানা অচেনা কোন গন্হব্যের দিকে।
ধ্বংশ নয়, সৃষ্টির উল্যাসে মেতে থাকুক মানব জাতি,
হাসি মুখে পার করুক সকল ক্রান্তিকাল।

**********************************
তিন,
           বিপ্লব,
বিপ্লব মানে রক্তাক্ত পরিবর্তন,
বিপ্লব মানে স্বশস্ত্র যুদ্ধ গৃহযদ্ধ,
বিপ্লব মানে লাখো কোটি জনতার স্বতস্ফুর্ত গনঅভ্যুত্থান,
বিপ্লব মানে গগন বিধারি বজ্রের  বিস্ফোরন, 
বিপ্লব মানে মূহমূহ শ্লোগান। বিপ্লব মানে একশআশি ডিগ্রি
গুরে দাঁড়ানো।

বিপ্লব মানে সমবন্টন, বিপ্লব মানে শান্তি প্রগতি,
বিপ্লব মানে রক্তে দোওয়া উর্বর শ্যামল মাটি,
বিপ্লব মানে স্বৈরচারের যবনিকা দুঃশাসনের অবসান।
বিপ্লব মানে গান ফাউডার বোমা বারুদের বিকট শব্দ 
আগুনের লেলিহান। 
বিপ্লবের জন্য  এখন ই উপযুক্ত সময় ,
হে অবগুন্ঠিত যুদ্ধপ্রেমি স্বদেশ বাসী,
হে স্বদেশের যত অরুন্তদী জোয়ান বুড়ো,
হাতে হাতে লও ভয়ঙ্কর হাতিয়ার সব উঠায়ে--

ঐ চেয়ে দেখ এদেশে কেমন বেড়ে গেছে 
দুর্নীতিবাজদের সিমাহীন দৌরাত্য।
কালো টাকার পাহাড় মালোয়শিয়া কানাডায় বেগম ভিলা,
ঐ দেখ কেমন বেড়ে গেছে  মেহনতি মানুষের 
রক্ত শোষা জানোয়ারের উৎপাত,
ঐ দেখ এদেশে এখনও একবেলা খাবারের জন্য 
যুবতি বিছ বাজারে 
বিক্রি করছে তার প্রবিত্র শরীর।
ঐ চেয়ে দেখ এদেশে দুর্গতদের রিলিপের টাকা 
মজদুরের ভাগ্য
হারামখোররা কেমন লুটেপুটে খাচ্ছে,ঐ দেখ রাজকোষের 
লক্ষ লক্ষ কোটি টাকা বিদেশে কেমন করে পাচার হয়ে যাচ্ছে।
পল্লীর দ্বীপ আজ নিবু নিবু, কিষানের গোয়াল আজ শূন্য্
শ্রমিকের ঘরে আজ অন্য নেই বস্ত্র নেই..
রোগা শোকা মানুষ গুলির জন্য চিকিৎসা সেবা নেই,
কলুর বলদের মত ওরা এখনও ঘানি টানছে, স্বাধীন দেশে।
আধুনিকের সুখ আহল্লাদ থেকে এখনও তারা বঞ্চিত।
আর নহে চুল পরিমান ছাড়, 
রুখে দাঁড়াও, প্রতিহত করো, যুদ্ধকে ভালোবাসলেই কেবল 
বিপ্লব  সম্ভোব।আমরা চাই হয় শান্তিপূর্ন না হয় রক্তাক্ত বিপ্লব!

