আজ দেশে দেশে মুসলমানদের এমন দুরবস্হা কেন?কেন এমন অধপতন?আজ পৃথিবীর কোথাও মুসলমানরা শান্তিতে নেই।সিরিয়া ,লেভানন, ইরান, ইরাক, পাকিস্তান, কাশ্মির, বার্মা, ফিলিপাইন, ইয়েমেন,সুমালিয়া নাইজেরিয়া, আলজেরিয়া, তুনিসিয়া,তুর্কি মিডেলিস্ট, ইউরোপ, আমেরিকা,ভারত, বাংলাদেশ, এশিয়া কন্টিনেন্টের কোথাও মুসলমানরা একটু ও শান্তিতে নাই।আজ বিশ্ব বাসি মুসলমান নাম শুনলেই আঁতকে উঠে।মুসলমান দেখলেই তারা জঙ্গি সন্ত্রাসি মনে করে।দেখে ঘৃনার চোখে। কিন্তু কেন?
এই কথাই বার বার মাথায় গুরপাক খাচ্ছে। প্রবাসে আসার পরে প্রথম প্রথম একটা অপরাধ বোধ মাথায় ভোজা হয়ে চেপে বসেছিল, সাউত এশিয়ার বাংলাদেশের মত একটা গরিব দেশে জন্মেছি বলে।আর আজ আরেকটা অপরাধ বোধ মাথায় চেপে বসেছে, আমি মুসলমান কোন দেশে জন্মেছি বলে।আমি বাঙ্গালী ছোট কদের মুসলমান হয়েছি বলে। আমার প্রথম নাম মোহাম্মদ বলে।
আজ আমার বড়ই দুঃখ হয়, কষ্টও হয়, মুসলমানদের এমন দুরবস্হা দেখে।আজ ব্যদনার নোনা জলে আমার বুক ভেসে উঠে মুসল মানদের এমন অধপতন দেখে।যেই মুসলমাদেরকে চোখে আঙ্গুল দিয়ে আমাদের প্রিয় নবী মুহাম্মদ (সঃ) দেখায়ে দিয়ে গেছেন, শান্তি ও সাম্যের সুশৃংখল সুমশৃন সঠিক সুন্দর পথ। সেই পথ থেকে আজ আমরা কি সড়ে পড়েছি?কেন আমাদের এই দুরবস্হা, কেন আমাদের অধপতন হবে?
ভাবতে অবাক লাগে।যে ইসলাম আরবের মত একটা মরু বেদুঈনের দেশে আর্বিভূতত হয়ে মাত্র আশি বছরে মধ্যে আধা বিশ্বে খালিফাত্ব কায়েম করে সমগ্র বিশ্বে চড়িয়ে পড়েছে।যে ইসলামের আর্বিভাবে সমগ্র বিশ্বের মুসলমানের হৃৎপিন্ড হয়ে গেছে মরুর মক্কা মদিনা শহর। যেই ইসলাম আমাদের প্রিয় নবীর ইন্তেকালের পরেও চার খালিফা এবং তার পরে হযরত মুআবিয়ার উমাইয়া খালিফাত্ব প্রায় ৯০ বছর, তার পর আব্বাসিয়া খালিফাত্ব ৭৫০ বছর এবং এই সেই দিন পর্যন্ত উসমানি খালিফাত্ব ৬৫০ বছর প্রায় আধা বিশ্ব শাস করেছিল বীর দর্পে।
যেই ইসলামের সুশিল ছায়াতলে হুহু করে দলে দলে পৃথিবীর সুবিধা বঞ্চিত মানুষরা সমবেত হতে লাগল। যে ইসলাম মাত্র আশি বছরের মধ্যে পরিগনিত হয়ে উঠল একটা বিশ্ব ধর্ম, সমগ্র মানব জাতির নেতা, শিক্ষক গুরু, পথ প্রদর্শক। যে ইসলাম মানব জাতিকে দেখাতে লাগল আলোর পথ, যে ইসলাম মানব জাতিকে শিখাতে লাগল সভ্যতা ভদ্রতা নম্রতা, মানবতা, ন্যয্য অধিকার সাম্য সম্প্রিতী।সেই ইসলামের আজ কেন এমন দুরবস্হা হবে?কেন এমন অধ পতন হবে?
