বৃহস্পতিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৩

সভ্যতার ব্যঙ্গহাসিতে মাইজদীর উকিল পাড়া...

                                                                         













 জানিনা এই লেখার কারণে ৫৪ ধারায় আমার নামে মামলা
 হয় কিনা?মামলা হউক আর না হউক আমি মাইজদীর সন্তান, আমি লিখে যাব অনিয়মের কথা!



আমাকে জন্ম দিয়েছে এই রুপসি গাঁ মাইজদী।মাইজদীর মান মর্যাদা রক্ষা করতে অন্যায় অনিয়মের বিরুদ্ধে কথা বলতে আমি দৃঢ় প্রতিজ্ঞা বদ্ধ।এবার  চাই আমার হউক ফাঁসি কিংবা মৃর্ত্যুদন্ড।
কোথায় থেকে শুরু করবো প্রিয় মাইজদী বাসী, আর কোথায় শেষ করবো, আমি খৈ হারিয়ে ফেলেছি আজ। তিনমাস দেশে অবস্হান করেছি, বেশ কয়বার আমাকে মাইজদীর কোর্ট কাছারিতে যেতে হয়েছে।
বাহ! কি অনিন্দ সুন্দর মাইজদীর বিখ্যাত বড় দিঘীকে গিরে হারিয়ে যাওয়া পম্পে নগরের আদলে গড়ে উঠা দালান কোঠা তথা বড় মসজিদ, মুনসেপ কোর্ট, জজকোর্ট এবং জুডিসিয়াল  ম্যাজিস্ট্রেট কোর্ট এর নির্মান শৈলি দেখলে যে কারো্রই মনে হবে এটা রন্ডন ফ্যারিস, কিংবা ভেনিসের কোন প্রসাদ।রোমিও জুলিয়েটরা নিশ্চয় এখানেই বসত করে।

