ঢাকা আজ আর সেই আগের মত নেই,
দেখতে দেখতে বদলে গেছে স্বপ্নের ঢাকা শহর।
ঢাকা আজ আন্তর্জাতিক মেট্রপলিটেন সিটি।
কোন খান থেকে শুরু করবো ঢাকাকে, ভেবেই কুল পাচ্ছি না।
ঢাকা আজ গুলিস্তান থেকে সদর ঘাট কিংবা টঙ্গি পর্যন্ত সিমাবদ্ধ নহে।
ঢাকা আজ মেঘনা ঘাট থেকে জয়দেব পুর,নারায়ন গঞ্জ থেকে সাবার
মানিক গঞ্জ পর্যন্ত ঢাকার পরিধি।
প্রাচুর্য ঐতিহ্য, এতিহাস, ঐতিহাসিক গর্বময়, গৌরবজ্জল, স্বর্নখচিত,
অবাক বিশ্ময় বিশালতায় ভরা এই ঢাকা শহর।তিতুমির ইশা খাঁ এর
বীর পদার্পনে প্রকম্পিত এই ঢাকা শহর।সালাম জাব্বার রফিক বরকতের
বুকের তাজা রক্তে রক্তাক্ত এই ঢাকার মাটি।আসাদের রক্তে রঞ্জিত ঢাকার
আরাদ্ধ রাজপথ।নুর হোসেন ডাঃ মিলনেরা বুকের তাজা রক্ত ডেলে রক্তিম
করেছিল ঢাকার এই পিজ ডালা কালো পথ।রাজার বাগ পুলিশ লাইনের
হাজারো বিদ্রোহী হাজার মুক্তি সেনানীর রক্তে ভেজা এই ঢাকার মাটি।
২১, ৭১,কিংবা ২৬, ১৬ এর জন্মাধাত্রি এই ঢাকা শহর।
পাক-মার্কিনীর মত একটা পরা শক্তিকে পরাজিত করে ঢাকা যখন বীরদর্পে
সমহিমায় মহিয়ান।ঢাকা যখন আজ বিশ্ব সভায় মাথা তুলে দাঁড়িয়েছে।
ঢাকার কৃষ্টি কালচার যখন আজ সারা বিশ্বে সমাদৃত।ঢাকার উঁচেল উঁচেল দালান,
ঢাকার স্কাই লাইন, প্রাচ্যের অক্সপোর্ড, শাপলা চত্তর, দোয়েল চত্তর, অপারেজয় বাংলা,
সংসদ ভবন, কমলাপুর রেল স্টেশন, বিমান বন্দর, মনোমুগ্ধকর হাতির ঝিল লক্ষ লক্ষ
যান বাহন ঢাকাকে আজ করে তুলেছে বিশ্ব মানের।
বিশ্ব বরন্য কতো শিল্পি সাহিত্যিক বিজ্ঞানি বুদ্ধিজিবী সভ্যচাচী নভেলিস্ট আর শান্তি
কামি মানুষের পদভারে যখন ঢাকা আজ মুখরিত।ঠিক তখনি----
এই ঢাকা শহরকে জঙ্গল ভেবে মাঝে মধ্যে ডুকে পড়ে হিংস্র কিছু
জংলী জানোয়ার।তারা অবাধে দিনে দুপুরে কোপায়ে, কিংবা জবাই
করে নির্মম ভাবে হত্যা করে শিল্পি সাহিত্যিক বুদ্ধিজিবী মুক্তমনা
ব্লগার প্রকাশককে।অবোধ শিশুর দল শোর তুলে তাড়া করে
জঙ্গী জঙ্গী বলে----জানোয়াররা পালিয়ে যায়----নিরাপদে--নির্ভিগ্নে।
------ফারক,