যে ইসলাম জনম দিয়েছে ঈমাম গাজ্জালী, জালাল উদ্দিন রুমি, আল ফারাবি, শেখ শাদী, ওমর খৈয়াম, সর্বকালের সেরা ডাঃ ইবনে সিনা, ইতিহাস বেত্তা আল বেরুনি,পর্যটক ইবনে বতুতা, ঈমাম বোখারী, তীরমিযি, ঈমাম হানিফির মত অগনন হীরের টুকরো,।যে ইসলাম জনম দিয়েছে বড় পীর আবদুল কাদের জিলানী, হাফেজ মহিনউদ্দিনের মত হাজার হাজার ওলি আল্লামা আলেম গাউস কুতুব সেই ইসলামের কেন এমন দুরবস্হা হবে? কেন এমন অধপতন হবে?
আজ আমার ভাবতে খুব কষ্ট হচ্ছে। তাহলে কি আজ আমরা মুসলমানরা নবীর আদর্শ কোরআন সুন্নাহ থেকে দিন দিন দুরে সরে যাচ্ছি?কেন আজ আমরা মুসলমান ভাই মুসলমান ভাইকে হত্যা করছি? কেন আজ আমাদের মধ্যে এত মতনৈক্য। কেন এত ভিবক্তি?কেন আজ মুসলমানের মধ্যে মিল্লাত নেই?কেন আজ মুসলিম উম্মা নেই? সম্প্রিতী নেই, ভাতৃত্ববোধ নেই? কেন আজ আমরা সবাই উম্মতে মোম্মদী হতে পারছি না? কেন আমরা আজ মোহাম্মদের লোক হতে পারছি না?।
একবার সুন্নি থেকে শিয়া, খারেজি, তার পর ইছমাইলী, তার পর আলাওয়ি, তার পর দ্রুজ, তারপর ওহাবী, তার পর আহম্মেদী, তার পর মদুদী হয়ে ইসলামের নব জাগরনের নামে বার বার ইসলামকে কি ঔরা সংস্কার করে এত গুলি ফিরকা তৈরি করে ইসলামের সাত ঈমান,পাঁচ আকিদা এবং কোরআন সুন্নাহর বারটা বাজিয়ে দিচ্ছে না?
হে আল্লাহ! তুমি মুসলমানদেরকে সঠিক জ্ঞান দান করো।হেদায়েত করো, আর আমাকে ক্ষমা করো, আমিন!
জার্মানী,
এই কথাই বার বার মাথায় গুরপাক খাচ্ছে। প্রবাসে আসার পরে প্রথম প্রথম একটা অপরাধ বোধ মাথায় ভোজা হয়ে চেপে বসেছিল, সাউত এশিয়ার বাংলাদেশের মত একটা গরিব দেশে জন্মেছি বলে।আর আজ আরেকটা অপরাধ বোধ মাথায় চেপে বসেছে, আমি মুসলমান কোন দেশে জন্মেছি বলে।আমি বাঙ্গালী ছোট কদের মুসলমান হয়েছি বলে। আমার প্রথম নাম মোহাম্মদ বলে।
আজ আমার বড়ই দুঃখ হয়, কষ্টও হয়, মুসলমানদের এমন দুরবস্হা দেখে।আজ ব্যদনার নোনা জলে আমার বুক ভেসে উঠে মুসল মানদের এমন অধপতন দেখে।যেই মুসলমাদেরকে চোখে আঙ্গুল দিয়ে আমাদের প্রিয় নবী মুহাম্মদ (সঃ) দেখায়ে দিয়ে গেছেন, শান্তি ও সাম্যের সুশৃংখল সুমশৃন সঠিক সুন্দর পথ। সেই পথ থেকে আজ আমরা কি সড়ে পড়েছি?কেন আমাদের এই দুরবস্হা, কেন আমাদের অধপতন হবে?
