Tuesday, May 28, 2013

দু নয়ন ভরে আমরা দেখেছি

দু নয়ন ভরে আমরা দেখেছি মহান স্বাধিনতার মুখ।
তাই তো আমাদের ঘরে ধরা দিয়েছে, পৃথিবীর যত
ছিল সুখ । স্বাধিনতা স্বাধিনতা তুমি গুছায়ে দিয়েছ
আমাদের যত ছিল দুঃখ।


স্বাধিনতা তোমার জন্যে আমরা দিয়েছি এক সাগর রক্ত।
স্বশস্র যুদ্ধ করে পরাধিনের শৃঙ্খল ভেঙে হয়েছি মুক্ত।
বাংলার মাটি থেকে তাড়িয়ে দিলাম হায়েনা শকুন।
বাংলার মুক্ত আকাশে উড়িয়ে দিলাম বিজয় কেতুন।
রক্তিম সূর্যটা আমাদেরকে দেখায়েছে আলোর মুখ।


স্বধিনতা ঔ আমার স্বাধিনতা, তুমি সুখ তুমি শান্তি।
আমাদের জীবনে নেই আর কোন ক্লান্তি।
ভ্রান্তির ভেড়াজাল আমরা ভেঙে দিয়েছি।
মুক্ত আকাশে শান্তির পায়রা আমরা উড়িয়েছি।
স্বাধিনতা, তুমি আনন্দ,তুমি ব্যদনা, তুমি সর্ঘ সূখ।


বিঃদ্রঃ- আগের লেখা আমার এ গানটা এখন কি মিথ্যে প্রমান হলো?

 

আমলা নেতা চোরের দেশ---

আমলা নেতা চোরের দেশ সে আমাদের বাংলাদেশ।
লজ্জাবতি মায়ের দেশ, সে আমাদের বাংলাদেশ,
বাংলাদেশ বাংলাদেশ------
এমন দেশটি কোথাও খুজে পাওয়া যাবেনা।
যে দেশেতে চোর ডাকাতের বিচার হয়না।
যে দেশেতে খুন খারাবির বিচার হয়না।
যে দেশেতে দুর্নিতীবাজ ঘুষখোরের বিচার হয়না।
আন্ধা কানুনের একটি দেশ সে আমাদের বাংলাদেশ,
বাংলাদেশ বাংলাদেশ----
সবুজ স্যামল ফলে ফুলে ভরা, আমাদের দেশটা
দেখতে বড় সুন্দর।বার বাটপার তের কোঁৎপাল
হলো দেশটা মাতাব্বর।মিথ্যাবাদি মুকোশ দারির
নাইরে শেষ, সে আমাদের বাংলাদেশ, বাংলাদেশ,
বাংরাদেশ।
ঔ ভাই এদেশেতে  নিত্য নতুন কতো অঘটন ঘটে।
এদেশেতে মানুষের ভাগ্য, মানুষে খায় লুটেপুটে।
দুঃখ কস্ট যন্ত্রনার নাইরে শেষ, সে আমাদের
বাংলাদেশ বাংলাদেশ।

মাগো.. শুধু তোমায় ভালবাসি বলে......

মাগো-- শুধু তোমায় ভালবাসি বলে, 
আমি নেতা হতে পারলাম না।
একজন খাঁটি মানুষ হতে গিয়ে,
পেলাম শুধু দুঃখ আর যন্ত্রনা।

মা গো পড়ে আছি অচিন পরবাসে,
প্রতিক্ষন তোমার কথা শুধু মনে আসে।
কতো ব্যথা আর ব্যদনায়,
হলাম চিন্নভিন্ন, প্রানে আর সহেনা।

মা গো নিতিহীন নেতা যারা,
কামড়ায়ে খেল তোমায় তারা।
মাকড়োসার মত মাগো তুমি,
ছোট আমার প্রিয় জন্মভূমি,
দেহ থেকে দানবদেরকে কেন,
জেড়ে ফেলে দাওনা।

