মঙ্গলবার, ২৮ মে, ২০১৩

দু নয়ন ভরে আমরা দেখেছি

দু নয়ন ভরে আমরা দেখেছি মহান স্বাধিনতার মুখ।
তাই তো আমাদের ঘরে ধরা দিয়েছে, পৃথিবীর যত
ছিল সুখ । স্বাধিনতা স্বাধিনতা তুমি গুছায়ে দিয়েছ
আমাদের যত ছিল দুঃখ।


স্বাধিনতা তোমার জন্যে আমরা দিয়েছি এক সাগর রক্ত।
স্বশস্র যুদ্ধ করে পরাধিনের শৃঙ্খল ভেঙে হয়েছি মুক্ত।
বাংলার মাটি থেকে তাড়িয়ে দিলাম হায়েনা শকুন।
বাংলার মুক্ত আকাশে উড়িয়ে দিলাম বিজয় কেতুন।
রক্তিম সূর্যটা আমাদেরকে দেখায়েছে আলোর মুখ।


স্বধিনতা ঔ আমার স্বাধিনতা, তুমি সুখ তুমি শান্তি।
আমাদের জীবনে নেই আর কোন ক্লান্তি।
ভ্রান্তির ভেড়াজাল আমরা ভেঙে দিয়েছি।
মুক্ত আকাশে শান্তির পায়রা আমরা উড়িয়েছি।
স্বাধিনতা, তুমি আনন্দ,তুমি ব্যদনা, তুমি সর্ঘ সূখ।


বিঃদ্রঃ- আগের লেখা আমার এ গানটা এখন কি মিথ্যে প্রমান হলো?

 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

alles gute

গীত লতা Lyricism. : কবিতা

গীত লতা Lyricism. : কবিতা :                                                                                               ...