আমরা সব কিছু দেখছি এবং শুনছি।
হ্যেই স্বদেশের যতসব কুলাঙ্গার গভেটের দল,
হ্যাঁ তোদেরকেই বলছি।শোন মিরজাফরের বংশধর,
গাদ্দার রাজাকারের আন্ডা বাচ্চারা শুন তোদেরকে বলছি।
শহীদের রক্তে ভেজা স্বদেশের প্রবিত্র মাটি নিয়ে তোরা যারা ষড়যন্ত্র
করছিস, তোদের একটিকেও আমরা ছাড়বোনা।
আমরা জানি এবং বুঝি স্যোসাল মিডিয়ায় দেখছি-
তোরা বৃটেনে বসে স্বদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছিস
একদল বিলাতি খানকির পোলারা।
আমেরিকায় বসে গাদ্দারী করছিস একদল মার্কিনী মাদার চোদে রা।
কানাডায় বসে নিমকহারামি করছিস একদল ভিকিংগাদের
জারত সন্তান। অষ্ট্রেলিয়ায় নিউজিল্যান্ড জাপান কোরিয়া
দেশে বিদেশে রক্ত সঙ্কর বর্ণ সঙ্কর আর্যমার্য পাকি রাজাকার
যে রক্তই তোদের রক্তের সাথে মিশে থাকুক না,
আমাদের রক্ত মাথায় উঠলে, খোদার কছম, তোদের একটাকেও ছাড়বো না।
তোরা সব শুনে রাখ জেনে রাখ!
পাকিস্তানি হায়েনা কে আমরা ছাড়িনী,
রাজাকার আলবদর কে ছাড়িনী,
তোদেরকেও ছাড়ার প্রশ্নই উঠেনা।
সবাধান! হুষিয়ার! এখনও ধর্য্য ধেরেই আছি।
ধর্য্যচ্যুতি হলে একটিরও রক্ষা নাই।
শুন ধর্মের জল্লাদ বাহিনীরা শুন!
যে ধর্মে উগ্রবাদীতা হিংসা বিদ্বেশ শেখায়,
সেই ধর্মকে আমরা ঘৃনা করি।
যে ধর্মে শেখায়না, সহিষ্ণুতা বিনয় নম্রতা ভদ্রতা
সে ধর্মকে আমরা প্রত্যাখ্যান করি।
যে ধর্ম বিধানে লেখা নেই সাম্য মৈত্রি, প্রেম ভালোবাসা,
সে বিধানকে আমরা চিড়ে ফেলবো।
বোকা আর বিবেকহীন মানবতহীন মানুষেরা কোনদিন
ঈশ্বর প্রেমিক হতে পারেনা।
নির্মোহ সত্য আমরা জাতিকে জানিয়ে দেবো।
তোমাদোর মুখোশ উন্মেচন করে দেবা।
ফাঁসি কিংবা এনকাউন্টারে তোমাদের মৃর্ত্যু আমরা
নিশ্চিত করবোই করবো।
১৮,০৪,২১, জার্মানী,
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
alles gute