সোমবার, ২৭ জুন, ২০২২

জিজ্ঞাসা???


(১) জিজ্ঞাসাঃ- এই সুন্দর পৃথিবী, চাঁদ সুরুজ আশমান জমিন পাহাড় পর্বত নদ নদী পশু পক্ষী গাছপালা জ্বীন ইনসান ফেরেশতা ভূতপ্রেত সবি তো একজন মহান সৃষ্টিকর্তা সৃষ্টি করেছেন, তাহলে সবকিছু আজ মানুষের হাতে নিদন বা ধংশ হচ্ছে কেন?

(২)জিজ্ঞাসাঃ- যদি আঠারো হাজার মাকলুকাতের মধ্যে মানুষ সৃষ্টির সেরা হয়ে থাকে তাহলে নিঃকৃষ্ট প্রাণী শুকুর আর কুকুর রা যে কাজ ভুলেও কোনদিন করে না, সৃষ্টির সেরা জীব হয়ে মানুষ কেন সেই নিঃকৃষ্ট কাজটি বেশি করে? পুরুষ কেন পুরুষের সাথে নারী কেন নারীর সাথে যেনা করে?

(৩)জিজ্ঞাসাঃ- পরিবার পৃথিবীর একটি আদি সংস্হা, মা-বাবা ভাই-বোন দাদা-দাদিকে নিয়ে এক সময় মানব জাতির মধ্যে গড়ে উঠেছিল একান্নবর্তি  পরিবার, আমরা যাকে বলে বেড়াতাম সোনার সংসার! সেই সংসারে আজ পৃথিবীর সবচেয়ে বেশি অমান্তি কেন?


জিজ্ঞাসাঃ-

শনিবার, ২৫ জুন, ২০২২

স্বপ্নের পদ্মা সেতুকে নিয়ে গান..







(এক) দেখতে দেখতে হয়ে গেল স্বপ্নের পদ্মা সেতু/
বিশ্বাবাসী দেখলো আজ আমাদের উন্নতির ধুমকেতু//
জয়তু শেখ হাসিনা, জয় তু....

আজ আর কোন স্বপ্ন দেখা নয়, আজ হলো বাস্তবতা/
স্বাধীনতার পরে এ যেন আরেক অর্জিত স্বাধীনতা//
যৌগ্য পিতার যৌগ্য কন্যা, বঙ্গ মাতার বঙ্গ কন্যা,
শেখ হাসিনা শেখ হাসিনা- জয়তু শেখ হাসিনা জয়তু.....

হে নেত্রি তোমার অদম্য শাহস আর মনোবলে-
রাজনৈতিক প্রজ্ঞা আর কলা কৌশলে-
সর্বগ্রাসী পদ্মার সংজ্ঞা দিলে,
লক্ষকোটি মানুষের ভাগ্য বদলে -- 
অনন্যা তুমি অনন্যা, জয় তু শেখ হাসিনা, জয়তু.....




(দুই) মন জুড়ায়ে যায় রে আমার, প্রাণ জুড়ায়ে যায়/
সর্বনাশা কির্তীনাশী নদীর উপর আজ স্বপ্নের পদ্মা সোভা পায়//
ও রে ও নীচে করছে নীল জলে থৈ থৈ/
আমি উপরে বসে মুগ্ধ হয়ে রই//
বলাকারা মেলছে ডানা আকাশে/
শান্তির পায়রা পত পত উড়ছে বাতাসে//
চারিদিকে মানুষ আজ ভাসছে খুশির বণ্যায়....

কি সুন্দর অপূর্ব পানোরমা মনোরম পরিবেশ/
এ যেন বাংলার ভিতরে জন্ম নিল আরেকটি বাংলাদেশ//
প্রসাড়িত গর্ব আজ পোঁছেছে সুমহান উচ্চতায়/
মর্যাদার মুকুট আজ সোভা পায় বাঙ্গালীর মাথায় মাথায়...

ভিন্ন মতালম্বিকে হত্যা করা কি ইসলামে জায়েজ আছে?

গত কয় বছর ধরে বাংলাদেশে বেশ কয় জন মুক্তমনা তরুন  ব্লগার কবি সাহিত্যিক সাংবাদিক এমন কি ভিন্ন মতালম্বি ধর্মিয় কয়জন নেতাকে চাপাতির কোপে আর খঞ...