মঙ্গলবার, ২৫ জুন, ২০১৩

ভালবাসা একটি মিথ্যা শব্দ,

ভালবাসা যে একটি মিথ্যে শব্দ,
বুঝেছি  তা আমি অনেক দিন
পরে এসে।তোমাকে আমি ভালবাসি
এই মিথ্যে ভুলি তুমি বহুবার আওড়ায়েছ,
তোমার চামড়ার মুখে হেসে হেসে।

ভালবাসার নামে তুমি আমাকে দেখায়েছ,
একটি বিশাল রঙিন আকাশ।কতো জোসনা
ভরা রাতে,  হাত রেখে হাতে, ভালবাসার কতো
মহাকাব্য করেছ প্রকাশ।

ভালবেসে মোহময়ি বেশে বদলে দিয়েছ মোরে।
মুক্তপথে চলতে দাওনি আমাকে আমার মত করে।
দুযুগ পরে এসে বদলে গেছ তুমি, কি অভিনবরুপে
অভিনয় করে।

বুঝিনি তোমাকে, বুঝেছি তোমার ভালবাসা।
তোমার ভালবাসার নামে, কুড়ায়েছি দুনিয়ার
যত হতাশা।খুজোনি আমাকে, খুজেছ আমার
শরির,ছুঁতে পারনি হৃদয়,বর্বরের মত করেছ
মেলামেশা।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

alles gute

গীত লতা Lyricism. : কবিতা

গীত লতা Lyricism. : কবিতা :                                                                                               ...