রবিবার, ১৮ এপ্রিল, ২০২১

সব কিছু লিখে রাখছি ...



সব কিছু লিখে রাখছি নিপুন হাতে,  

আমার  এই ডায়েরিতে,
  আমার এই নষ্ট কলমে।
তোমাদের সকল জুলম অত্যাচার অবিচার,
কথা লিবো,অন্যায় অরিয়মের কথা  লিখছি,
তোমাদের নির্যাতন নিপিড়নের কথা লিখছি,
ভূক্তভোগি জাতিকে উসকে দিতে  লিখছি,
আগামি প্রজন্মকে সব জানিয়ে দিতে আমি লিখছি,
নিপুন হাতে, আমার ডায়েরিতে, আমার এই নষ্ট কলমে।

তোমাদের উশৃঙ্খল উন্মাদনার কথা আমি লিখছি।
হরতাল অবরোধ, মিছিল মিটিং জ্বালাও পোড়াও,
নিরীহ মানুষ হত্যা, সাম্প্রদায়িক দাঙ্গার কথা আমি লিখছি।
রাষ্ট্রিয় সম্পদের ধবংশ লীলার কথা আমি লিখছি।
রাজকোষের কোটি কোটি টাকা বিদেশে পাচার,
ব্যাংক  লুট হরি লুট ঘুষ দুর্নীতি ভুমি দস্যুদের বিরুদ্ধে আমি লিখছি।
তোমাদের  অশুভ-আর অপশক্তির বিরুদ্ধে এটাই আমার মোক্ষম অস্ত্র।
তোমাদের রাক্ষস খোক্কোস দজ্জালের বংশকে ধংশ করেতেই আমি লিখছি।
তোমাদের ভাঁড়াটিয়া লাখো শ্রমিকের মিছিলের সামনে দাঁড়িয়ে 
প্রতিরোধ প্রতিহত করা আমার একার পক্ষে সম্ভব নয়।
তাই বিস্তারিত লিখে রাখছি।
আমি ঘোট ঘোট অক্ষরে লিখে রাখছি,
তোমাদের সকল অপকর্মের কথা।
আমি লিখে রাখছি  ভন্ড লুইচ্ছা লাফাঙ্কা ধর্মব্যপারি মামুনুলের 
রিসোর্ট কান্ডের কথা।আমি লিখছি ধর্মের অপব্যখ্যা অপব্যবহারকারী 
ফতুয়া বাজদের কথা।আমি লিখে রাখছি, বোরকায় আবৃত নারীর 
অপমানের কথা। আমি লিখছি পায়জামা পাঞ্জাবি দাঁড়ি টুপির অপমানের কথা।
আশি লিখে রাখছি ইসলাম ও মুসলমানের অপমানের কথা।
আমি লিখে রাখছি তোমাদের সকল কৃতকর্ম গুলি।
এগুলি লিখে রাখা দরকার বলেই লিখছি।
কারণ আমি জানি তোমাদের সকল অপকর্ম নিয়ে একদিন সিরিয়াল নাটক
সিনেমা হবে।গল্প হবে, গান হবে, কত কবিতা আ-কবিতা রচিত হবে।
আমি জানি তোমাদের কাপুরষতা নিয়ে,
সারকেসের ক্লাউন বানর হনুমানের মত তোমাদের দাঁড়ি ধরে টানবে,
টুপি খুলবে, সেরোয়ানি চিঁড়ে তামাসা করবে।
আমি েলিখে রাখছি গাদ্দার রাজাকার আলবদর আলসামছের  ধংশলীলার কথা।
রগকাটা গলাকাটা রক্তাক্ত ধর্মের জল্লাদ বাহিনীর কথা।
 আমি লিখছি হেফাজতি হিজরাদের রাসলীলার কথা।
আমি লিখছি ওয়াজিদের যতসব আকথা কুকথা ভাওতার কথা।
এগুলি সব লিখে রাখা দরকার বলেই আমি লিখছি।
কমরে দুধার খঞ্জর,হাতে উঁচু করে তলোয়ার 
ঘোঁড়ির পিঠে চড়ে ওরা রণহুঙ্কার দিয়ে ঘোষনা করছে মানুষ জবাইয়ের।
মাদ্রাসা মক্তব গুলিকে ওরা বানিয়েছে গ্যারিশন, অস্ত্রের গুদাম।
প্রবিত্র পোষাক পড়ে ওরা করছে শিশু বলাৎকার।নারী শিশু নির্যাতন নিপিড়ন।
বলাৎকারী বাবাদের মুখোশ উন্মেচন করেতেই আমি লিখছি।
আমি লিখছি সমৃদ্ধির  শান্তিময় সমধিকার সমবন্টনের একটি বাংলাদেশের জন্যে।
আমি লিখছি সম্ভাবনাময় অনিয়ন্ত্রিত একটি স্বপ্নের বাংলাদেশের।
রক্তে দিয়ে নয় আমার এই নষ্ট কলমের কালি দিয়েই আমি লিখছি
বিপ্লবের নতুন ইতিহাস।
আমি লিখছি পরম শ্রদ্ধায় মাথা নত করে মমতাময়ি মহিষী 
নারীকে ভালোবেসে। 
                              ১৮,০৪,২১, জার্মানী,



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

alles gute

গীত লতা Lyricism. : কবিতা

গীত লতা Lyricism. : কবিতা :                                                                                               ...