প্রশ্নৌত্তর



 জাতীয় প্রশ্নৌত্তর,






 

 

প্রশ্নোঃ  বাংলাদেশ কতসালে স্বাধিনতা লাভ করে?

 

উত্তরঃ ১৯৭১ সালের ১৬ই ডিসেম্বর বাংলাদেশ চুড়ান্ত স্বাধিনতা লাভ করে।১৯৭১ সালের ২৬শেই মার্চ এর কালো রাতে পাকিস্তানি হায়েনাবাহিনী অতর্কিতে বাঙ্গালীদের উপর গোলা বর্ষন শুরু করলেই বাঙ্গালীরা স্বাধিনতা যুদ্ধের প্রতিরোধ গড়ে তোলে, এবং নয় মাসের রক্তক্ষয়ি যুদ্ধের পর তিরিশ লাখ সহিদের ও দুতিন লাখ মা বোনের ইজ্জতের বিনিময়ে ৯৩ হাজার পাকবাহিনীকে বন্দি করে বাংলাদেশ স্বাধিনতা অর্জন করে।

 

প্রশেনাঃ কার নেতৃত্বে বাঙ্গালীর স্বাধিনতা যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে`?

 

উত্তরঃ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের নেতৃত্বে।তিনি ১৯৭১ সালের ৭ই মার্চ  ঐতিহাসিক বিসাল জনসভায় স্পষ্ট ভাবে বাঙ্গালীকে স্বাধিনতার দিক নির্দেশনা ও স্বাধিনতার ঘোষনা এবং প্রস্তুত থাকার জন্য বলে দিয়েছেন।

No comments:

Post a Comment

অজ্ঞসব জনপ্রতিনীধি,

সত্যই শক্তি, সত্যই সুন্দর,