বুধবার, ২৮ জানুয়ারী, ২০১৫
রবিবার, ২৫ জানুয়ারী, ২০১৫
কুকুরের ব্যর্থ লেঁজ।
কুকুরের লেঁজটাই ব্যর্থ।না জানি ইশ্বর কেন কুকুরকে এরকম একটা উদ্ভট লেঁজ দিয়েছেন? যে লেঁজ দিয়ে না পারে নিজের কান খোঁছাতে, না পারে মশা মাছি তাড়াতে, আবার না পারে নিজের লজ্জা স্হানকে ঢাকতে।সব সময় বাঁকা করে রাখে, বাঁকা করে খায় গুমায়। বাঁকা করে হাঁটে আবার বাঁকা করেই দৌড়ায়।সবাই বলতো কুকুরের লেঁজ নাকি বার বছর চুঙ্গার ভিতর ভরে রাখলেও শিদা হয় না।আবার কেউ কেউ বলতো লেঁজে নাকি আগুন ধরিয়ে দিলে শিদা হয়ে যায়। আমি শৈশবে বহুবার কুকুরের লেঁজে আগুন ধরিয়ে দেখেছি, কোন দিন সিদা হতে দেখিনি, এটাই ধ্রুব সত্য।

বাংলাদেশে বিএনপি নামে জাতিয়তা বাদী দলটা আজ, জামাত শিবির নামক এক ধরনের বন্য কুকুর পুশে পড়েছে এক মহা বিপদে। যারা একাত্তরে আমাদের মহান মুক্তি যুদ্ধে পাকিদের পাঁ চেটে কুলশিত হয়েছে।যারা নিজেদের কৃত কর্মের জন্য একটুও অনুতপ্ত অনুসোচনা বা দুঃখ প্রকাশ না করে পুরনো সভাবেই লেঁজ বাঁকা করে আছে।তাদেরকে নিয়ে বিএনপি না পারছে মশা মাছি তাড়াতে, না পারছে লজ্জা স্হান ঢাকতে।
এই বর্বর জামাতি কুকুর পুশে আজ বিএনপি জাতিয়তা বাদী আদর্শ থেকে নৈরাজ্য বাদী দল বা ( Anarchism ) এ পরিনত হয়েছে।নৈরাজ্যবাদীরা যেমনি সব সময় রাষ্ট, সমাজ,ও তার জনগনকে তুচ্ছ তাচ্ছিল্য মনে করে।ঠিক তেমনি আজ বিএনপিও বদ চরিত্রের কুকুরদের প্ররোচনায় পড়ে রাষ্ট সমাজ ও তার জনগনকে পেট্রল বোমা ও ককটেল মেরে নিঃশেষ করার অপচেষ্টায় লিপ্ত হয়েছে।
আজ আমাদের সোনার বাংলার উত্থান ও বাঙ্গালী জাতির নব জাগরনের সময় তারা ইসলামের অপব্যাখ্যা দিয়ে আমাদের জাগরনকে ধমিয়ে দিতে চাচ্ছে।তারা একাত্তরের নয়টি মাস নিরীহ বাঙ্গালীর উপর যেমনি হত্যা ধর্ষন লুটপাট চালিয়েছে, আজ আবার ঠিক একি কায়দায় নিরীহ মানুষ হত্যা শুরু করে দিয়েছে।এই জামাতি কুত্তাদেরকে পাথর মেরে এখনি বাংলার মাঠি থেকে চির তরে বিদায় করতে হবে।
প্রবাসে বসে টিভি বা ফেসবুক ইউটুবে অবরোধের নামে বাংলাদেশে চলন্ত যাত্রি ভোজাই বাসে পেট্রল বোমায় জীবন্ত মানুষকে জ্বলতে দেখে, ঢাকা বার্ন ইউনিটে জ্বলন্ত মানুষের আর্তনাদ দেখে আমি বিএনপি নামের জাতিয়তা বাদী এই দলকে সন্ত্রাসী জঙ্গীবাজ চাড়া আর কিছু ভাবতেই পারছিনা।সত্যিই বিএনপি আজ একটি নৈরাজ্য বাদী দলে পরিনত হয়েছে।
--------মোহাম্মেদ ফারুক।
লেবেলসমূহ:
কুকুরের ব্যর্থ লেঁজ,
সত্যের সাক্ষ্য
এতে সদস্যতা:
পোস্টগুলি (Atom)
ভিন্ন মতালম্বিকে হত্যা করা কি ইসলামে জায়েজ আছে?
গত কয় বছর ধরে বাংলাদেশে বেশ কয় জন মুক্তমনা তরুন ব্লগার কবি সাহিত্যিক সাংবাদিক এমন কি ভিন্ন মতালম্বি ধর্মিয় কয়জন নেতাকে চাপাতির কোপে আর খঞ...

-
সমাজ তন্ত্রের প্রবক্তা কে ....? *সমাজতন্ত্রের প্রবক্তা কে? * সমাজতন্ত্র Sicialism কি? * মাক্সব...
-
ছবিটা মোমের, ম্যাডাম তুঁসো যাদু ঘরের । হিটলারের নাম শুনেনি এমন লোকের সংখ্যা পৃথিবীতে খুব কমই আছে।বিংশ শতাব্দির তিরিশের দশকের দিকে সা...
-
যত মত তত পথ, এই উধিৃটি সনাতান ধর্মের গুরু রামকৃষ্ণ পরমহংসের।শ্রী রামকুষ্ণ বাংলায় লেখা পড়া জানতেন অতি সামান্য। কোন রকমে ধর্মিয় বই পুস্তক পড়...