Wednesday, April 11, 2018

দেশে দেশে গনতন্ত্রের মাতা---?

 
 









আরে ভাই! কেন এত হৈ হাল্লা ?
মানির মানতো রাখেন আল্লা !
ছিলেন তিনি রুপসি, ছিলেন অতি ভালা,
মিলিটারিকে বিয়ে করে অল্প বয়সে হলেন বিধবা।
দুঃখ ছিল কষ্ট ছিল,ছিল তার বুক ভরা জ্বালা,
তার পরেও ছিল তা মন্দের চেয়ে ভালা,
রাজনীতি করতে এসে আজ তিনি কারাবন্দি অবলা।
পাশে নাই নেতানেত্রি,নাই আদরের পোলা,
একেলা রে ভাই তিনি আজ বড় একেলা।

১,দুর্নীতির দায়ে পাঁচ বছরের সাজা প্রাপ্ত বিএনপির নেত্রি এবং বাংলাদেশের প্রথম স্বৈরচার জেনারেল জিয়ার সহধর্মীনী বেগম খালেদা জিয়াকে বিনপির নেতা নেত্রিরা বলে বেড়ান, খালেদা নাকি গনতন্ত্রের মাতা।আবার দেশ মাতাও বলে থাকেন।বোধ বিলুপ্ত মানুষ আবেগ এবং কৌতুহলের বসে পাগলের প্রলাপ বকে বেশি এটাই সাভাবিক।

আমার বোধগম্য হয়না পৃথিবীর ইতিহাসে একজন নিকৃষ্ট ও জগন্য স্বৈরচারের বৈধব্য স্ত্রি কি করে গনতন্ত্রের মাতা হতে পারেন।যিনি নাকি যুবতি বয়সে বিধবা হয়ে নানা কুকর্মের জন্ম দিয়েছেন, সেই তিনি কি করে গনতন্ত্রের মাতা আর দেশ মাতা হন? আমি বুঝতে পারছিনা।মাতা শব্দটি আমার কাছে অতি মানবি, শ্রদ্ধাভাজন এবং স্পর্শকাতর বস্তু।কোন নিকৃষ্ট খুনি চরিত্রহীন স্বৈরচারের দুঃচরিত্রা স্ত্রিকে গনতন্ত্র তো দুরের কথা মা ডাকাও মানব জাতির জন্য লজ্জাজনক ব্যপার।

