মঙ্গলবার, ৯ মার্চ, ২০২১

রাজনৈতিক দুনিয়ায় হত দরিদ্র কয়জন ভিখারী,


বাংলাদেশে রাজনৈতিক ইতিহাসে বেশ কয়জন হত দরিদ্র ভিখারী।যারা বর্তমানে বাজারে জেলের ঢালার টেংরা মাছের মত একুল ওকুল হারিয়ে শুধু কেঁতুর কুঁতুর করছে।


অবশ্য জামাতি বামাতি অনেক নেতা দল বদল করে বিএনপিতে যোগ দিয়ে ভীষন লাভবান হয়েছে।বার বার এমপি নির্বাচিত হয়ে কেউ কেউ মন্ত্রি মিনিষ্টার ও হয়েছেন।গাড়ি বাড়ি কাড়ি কাড়ি টাকার মালিকও হয়েছেন।
হত দরিদ্র ভিখারী হয়েছেন, যারা আঃলীগ ছেড়ে অন্য দলে গেছেন।রাজনীতির আবর্জনার স্তুপে গান্ধা নর্দমার পাশে তাদের বসবাস।তবু তারা এখনও টকশোতে বসি দুর্গন্ধ চড়াচ্ছে।তাদের তালিকা খুবি দীর্ঘ।ডাকসুর ডাক সাইটে নেতা মাহমুদুর রহমান মান্না, সুলতান মনসুর, হাবিবুর রহমান হাবিব, আ.স.ম রব, সংবিধান প্রনেতা ডঃ কামাল হোসেন, ডঃ আবু সায়িদ, টাইগার কাদের ছিদ্দিকী, মহসিন মন্টু, আয় হায় রে কত বড় মাপের মানুষ আজ বুঝি বাজারের গোল আলুর মত পঁচে গেল।

এক কুস্তিগীরকে প্রতিপক্ষ মাটিতে চিৎ করে পালায়ে  দশবার বুকের উপর উঠে বসলো, পরাজিত কুস্তিগীর দশবারই টাং উঁচু করে বললো আমার ঠাং উপরে আছে, সুতরাং আমি হারিনী। সেই রকম অবস্হা আর কি।

এই সব ভিখারীদের দল নেতা হলেন, জনাব ডঃ কামাল হোসেন।সন্মানী ব্যক্তি, বিশষ্ট আইনজ্ঞ ব্যক্তিও।আবার বিতর্কিতও কম নন।তিনি কয়দিন একেবারে চুপ থাকেন, আবার হঠাৎ করে একটা মণ্হব্য করে আলোচিত সমালো্চিত হন। তিনি জবাব টেবাব দেন না।








কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

alles gute

গীত লতা Lyricism. : কবিতা

গীত লতা Lyricism. : কবিতা :                                                                                               ...