মঙ্গলবার, ২৮ মে, ২০১৩

আমার দুঃখবোধ ও প্রত্যাশা,

   

 

                                                                                                                                                                        ১,--এ নববর্ষে আমার প্রত্যাশা আমাদের প্রিয় সোনার বাংলাদেশটি পরম বাংলাদেশে পরিণত হয়ে সমগ্র বিশ্বের মাঝে একটি আদর্শবান রাষ্ট্র হিসেবে প্রতিষ্টা পেয়ে এক অভিনব দুষ্টান্ত স্হাপন করুক।

আমার প্রত্যাশা মুক্তিযুদ্ধের মুল চেতনা বাস্তবায়িত হয়ে মুক্তি যুদ্ধের চেতনায় ভর করে বাংলাদেশ তর্ তর্ করে শান্তির সোফানে  বেয়ে উন্নতির চরম শিকড়ে পুঁছে যাক। আমার প্রিয়  এদেশে সৌম্য সাম্য সমতা ন্যয়বিচার প্রতিষ্টিত হউক।উন্নত সমাজ ব্যবস্হা কায়েম হউক।

যাদেরকে বঙ্গ বন্ধুর পরবর্তি নেতা  ভাবতাম, যাদেরকে আমি আদর্শ মনে করতাম, যাদেরকে আমাদের পরবর্তি প্রজন্ম আদর্শ মনে করার কথা ছিল, তাদেরকে এখন আর আমি আদর্শ মনে করিনা। আর আগামি প্রজন্ম ও যে আদর্শ মনে করবে, সে কথাও বিশ্বাস করিনা।

এক সময় সিরাজুল আলম খান, আ,স,ম, আবদুর রব, তোপায়েল আহম্মেদ, নুরে আলম, কাদের ছিদ্দিকী,সবাইকে আমি আমিার আদর্শ মনে করতাম,এবং আদর্শবাদি দেশ প্রেমিক নেতা ও মনে করতাম।যাদের কথা শুনলে গায়ের পশম খাড়ায়ে যেত।কোনদিন স্বচোক্ষে দেখিনি, তবু হাতের মুস্টি কষে মনে মনে বলতাম আমি উনার  মত ভাগা বাঙ্গালি হবো।সে বাঘকে এখন আর শেয়াল ও মনে হয়না।জানিনা এখন কেন যেন মনে হয় ওনা রাই আমাদের গৃহ সত্রু।ওনারাই দেশের দুষমন।

 

 

----অসমাপ্ত

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

alles gute

গীত লতা Lyricism. : কবিতা

গীত লতা Lyricism. : কবিতা :                                                                                               ...