না আপনি ভূল ভাবছেন। এটা হলো মাইজদীর উকিল পাড়া। এই কোর্ট কাছারিকে ঘিরে পাঁচ শতাধিক উকিল বারিষ্টার ছাড়াও এখানে অবস্হান করেন, শতে শতে জর্জ ম্যাজিস্ট্রেট, নাজির সেরস্তা্ টাইপ রাইটার হিসেব রক্ষক, বেঞ্চ সহকারি টেবিল সহকারি, চৌকিদার দারোয়ান মুহুরী ফেসকার ড্রাইবার হেলাপার,ইলেক্ট্রিকার মেকানিকার আরও কত কি কি।
দিঘীর দক্ষিন পাড়ে জজ কোর্ট এর পুর্বে মসজিদের সামনে গিয়ে মিসুক নামের আমার রিকসা থামতেই ফাইল হাতে নেমে রিকসাওলাকে ভাড়া দিয়ে দাঁড়ালাম। রঙবেরঙের  বেশ কয়টি মঠর সাইকেল দাঁড়িয়ে আছে উন্মমুক্ত পার্কে। উপরে ছাল আছে বেড়া নাই।রঙবেরঙের বাইক সবগুলিই ব্র্যান্ডেড।
একজন তরুন একটি মঠর সাইকেল বাহির করে পাঁ দিয়ে দুতিন বার লাথি মেরে স্টাট দিল। বাইকের সামনে এ্কটি সাইনবোর্ডে লিখা এডভোকেট।পিছনে আরেক তরুন এসে বললো, কিরে স্বশুরের দেওয়া বাইক স্টাট লয় না বুঝি।
আমি চেয়ে রলাম আনাড়ির মত তরুন ল-ইয়ার আমার সামনে দিয়ে বাইক চালায়ে চলে গেলেন।
ফাইল হাতে ভিতরে গেলাম, ভিতের একটা স্পেসে বসে মধ্য বয়সি এক লোক বই বিক্রি করছে। ভাবলাম ঘরে বুক সেল্পে রাখার জন্য কয়টা বই কিনবো।যদিও বই গুলি আমার ই রিডারে আছে।সব গুলিই আইনের বই। তিনটা বই ঠিক করে আলাদা করলাম কিনবো বলে। একজন পরিচিত উকিল এসে বললেন আরে এগুলো চটি বই কি কিনছেন? আপনাকে আইনের বই আমি কিনে দিব।
বই আর কেনা হলো না, হঠাৎ করে এম্বুলেন্সের শব্দ শুনে চমকে উঠলাম।দেখি দুজন লোক ধরে এম্বুলেন্সে বসাচ্ছে একজন হার্ট ফেল করা মুমুর্ষ েলোককে। কালো কসটিউম গায়ে লোকটির ধরে নিলাম সেও উকিল।
 তারপর জিজ্ঞাসিবার পালা, আমি যে উকিলের কাছে এসেছি তার  চ্যাম্পার কোথায়?একজন দেখায় এদিকে আরেক জন দেখায় ওদিকে। কমেডিয়ান বানুর অবস্হা হলো আমার। আধা ঘন্টা খোঁজার পর আমার সেই হবু উকিলের চ্যাম্পারের নাম্বারটা পেলাম। ৬- ৮ স্কোয়ার পিটের একটি রুম।বেশ কয়জন মক্কেল বসে দাঁড়িয়ে আছে।আমি অবাক হলাম কবুতরের খুপড়ির মত মাইজদীর বিখ্যাত বিখ্যাত উকিলদের চ্যাম্পার।
তাঁহারা সবাই সুশিক্ষিত আইনের রক্ষক এবং ভক্ষক।অযতনে পড়ে আছে ভুক্তভোগি মানুষের কোটি কোটি টাকার ফাইল দলিল পত্র। ফাইলের উপর ফাইল, পাঁচ সাত টাকার ফাইল সব এলোমেলো একটু সাজানো গোছানো নেই।
দেওয়ানি ফোজদারি, কত রকেমের আইনজ্ঞ তাঁহারা। প্রতিদিন আইনের সেবা নিতে আসেন চোর ডাকাত সন্ত্রাসী চাঁদাবাজ, ব্যবসায়ি সওদাগর পকেট মার ধর্ষিতা নারী ভুমিগ্রাসি কত রকমের ভূক্তভোগি।
আইনের সেবা দান কারিরা হাতের ইশারায় শুধু বলেন মাল দেন খাড়ু পড়ায়ে দিমু, খাড়ু খুলে দিমু এটা কিছু পগতিশীল উকিলের সাংকেতিক ভাষা।
লাল চা হলো মাইজদী উকিল পাড়ার প্রধান পানিয় বস্তু।তাও আদা কাপ। একদিন এক মেসিয়ারকে জিজ্ঞেস করলাম কিরে এত কম চা দেস কারে? ছেলেটি ঝটাপট উত্তর দিলেন স্রারেরা কিছুক্ষন পর পর শুধু চা ই তো খান। আমার প্রশ্ন আর কিছু কান না? ছেলেটি বললো ইনকাম অনুযায়ি, বিস্কিট সিংগড়া চমুছাও খান।
যাঁহাদের ৬-৭ স্কোয়ার পিটের চ্যাম্পার আছে তাঁহারা মোটামুটি ধনি।আর যাঁহারা গাদাগাদি করে দশ বিশ জন এক সাথে বসেন তারা দরিদ্র প্রকৃতির।ষাট বছর দরে ওকালতি করেন এমন লোককেও আমি দেখেছি।যে রুমে বসেন তাঁহারা সেই রুমের টেবিলে সফেত যেই টেট্রন কাপড়ের চাদর বিছানো হয়েছে, তা কোন বেওয়ারিশ রাশের গায়েও দেওয়া হয় না। হত দরিদ্র উকিল দের গায়ে কালো কালো কসট্রিউম বা কোট প্যান্ট দেখলে গা ঘিন ঘিন করে। আ হারে মাইজদীর উকিল  শ্দেরদ্রদার কসটিউম।ডাম্পের মানে কয়লার ইস্তারি করতে করতে কসটিউম স্টিলের পাতের মত ঝক মক করছে।সিগেরেট ফুঁকতে ফুঁকতে তাদের দু হাতের আঙ্গুল নামাযি কোন মুমিনের কপোলের কালো ম্যাজের মত হয়ে গেছে।
অস্ট্রেলিয়ান কোটি কোটি টাকায় নির্মিত হয়েছে জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কোর্ট।দেখতে দৃষ্টি নন্দন স্হাপত্য হলেও  ভিতরে বাহিরে সামনে পিছনে ময়লার বাগাড়।যেখানে সেখানে ময়লা থুথু পানের পিছকি সিগারেটের পোঁধ পড়ে আছে।বালির দখল তো বহুদিনের।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

alles gute

গীত লতা Lyricism. : কবিতা

গীত লতা Lyricism. : কবিতা :                                                                                               ...