মঙ্গলবার, ২৮ মে, ২০১৩

প্রবাস আমায় যা দিয়েছে।

প্রবাস আমায় যা দিয়েছে তার চেয়ে বেশি খয়ে নিয়েছে।
দুঃসহ যন্ত্রনায় আমার জীবন বন্দি হয়ে আছে।

নির্মম এ প্রবাসের অলিতে গলিতে, কেটে গেল আমার
একটি জীবন।তারি মাঝে হারালাম মাতা পিতা
কতো স্বজন পরিজন।

কোথায় যেন হারিয়ে গেল আমার সকল বন্ধু বান্দব।
ভালবাসার ব্যথা এত ভয়ানক কি করে সম্ভব।

কোথায় যেন হারিয়ে গেল শৈশবের অতসি দিনগুলি।

প্রতিদিন প্রতিক্ষন, বুকের ভিতর হয় ব্যথার ক্ষরন।
মনে হয় যখন তখন, হয়ে যাবে আমার মরন।

হৃদয় মাঝে উতলি উঠে হাজারো সৃতি।
দুনয়নের মোটা মোটা জলে বাঁধি করুন গিতী।
 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

alles gute

গীত লতা Lyricism. : কবিতা

গীত লতা Lyricism. : কবিতা :                                                                                               ...