শুক্রবার, ২৪ মে, ২০১৩

আমি ছাগলের তিন নম্বর বাচ্ছা।

আমার মা এর দু-দুধের বোঁটা চুষে চুষে মায়ের  বুকের সুসাধু পুস্টিকর  দুধ খেয়ে মাথায় মগজে কদে কন্দে মোটা তাজা হয়েছে আমার ভাইয়েরা।বোনেরা তো সোনার সামচ মুখে নিয়ে জন্মানো সব জল পরি, ফুল পরি।কতো হরিন হরিনী, ময়ূর ময়ূরী প্রসব করে আজ তারা বেহেশতি বাগানে  সুখে শান্তিতে ডুবে আছে।এ আমি ছাগলের তিন নাম্বার বাচ্ছাটা জংগলী শিয়াল কুকুর নেকড়ের ভয়ে অবেলায় মাঠে ময়দানে পড়ে অনাহুত চিল্লাই ম্যা ম্যা ম্যা করে, শুধু ম্যা ম্যা করে।বাপের লগে তো দেখা নেই, হালার মা-টা ও আমাকে লাথি দিয়ে পালায়ে ভাগলো।----- অসমাপ্ত

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

alles gute

গীত লতা Lyricism. : কবিতা

গীত লতা Lyricism. : কবিতা :                                                                                               ...