মা গো হায়েনা শকুন গিধর যত,
জনম নিবে তোমার পেটে কে জানিত।
সবাই চাটুকার চাপাবাজ, লম্পট লুটতোরাজ,
ঔরা নেতা নামের কলঙ্ক,বন্ধ কর উল্লু ধ্বনি
সঙ্ক।তোমাদেরকে নেতা বলে মানতে পারিনা।

প্রবাস আমায় যা দিয়েছে।

প্রবাস আমায় যা দিয়েছে তার চেয়ে বেশি খয়ে নিয়েছে।
দুঃসহ যন্ত্রনায় আমার জীবন বন্দি হয়ে আছে।

নির্মম এ প্রবাসের অলিতে গলিতে, কেটে গেল আমার
একটি জীবন।তারি মাঝে হারালাম মাতা পিতা
কতো স্বজন পরিজন।

কোথায় যেন হারিয়ে গেল আমার সকল বন্ধু বান্দব।
ভালবাসার ব্যথা এত ভয়ানক কি করে সম্ভব।

কোথায় যেন হারিয়ে গেল শৈশবের অতসি দিনগুলি।

প্রতিদিন প্রতিক্ষন, বুকের ভিতর হয় ব্যথার ক্ষরন।
মনে হয় যখন তখন, হয়ে যাবে আমার মরন।

হৃদয় মাঝে উতলি উঠে হাজারো সৃতি।
দুনয়নের মোটা মোটা জলে বাঁধি করুন গিতী।
 

আমার দুঃখবোধ ও প্রত্যাশা,

   

 

                                                                                                                                                                        ১,--এ নববর্ষে আমার প্রত্যাশা আমাদের প্রিয় সোনার বাংলাদেশটি পরম বাংলাদেশে পরিণত হয়ে সমগ্র বিশ্বের মাঝে একটি আদর্শবান রাষ্ট্র হিসেবে প্রতিষ্টা পেয়ে এক অভিনব দুষ্টান্ত স্হাপন করুক।

আমার প্রত্যাশা মুক্তিযুদ্ধের মুল চেতনা বাস্তবায়িত হয়ে মুক্তি যুদ্ধের চেতনায় ভর করে বাংলাদেশ তর্ তর্ করে শান্তির সোফানে  বেয়ে উন্নতির চরম শিকড়ে পুঁছে যাক। আমার প্রিয়  এদেশে সৌম্য সাম্য সমতা ন্যয়বিচার প্রতিষ্টিত হউক।উন্নত সমাজ ব্যবস্হা কায়েম হউক।

যাদেরকে বঙ্গ বন্ধুর পরবর্তি নেতা  ভাবতাম, যাদেরকে আমি আদর্শ মনে করতাম, যাদেরকে আমাদের পরবর্তি প্রজন্ম আদর্শ মনে করার কথা ছিল, তাদেরকে এখন আর আমি আদর্শ মনে করিনা। আর আগামি প্রজন্ম ও যে আদর্শ মনে করবে, সে কথাও বিশ্বাস করিনা।

এক সময় সিরাজুল আলম খান, আ,স,ম, আবদুর রব, তোপায়েল আহম্মেদ, নুরে আলম, কাদের ছিদ্দিকী,সবাইকে আমি আমিার আদর্শ মনে করতাম,এবং আদর্শবাদি দেশ প্রেমিক নেতা ও মনে করতাম।যাদের কথা শুনলে গায়ের পশম খাড়ায়ে যেত।কোনদিন স্বচোক্ষে দেখিনি, তবু হাতের মুস্টি কষে মনে মনে বলতাম আমি উনার  মত ভাগা বাঙ্গালি হবো।সে বাঘকে এখন আর শেয়াল ও মনে হয়না।জানিনা এখন কেন যেন মনে হয় ওনা রাই আমাদের গৃহ সত্রু।ওনারাই দেশের দুষমন।

 

 

----অসমাপ্ত

অজ্ঞসব জনপ্রতিনীধি,

সত্যই শক্তি, সত্যই সুন্দর,