শুক্রবার, ২৪ মে, ২০১৩

কোন সংলাপ নয়, চাই রাজনিতির স্হায়ি সমাধান।

কিসের সংলাপ, কার সাথে সংলাপ, যারা পনরই আগস্টের পর অবৈধভাবে ক্ষমতা দখল করে  বন্দুকের নল আর রাজ কোষের কুঠি কুঠি টাকা আর জনগনের পিৎতরা জাকাত  রিলিপের টাকা খরচ করে রাজরৈতিক দল গঠন করেছে।যারা লক্ষ লক্ষ জাল ভোটার বানিয়ে  কৌশল করে প্রশাসনে রদবদল করে কালো টাকার মাধ্যমে বার বার ক্ষমতায় আরোহন করেছে। যারা পরাজিত শক্তির সাথে জোট গঠন করে নব্য রাজাকার হিসেবে আবির্ভূত হয়েছে।যারা রাজ নিতির নামে বারে বারে হরতাল ধর্মগঠ দিয়ে দেশে নৈরাজ্য সৃস্টি করে  জনজীবন অতিস্ট করে তুলেছে।যারা দেশের সম্পদ জ্বালিয়ে পুড়িয়ে সারা দেশে অরাজকতা সৃস্টি করেছে। যারা মানুষকে নির্মম ভাবে পুড়িয়ে মারছে। যারা সংখ্যালগুদের বাড়ি ঘর জ্বালিয়ে দিয়ে মানুষ হত্যা করছে, তাদের সাথে কিসের সংলাপ।----অসমাপ্ত

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

alles gute

গীত লতা Lyricism. : কবিতা

গীত লতা Lyricism. : কবিতা :                                                                                               ...