আজকে ভিবিন্ন সামাজিক সাইডে পত্র পত্রিকায় দেখি কিছু মানুষ বদর বাহিনী কমান্ডার কামরুজ্জামানের ফাঁসি কার্যকরের পর থেকে মায়াকান্না করেই যাচ্ছেন, করেই যাচ্ছেন।তারা কি সিত্যই মনে করেন কামরুজ্জামন নির্দোষি, কাদের মোল্লা কিংবা গোলাম আজম সায়েদি নিজামি সাকারা সবাই নির্দোষি? আজ বলতে আমার লজ্জা হচ্ছে অনেক বড় বড় মুক্তি যোদ্ধা কমান্ডর আর খেতাব ধারিরাও এই সব জগন্য নড়পশু রাজাকারদের পক্ষে চাপাই গেয়ে যাচ্ছে।কি আশ্চার্য আমাদের এই দেশ, আর কি আজব আমরা বাঙ্গালী জাতি, কি উদার আমাদের অন্তরাত্মা।
ধরে নিলাম, গোলাম আজম সায়েদী নিজামী কামরুজ্জামন কাদের মোল্লা ওরা কেউ রাজাকার ছিল না।ধরে নিলাম ওরা কেউ খুন হত্যা দর্ষন করে নাই।ধরে নিলাম ওরা কেউ হিন্দুর বাড়িতে আগুন দেয় নাই। ধরে নিলাম ওরা কেউ যুদ্ধাপরাধি কিংবা মানবতা বিরোধি কোন অপরাধ কিছুই করে নাই। ধরে নিলাম ওরা সবাই দুধের মত সাদা কিংবা ওদের চরিত্র ফুলের মত প্রবিত্র।ওদের কে জবরদস্তি বা অন্যায় ভাবে এই সরকার ফাঁসি দিচ্ছে, বা বিচার করছে।
তা হলে আমার জিজ্ঞাসা,উনাদের কাছে, ওরা কে ছিল আমি যে শৈশবের একাত্তরে স্বচক্ষে দেখেছি আমাদের বাড়ির সামনে আধুনিক হাসপাতালে পাকিস্তানি আর্মি ক্যাম্পে পাঞ্জাবির সহযোগি পাঞ্জাবি টুপি পরিহিত কিছু মাওলানা গোছের বাঙ্গালী গোরাফেরা করতো । যারা কয়দিন পর পর গাঁও গেরাম থেকে সেন্টু গেঞ্জি পরিহিত চৌদ্দ পনর ষোল বছরের তরুনদেরকে ধরে এনে দুতিন দিন ধরে মুক্তি ধরা পড়ছে, মুক্তি ধরা পড়ছে শুদ্ধ বাংলা ভাষায় মাইকে পাবলিসিটি করে পরে নির্মম ভাবে হত্যা করে গলায় রসি বেঁধে খোয়া বিছানো রাস্তার উপর দিয়ে টেনে নিয়ে রাস্তার পাশে লাশ ফেলে রেখে এলাকায় আতঙ্ক সৃষ্টি করতো। পরে শিয়াল কুকুরে খেত সেই লাশ।কে ছিল ওরা ? যারা যুবতি মেয়েদেরকে ধরে এনে পাঞ্জাবির ক্যাম্পে দিত,আমি গরু আনতে হাসতালের বাউন্ডারি ওয়ালের ভিতর চাব্বির চাচার সাথে গিয়ে যে দেখেছি মেয়েদের কান্না কাটি আর সম্ভ্রম হারানো চিৎকার। কে ছিল ওরা?কে ছিল মাওলানা লুতা কিংবা রাজকার সম্বল, মাইজদী বকেসনাল ইনিস্টিউটে এবং মাইজদী পিটিআই তে যে কিছু কুলাঙ্গার বাঙ্গালী পাঞ্জাবীদের সাথে আস্ফালন দেখেত।কে ছিল ওরা রোজ যে আমাদের বাড়ির পাশে দিয়ে ভারি অস্ত্রধারি পাঞ্জাবীদেরকে পথ দেখায়ে গাঁয়ের দিকে নিয়ে যেত কে ছিল ওরা? এরকম অনেক অনর্থক প্রশ্ন করতে পারি আপনাদের কাছে, কিন্তূ করে লাভ নেই। শুধু এই টুকুই বলব আমি স্বাধিনতার যুদ্ধ দেখেছি, আমি যুদ্ধ ইতিহাসের একটি অবিচ্ছেদ্ধ পাতা।
শুধু রাজাকারের ফাঁসি নয় রাজাকারের বংশধরদেরেও বিচার হওয়া উচিত।জামাত শিবির পুরো দলটাই রাজাকার আল বদর আল সামস,পুরো দলটাই অপরাধি।এই দলটাকে নিসিদ্ধ করা সময়ের দাবি।সুতরাং অপরাধির জন্য এত মায়া কান্না কেন?
শুধু রাজাকারের ফাঁসি নয় রাজাকারের বংশধরদেরেও বিচার হওয়া উচিত।জামাত শিবির পুরো দলটাই রাজাকার আল বদর আল সামস,পুরো দলটাই অপরাধি।এই দলটাকে নিসিদ্ধ করা সময়ের দাবি।সুতরাং অপরাধির জন্য এত মায়া কান্না কেন?
--- ফারুক, জার্মান্
No comments:
Post a Comment