২,নব্বই দশকের মাঝামাঝি সময়ে আমেরিকার পপ সংগিত শিল্পি মেডোনার কন্ঠে একটি গান আমি খুব বেশি বেশি শুনতাম।গানটি হলো এরকম--ডন্ট ক্রাই ফর মি আর্জেন্টিনা, দি ট্রুথ ইজ লাই নেভার লেপ্ট ইউ, অল দিস মাই ওয়াইল্ড ডেজ, মাই ম্যাড এক্সিসটেন্স,আই কেপ্ট মাই প্রমিজ ডন্ট কিপ ইউর ডিসটেন্স।
উল্লেখ্য এই বিখ্যাত গানটি রচিত হয়েছে আর্জেন্টিনার স্বৈরশাসক জোহান পেরনের স্ত্রি ইভাপেরনকে উদ্দেশ্য করে।যে ইভাপেরন নাকি ছিলেন একজন বেশ্যা।অবশ্য এই ইভাপেরন বেশ্যা হলেও তিনি ফাস্ট লেডি হয়ে জনকল্যানমুলক কাজ করার কারণে এবং অল্প বয়সে ক্যান্সারে আক্রান্ত হয়ে মরার কারণে বেশ জনপ্রিয়তা পেয়েছিলেন।মৃর্ত্যুর পরেও তার লাশ নিয়ে পরবর্তি স্বৈরচাররা অনেক টানাহিচরা করেছেন।তার লাশ ইটালী স্পেনসহ বেশ কয়বার দাপন করা হয়। অবশেষে প্রচুর গনচাপে আর্জেন্টিনাতেই তাকে দাপন করা হয়।এই ইভা পেরনকেও তার অনুসারিরা গনতন্ত্রের মাতা বলে সন্বোধন করতেন।
৩, ইন্দোনেশিয়ার কুখ্যাত স্বৈরচার সুহার্তো।তার কর্মজীবন শুরু হয়েছিল ব্যাংকের চাকুরি দিয়ে।সাইকেল চুরির অপরাধে চাকুরিচ্যুত হয়ে আর্মিতে ভর্তি হত।যোগ্যবলে এবং ইন্দোনেশিয়ার জাতির পিতা সুকোর্নের সোহানুভূতিতে তিনি মেজর পদে উন্নতি লাভ করেন।পরে বৃদ্ধ জাতির পিতাকে ক্ষমতাচ্যুত করে নিজেই সর্বেসর্বা হয়ে দীর্ঘ ৩১ বছর জেঁকে বসেন রাষ্ট্রক্ষমতায়।পরে জাপানী বংশদ্ভূত হোটেল কন্যা সিতিকে দেখে নাকি উন্মাদ হয়ে পড়েন।পরে বিয়ে করে দীর্গদিন ঘর সংসার করেন।এই স্বৈরচার হাজার হাজার কুঠি টাকা আত্মসাত করে দেশটার অবকাঠামো প্রায় ধংশ করে দেন।অবশেষে গনঅর্ভ্যুত্থানে তার পতন ঘটে। তার হোটেল গার্ল স্ত্রি সিতিকেও গানতন্ত্রের মাতা বলা হতো।
এরকম অসংখ্য স্বৈরচাররা যুগের পর যুগ জবরদস্তি রাষ্ট্র ক্ষমতা দখল করে একটা জাতি ও রাষ্ট্রকে আজ পৃথিবীর দরিদ্রতম দেশে পরিণত করেছে। এদরে মধ্যে অনেক স্বৈরচার আছে যাদের কোন বংশ পরিচয় নাই যারা নাকি জারত সন্তানও ছিলেন।এদের মধ্যে অনেকর ঘরে স্ত্রি থাকলেও এরা বেশ্যার সাথে আয়েশি করতেন অবাধে। 









 
বর্তমানে সমগ্র বিশ্বের রাজনীতির ধারা পাল্টিয়ে গেছে।এখন বিশ্বের বেশির ভাগ জাতি গোষ্টি আর পরাধিন নয়।গনতন্ত্র সমাজতন্ত্র কিংবা কোন ধর্মতন্ত্র প্রতিষ্টা করা রাজনীতিবীদদের কোন নৈতিক আদর্শ নয়। গনতন্ত্র ও ধর্মতন্ত্র জিবিত থাকলেও সমাজতন্ত্র এখন মৃত একটি শব্দ।কোমায় থাকা রুগি মৃতের মতই।কমিনিউষ্টরা এখন অনেকটা কোমার  রুগির মত।
এখন দেশে দেশে চলছে খটাস রাজনীতি।প্রতিপক্ষকে হাতে মারা ভাতে মারা রক্তাক্ত রাজনীতি।হিংসা প্রতিহিংসার রাজনীতি।কে কাকে মেরে নিজে খাবে,কে কাকে ছোট করে নিজে বড় হবে সেই প্রতিযোগিতা চলছে নেতানেত্রিদের মধ্যে।নেতা হওয়ার নুন্যতম যোগ্যতা নেই যে খটাসের, সেই আজ বড় রাজনীতিবীদ বনে গেছে।অর্থ বলে পেশি বলে কেডার বলে সে যোগ্যতা হাচিঁল করে নেয়। নিজের আখের গোচায়, বিত্ত ভৈববে আঙুল পুলে কলা গাছ নয় রিতিমত তালগাছ হয়ে যায়।
এই সব কথিত রাজনীতিবীদরা যদি সত্যিকার অর্থে নিজের দেশকে ভালোবাসতো, যদি সত্যিকার অর্থে নিজ দেশের জনগনকে ভালবাসতো, কিংবা যদি সত্যিকার অর্থে নিজ নিজ দলের আদর্শ বা মুলনীতি মেনে চলতো, তাহলে অন্তত একটি স্বাধীন দেশে এত অশান্তি হতো না।এত মারামারি কাটাকাটি হতো না।জঙ্গিবাজের উত্থান হতো না।
আজ বাংলাদেশে অনেক গুলি রাজনৈতিক দল আছে।কার কোথায় কিভাবে জন্ম হয়েছে সবারই জানা।কার কি আদর্শ বা মূলনীতি তা আমাদের কাছে সুস্পষ্ট নয়।কে দেশের জন্য কি করেছে বিবেক বোধ বুদ্ধি দিয়ে বিচার করতে গেলে বাংলাদেশ আওয়ামী লীগের অবস্হা সবার উপরে।