চার,
**********************************
চাই রক্তাক্ত অমর মৃর্ত্যু....
যে কিশোর হাসতে হাসতে ইংরেজ বেনিয়াদের 
ফাঁসির মঞ্চে দাঁড়িয়েছিল, আমি সেই ক্ষুদিরামের
উত্তরসুরি, চাই শহীদি শাহাদাত! রক্তাক্ত মৃর্ত্যু!
শ্বশান খোলায় বসে সামরাজ্যবাদীদের মসনদ 
চুর্নবিচুর্ন করার নীল নকসা এঁকেছিল যে সূর্যসেন,
আমি তার বংশধর।স্বসস্ত্র যুদ্ধে শহীদ হয়ে স্বদেশের 
মাটিতে ঘুমাতে চাই, চাই রক্তাক্ত মৃর্ত্যু!
আমি সালাম জাব্বার রফিক বরকতের জ্ঞাতি ভাই।
আমি শহীদ আসাদের রক্তাক্ত আত্মিয়। আমি তিরিশ
লক্ষ শহীদের রক্তের উত্তরাধিকারি।আমি অকূতভয় নুর
হোসেনের জাগ্রত প্রেতাত্মা,আমি সংগ্রাম এবং যুদ্ধকে ভালোসি
প্রেয়সীর তনুর মত। চাই রক্তাক্ত যুদ্ধ এবং মৃর্ত্যু!
স্বাভাবিক মৃর্ত্যু আমার অপছন্দ।


*********************************************
                                 পাঁচ,
তুমি আমার প্রকৃত ভালোবাসা....
                             ....ফারুক,

প্রেয়সী, তুমিই আমার প্রকৃত ভালোবাসা।
তুমি আমার প্রথম, তুমি আমার শেষ-
তুমি আমার আশা নিরাশা কিংবা 
আস্হা অনাস্হার দোলাচাল ানন্ত ভরসা,
তুমিই আমার প্রকৃত ভালোবাসা।

প্রতিদিন তোমাকে দেখি অন্তঃচোখে অপলকে,
প্রতিক্ষন তোমাতে খুঁজি  তোমাকে  পলকে পলকে।তুমি দুনদীর জল, তুমি খুশির ফোয়ারা,
তুমি আলো আঁধারের খেলা, তুমি অমানীশা।
তুমিই আমার প্রকৃত ভালোবাসা।

তোমাকে দেখি ধ্যায়ানে, তোমাক দেখি প্রজ্ঞায় জ্ঞানে।
তোমাকে সাজাই সৃতির ক্যানভাসে,দক্ষ শিল্পীর মতন,
তুমি আমার সুন্দরতম অনুপম প্রিয়তম,
জীবনান্দের সারথি, তুমিই আমার প্রকৃত ভালোবাসা।

তুমি আমার সুখ দুঃখ কিংবা অনাবিল শান্তি।
তুমি আমার সঠিক কিংবা ভূলভ্রান্তি।
হয়তো তুমি যন্ত্রনা, না হয় তুমি শান্তনা।
হয়তো বা তুমি আশির্বাদ, হয়তো বা তুমি অভিসাপ।
হয়তো বা তোমাকে নিয়ে আমি সন্তুষ্ট,
না হয় তো বা ঠিক অসুন্তুষ্টও নয়।
তুমি আমার মিঠে কড়া কিংবা খাট্টা ভালোবাসা।
কিন্তু সত্যি করে যদি বলি, 
প্রেয়সী, তুমিই আমার প্রকৃত ভালোবাসা।

বিশ্বস্হ কুকুরের মত পোষমানা প্রেয়সী আমার!
 ঘুর ঘুর করে গুরছো সারাটা জীবন আমার পাশে পাশে,
তুমি প্রহেলিকা কিংবা আলেয়ার মত জিগাংসা।
তোমাতে আস্হা তোমাতে বিশ্বাস, তোমাতে ভালোবাসা।
ইহকালে পেয়েছি তোমায়, পরকালেও চাই পাশে, 
তুমিবিনা আমি অদুরা, তুমিই আমার প্রকৃত ভালোবাসা।
                                        ......২৫,০৭,২১, স্মলেনবার্গ।








No comments:

Post a Comment

অজ্ঞসব জনপ্রতিনীধি,

সত্যই শক্তি, সত্যই সুন্দর,