ভাবতে অবাক লাগে।যে ইসলাম আরবের মত একটা মরু বেদুঈনের দেশে আর্বিভূতত হয়ে মাত্র আশি বছরে মধ্যে আধা বিশ্বে খালিফাত্ব কায়েম করে সমগ্র বিশ্বে চড়িয়ে পড়েছে।যে ইসলামের আর্বিভাবে সমগ্র বিশ্বের মুসলমানের হৃৎপিন্ড হয়ে গেছে মরুর মক্কা মদিনা শহর। যেই ইসলাম আমাদের প্রিয় নবীর ইন্তেকালের পরেও চার খালিফা এবং তার পরে হযরত মুআবিয়ার উমাইয়া খালিফাত্ব প্রায় ৯০ বছর, তার পর আব্বাসিয়া খালিফাত্ব ৭৫০ বছর এবং এই সেই দিন পর্যন্ত উসমানি খালিফাত্ব ৬৫০ বছর প্রায় আধা বিশ্ব শাস করেছিল বীর দর্পে।
যেই ইসলামের সুশিল ছায়াতলে হুহু করে দলে দলে পৃথিবীর সুবিধা বঞ্চিত মানুষরা সমবেত হতে লাগল। যে ইসলাম মাত্র আশি বছরের মধ্যে পরিগনিত হয়ে উঠল একটা বিশ্ব ধর্ম, সমগ্র মানব জাতির নেতা, শিক্ষক গুরু, পথ প্রদর্শক। যে ইসলাম মানব জাতিকে দেখাতে লাগল আলোর পথ, যে ইসলাম মানব জাতিকে শিখাতে লাগল সভ্যতা ভদ্রতা নম্রতা, মানবতা, ন্যয্য অধিকার সাম্য সম্প্রিতী।সেই ইসলামের আজ কেন এমন দুরবস্হা হবে?কেন এমন অধ পতন হবে?
যে ইসলাম জনম দিয়েছে ঈমাম গাজ্জালী, জালাল উদ্দিন রুমি, আল ফারাবি, শেখ শাদী, ওমর খৈয়াম, সর্বকালের সেরা ডাঃ ইবনে সিনা, ইতিহাস বেত্তা আল বেরুনি,পর্যটক ইবনে বতুতা, ঈমাম বোখারী, তীরমিযি, ঈমাম হানিফির মত অগনন হীরের টুকরো,।যে ইসলাম জনম দিয়েছে বড় পীর আবদুল কাদের জিলানী, হাফেজ মহিনউদ্দিনের মত হাজার হাজার ওলি আল্লামা আলেম গাউস কুতুব সেই ইসলামের কেন এমন দুরবস্হা হবে? কেন এমন অধপতন হবে?
আজ আমার ভাবতে খুব কষ্ট হচ্ছে। তাহলে কি আজ আমরা মুসলমানরা নবীর আদর্শ কোরআন সুন্নাহ থেকে দিন দিন দুরে সরে যাচ্ছি?কেন আজ আমরা মুসলমান ভাই মুসলমান ভাইকে হত্যা করছি? কেন আজ আমাদের মধ্যে এত মতনৈক্য। কেন এত ভিবক্তি?কেন আজ মুসলমানের মধ্যে মিল্লাত নেই?কেন আজ মুসলিম উম্মা নেই? সম্প্রিতী নেই, ভাতৃত্ববোধ নেই? কেন আজ আমরা সবাই উম্মতে মোম্মদী হতে পারছি না? কেন আমরা আজ মোহাম্মদের লোক হতে পারছি না?।
একবার সুন্নি থেকে শিয়া, খারেজি, তার পর ইছমাইলী, তার পর আলাওয়ি, তার পর দ্রুজ, তারপর ওহাবী, তার পর আহম্মেদী, তার পর মদুদী হয়ে ইসলামের নব জাগরনের নামে বার বার ইসলামকে কি ঔরা সংস্কার করে এত গুলি ফিরকা তৈরি করে ইসলামের সাত ঈমান,পাঁচ আকিদা এবং কোরআন সুন্নাহর বারটা বাজিয়ে দিচ্ছে না?
হে আল্লাহ! তুমি মুসলমানদেরকে সঠিক জ্ঞান দান করো।হেদায়েত করো, আর আমাকে ক্ষমা করো, আমিন!
জার্মানী,
No comments:
Post a Comment