বাঙ্গালী জাতির জন্য আল্লাহর রহমত হয়ে আওয়ামী লীগের আবির্ভাব হয়েছে।এটা কারো কারো কাছে অপ্রিয় হলেও ধ্রুব সত্য।
বিনএনপি নামে এবং জাতীয় পার্টি নামে কেন্টের্মেন্টে জন্ম নেওয়া দল দুটি হলো বাঙ্গালী জাতির জন্য একটি অভিশপ্ত বিষবৃক্ষ ও কলঙ্ক। কারো কারো কাছে এটা অপ্রিয় হলেও এটাই বাস্তব সত্য।
জাতিয় পার্টি নামে কেন্টের্মেন্টে জন্ম নেওয়া এই দলটি শুধু বিষবৃক্ষ নয় জাতির বিষ ফোঁড়া সরুপ দেখা দিয়েছে আজ।পৃথিবীর সকল স্বৈরচারের মত তিন মাসের জন্য অজুহাত তুলে মার্শাল্ ল জারি করে পরে পুরো রাষ্ট্র ক্ষমতা দখল করে নেসানাল পার্টি ঘটন করা হয়েছে।আদর্শ উদ্দেশ্য বলতে কিছু নেই, শুধু নিজে আরাম আয়েশ করে একটা জাতিকে ভিখারির জাতিতে পরিণত করাই মুল লক্ষ।
জাসদ নামে একটি বিতর্কিত দল সদ্য স্বাধীন যুদ্ধাগ্রস্হ দেশের উপর গঠিত হলেও ১৯৮৮ সালে এসে দলটি গুটি বসন্ত আকারে দেখা দিয়েছে বাঙ্গালী জাতির ভিতরে। এই দলটি আজ ক্লেদ ক্লেদাক্ত আবর্জনার স্তুপে পরিণত হয়েছে।

যুদ্ধাপরাধি জামায়াত ইসলামী দলটি ১৫ই আগষ্টের পরে বোলবাল রংঢং পাল্টিয়ে পুর্নজনম নিয়ে কেন্সারের মত আবির্ভাব হয়েছে বাঙ্গালী জাতির জন্য।ইসলামের নাম ভাঙিয়ে দলটি কুপুরি বিদআতের রাজনীতি শুরু করেছে।একাত্তরে যেমনি হত্যা ধর্ষন লুটপাট অগ্নি সংযোগ করেছে। ঠিক একি কায়দায় স্বাধীনতার পরেও স্বাধীন দেশে অরাজকতা চালিয়ে যাচ্ছে।রগকাটা মানুষ পুড়িয়ে মারা,সংখালগুদের উপর জুলুম নিপিড়ন হত্যা ধর্ষন আজো তাদের অব্যাহত আছে।
  বাম ঘরানার সোসালিষ্ট দল গুলি ঘোড়া মাছের মত।এটা এখন দেখার বিষয়। ঘোড়া মাছ পুরুষরা গর্ভবতি হয়,কিন্তু লেঁজটা কুকুরের মত বাঁকা করে রাখে।কেন গবেষনা করছি। বিস্তারিত বলবো পরে। 

No comments:

Post a Comment

অজ্ঞসব জনপ্রতিনীধি,

সত্যই শক্তি, সত্যই সুন্দর,