সত্যই শক্তি, সত্যই সুন্দর,
এখন রাজনীতীবিদরাই রাজনীতি বুঝেনা, সাধারণ মানুষ বুঝবে কি করে? অবশ্য অনেক রাজনীতিবিদই পলিটিকেল সাইন্স ডিগ্রিদারী আছেন।কিন্তু পলি্টিকেল পিলোসপি বলে যে একটি বিষয় আছে এটা অনেকেই জানেন না।
মুনাফাখোর ব্যবসায়ি দুর্নীতিবাজ আমলা আলিয়ান্স গ্রোত্র রাজনীতিটাকে নিয়ন্ত্রন করছে।
আগে তাদের নিজের আখের গোঁছায়ে পরে দেশ কিংবা জনগন।জনগনের কথা ভাবার জন্য তাদের কাছে সময় কই?
সাধারণ পাব্লিকরা তো কলুর বলদের মত, মালিক চোখ বন্ধ করে ঘানিতে জুড়ে দিয়েছে, বস বোকাচোদা বলদ ঘানি টানতেই আছে।এলাকার মোটা তাজা মাস্তান সন্ত্রাসীরা সাধারণ মানুষকে নানা লোভ লালসা এবং অর্থের বিনিময়ে দলে ভিড়ায়, মিছিল মিটিং এ নিয়ে রাস্তা কাঁপায়, পরে আবার আপনি যদি রাষ্ট্রিয় মৌলিক সেবা প্রতিষ্টান সমূহে ঠেকায় পড়েন , অর্থ্যাৎ কোর্ট কাছারি গ্যাস বিদ্যুৎ পানির অফিসে এমন কি হাসপাতালে থানায়, বাজারে যে কোন জায়গা বাড়ি দখল জমিন দখল টেন্ডার বাজি, সব জায়গায় এই সব সন্ত্রাসী এলাকার মাথা মোটা নেতারা দুদিক থেকেই অর্থ্যাৎ আপনার কাছথেকেও খাবে, বড় কর্তার কাছ থেকে লামসাম দালালী করে আপনার টাকা খাবে, আপনাকে জায়গায় জায়গায় দৌড়াবে, হয়রানি করবে।
এলাকাতে যত প্রকার অঘটন ঘটবে, মারামারি খুনখারাবি ধর্ষন সব কিছু িএই সব তৃণমুলের মাথা মোটা নেতাদের ধারাই সংঘটিত হয়।