Monday, January 1, 2018

কেমন কাটল ২০১৭ সাল?



কেমন কাটল ২০১৭ সাল--?

আমার ব্যক্তিগত ব্যপারে যদি বলি ২০১৭ সালটা শারিরিক ভাবে  মোটামুটি ভালই কেটেছিল।রীতিমত ডাক্তারের প্রেসক্রাইব নিয়েছি। একবার শুধু কিছুদিন চোখে ভাইরাসে আক্রান্ত হয়েছিলাম, দুসপ্তাহের মধ্যে সেরে গেল, তেমন একটা অসুবিধা হয়নি।


আর যদি আন্তর্জাতিক ব্যপারে বলি,তাহলে বলতে হয়,২০১৭ সালটা মোটেই সুভকর ছিল না।দেশে দেশে মানবধিকার লঙ্গিত হয়েছে দেদারছে।জাতিগত সংঘাতে ধর্মের অজুহাতে বর্ণবাদে সন্ত্রাসি হামলায় নির্মম ভাবে হত্যা হয়েছে হাজার হাজার মানুষ। সিরিয়া ইয়েমেন,ইরাক সুমালিয়ানাইজেরিয়া আলজেরিয়া আফগানিস্তান পাকিস্তান, মায়ানমার আমেরিকা ও ইউরোপে প্রাণ গেল অসংখ্য নিরীহ মানুষের। একদিনে মিশরে জুম্মার জামাতে জঙ্গিরা ২৬৫ লোককে হত্যা করলো।কি জগন্য ব্যপার! এটা শুধু পরিতাপের বিষয় নয়, মানব সভ্যতার প্রতিও হুমকি সরুপ।


আর আমার প্রিয় বাংলাদেশের কথা যদি বলি, তা হলে ও আমাকে বলতে হচ্ছে বাংলাদেশে এখনো অস্হির অস্তিতি অবস্হার মধ্যে পরিস্হিতি বিরাজমান।মুলত স্বাধিনতার পর থেকেই এই অবস্হা শুরু হয়েছিল। মুক্তি যুদ্ধের মুল চেতনা সাম্য সমতা সুশাসন দুর্নীতিমুক্ত গনতান্ত্রিক বাংলাদেশ গড়ার অভিষ্ট লক্ষে আমরা এখনো পোঁছতে পারছিনা।প্রতিনিয়ত এখানে গুম খুন অপহরন ধর্ষন হচ্ছে।অহরহ এখানে মানবতা লঙ্গিত হচ্ছে।আমি অবাক নির্বাক হয়ে যাই যখন শুনি পুলিশ কাস্ট্ররিতে নিপিড়নে কাউকে হত্যা করা হয় কিংবা চোখ উপরে ফেলা হয়। ক্রসফায়ারে বা এনকাউন্টারে অনেক সময় দেখা যায় নিরীহকেও  দুদর্ষ সন্ত্রাসী বানিয়ে গুলি করে হত্যা  করে ফেলা হয়। স্বাধিন দেশের নাগরিক হয়ে এটা কোনমতেই মেনে নেওয়া যায় না।

প্রাকৃতিক দুর্যোগ তো বাংলাদেশের স্হায়ি একটা গৃহ সত্রু। তার সাথে সংযুক্ত হয়েছে নব্য নব্য দুর্নীতিবাজ ঘুষখোর অপশক্তি জঙ্গিবাজ মৌলবাদীরা।তার উপর আবার রোহিঙা উদ্ভাস্তুরা।ব্যংক লুঠ, হাজার হাজার কুঠি টাকা খেলাফি ঋন এবং বিদেশে পাচার হয়ে যাচ্ছে,রাজনীতির দুবৃত্যায়ন তো লেগেই আছে। দ্রব্যমুল্যের উর্ধগতি এসব বিষয়ে আমাকে বিষ্মিত করে তুলেছে।

No comments:

Post a Comment

অজ্ঞসব জনপ্রতিনীধি,

সত্যই শক্তি, সত্যই সুন্দর,