বৃহস্পতিবার, ১৪ ডিসেম্বর, ২০১৭

এই দেশ আমার আপনার কিন্তু সকলের না--?

 

 

 

 

সত্যি কথা! যারা স্বাধীন বাংলা দেশের  লাল সবুজের এই পতাকাটিকে বুকে ধারণ করতে পারেনা শ্রদ্ধা করেনা।যারা জাতীয় সংগীত আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, এই গানটিকে বিনম্র চিত্বে গাহিতে পারেনা।যারা এই শষ্য স্যামল সুজলা সুফলা সোনার বাংলাদেশেকে প্রাণভরে ভালোবাসতে পারে না।যারা জাতির জনক বঙ্গবন্ধুকে মানতে পারেনা না। যারা জয় বাংলা বলতে পছন্দ করেনা।যারা তিরিশ লক্ষ সহীদের আত্মার প্রতি শ্রদ্ধা জানাতে পারেনা।যারা দুলক্ষাধিক সম্ভ্রম হারানো মা বোনদেরকে সন্মান জানাতে পারেনা, যারা আমাদের রক্তে ধোওয়া ইতিহাস নিয়ে বিতর্ক তোলে কিংবা অশ্বিকার করে, এই দেশ কোন মতেই তাদের হতে পারেনা।কোন মতেই তারা বলতে পারেনা এই দেশ তাদের!

 

 

এই দেশে বসবাস করার তাদের কোন মৌলিক অধিকার নেই।তবু তারা এখনো বসবাস করছে পরগাছার মত শুধুই পরগাছার মত।কেবল মাত্র আমাদের মহানুভবতায় ।পরাজয়ের পরপরই তাদের পাক দোশরদের সাথে পশ্চিম পাকিস্তানে চলে যাওয়া উচিত ছিল, কিন্তু তারা গেল না, তারা লাজ লজ্জা হায়াহীন বেশরমের মত এখনো বসবাস করছে আমাদের এই দেশে।আমাদের এই সোনার বাংলাদেশে।

 

আমরা এখনা তাদেরকে ক্ষমা করে দেইনি। তারা ভূলে গেছে এই কথা।তারা ভূলে গেছে তাদের ক্ষমাহীন অপরাদের কথা, যুদ্ধাপরাধ, মানবতা বিরোধি অপরাধের কথা। কাল সাঁপ কেউটের মত তারা আবার ফনা তোলার চেষ্টা করছে।তারা ভূলে গেছে পাক হায়েনাদেরকে হাত ধরে গ্রাম বাংলার মেঠ পথ দেখিয়ে খুন ধর্ষন আগুন লাগিয়ে গ্রামের পর গ্রাম জ্বালিয়ে হত্যাযজ্ঞ ধ্বংসযজ্ঞ চালিয়েছে। তারা ভূলে গেছে যে স্বাধীনতার উদিত সূর্য এর পুর্বক্ষনে জাতির হাজার হাজার সূর্য সন্তানদেরকে নির্মম ভাবে হত্যার কথা। তারা ভূলে গেছে তিরিশ লক্ষ নিরীহ মানুষকে হত্যা করা আর দুলক্ষাধিক মাবোনের সম্ভ্রম হানির কথা।

 

আমরা ভূলিনি, আমরা স্পষ্ট করে বলে দিতে চাই রাজাকার আলবদর আল সামছ। আমরা এখনো ভূলিনি, আমরা এখনো তোমাদের ক্ষমা করে দেইনি।তোমরা করেছ যে ক্ষমাহীন অপরাধ,যুগ যুগ ধরে তোমাদের বিচার চলবে। তোমাদের আন্ডাবাচ্ছা নাতিপুতিদেরকেও সাজা ভূগতে হবে। আমরা সকল অপরাধের বিচার করবো করবই এটা আমাদের দৃঢ় অঙ্গিকার।

 

এই দেশ আমার আপনার, শুধুই আমাদের ।যারা আমরা প্রাণভরে ভালোবাসি এই দেশকে এদেশের পতাকা,এদেশের ইতিহাস ঐসহ্যকে ঐতিহ্যকে।আমরা গর্বিত এদেশে জন্মেছি বলে, ধন্য হব প্রয়োজন বোধে সহীদ হয়ে ঘুমাতে পারলে এদেশের বুকে।

গীত লতা Lyricism. : কবিতা

গীত লতা Lyricism. : কবিতা :                                                                                               ...