চরিত্র নিয়ে কথা----
ইংরেজিতে একটি প্রবাদ আছে,
Money is lost nathing is lost.Helth is lost something is lost.But,Character is lost evrything is lost.
এখানে মূল কথা হলো মানুষ চরিত্র হারালে সবকিছুই হারায়।চরিত্র মানব জীবনের সবচেয়ে মুল্যবান এক সম্পদ।প্রকারাভেদে চরিত্রের অনেক রকম বৈশিষ্ট হতে পারে।আমার দৃষ্টে মিথ্যা কথা বলা সুদ ঘুষ খাওয়া দুর্নীতি কালো বাজারি চুরি ডাকাতি বেশ্যাবৃত্তি থেকে উপরের লেভেলের সকল অনৈতিক ও নিয়মবহির্ভূত কাজই চরিত্রহীনের লক্ষন।এদের মধ্যে শ্রেণী বিভাগ আছে যেমন উত্তম মধ্যম, এবং অধম প্রকৃতির লোক।
দোষে গুনে মানুষ এ কথা চিরন্তন সত্য।এই পৃথিবীতে সাধারণত দুপ্রকারের ব্যক্তিত্বশিল মানুষের উপস্হিতি আমরা দেখতে পাই।একটা হলো অ্যাভারেজড বা গড়পড়তা, আর অন্যটা হলো রিজার্ভড লোক।রিজার্ভ লোকের সংখ্যা খুবি নগন্য, এরা সেকেলে টাইপের হয়ে থাকে।মাথা ভিজা বা মোটা মাথার মানুষ যারা।তারা।
আর অ্যাভারেজড বা গড়পড়তা লোক হলাম আমরা সাধারণ মানুষেরা।পৃথিবীতে সাধারণ মানুষের সংখ্যাই হলো বেশি।সমাজে কিংবা রাষ্টের সকল বিষয়ে আমরা মাথা ঘামাই বেশি। পক্ষে বিপক্ষে আন্দোলন সংগ্রাম করে নিজেরাই হতাহত হই।আর রিজার্ভ লোকেরা মরুভূমির উটের মত মাথা গুঁজে পড়ে থাকে।সামজে কি হলো না হলো তাদের কিছু যায় আসেনা।আবার সুজোগে সদব্যবহার করতেও ভূলে না।সুজোগ পেলেই তারা সবাই সমাজে রোল মডেল হতে চায় বেশিরভাগ।
ইসলাম ধর্মে উত্তম চরিত্রের মানুষকে মুমিন বলা হয়।মুমিন হতে হলে মুসলমানকে অনেক গুলো আনুসাঙ্গিক বিষয় অতিক্রম করে আসতে হয়।যেমন-ইসলামের সকল আকিদা ও ঈমানকে মনে প্রাণে কায়মনে বিশ্বাস করে বা পালন করে কেবল একজন সাচ্চা মুসলমানই হতে পারে মুমিন।মুমিন লোক একজন পারপেক্ট মানুষও বটে।
মুমিন হওয়ার পরেও আবার বুঝর্গ মুমিন হওয়ার রাস্তা আছে।যাদেরকে আমরা আলেম ওলেমা আল্লামা হিসেবে জেনে থাকি।মুমিন মুসলমানরা হলেন সমাজের বাতি ঘর।তারা সমাজের অবাঞ্চিত অসহায় এবং পথভ্রষ্ট মানুষকে আলোর পথ দেখায়।মানুষের সুখ দু:খের সাথি হয়।
------ চলবে
আর অ্যাভারেজড বা গড়পড়তা লোক হলাম আমরা সাধারণ মানুষেরা।পৃথিবীতে সাধারণ মানুষের সংখ্যাই হলো বেশি।সমাজে কিংবা রাষ্টের সকল বিষয়ে আমরা মাথা ঘামাই বেশি। পক্ষে বিপক্ষে আন্দোলন সংগ্রাম করে নিজেরাই হতাহত হই।আর রিজার্ভ লোকেরা মরুভূমির উটের মত মাথা গুঁজে পড়ে থাকে।সামজে কি হলো না হলো তাদের কিছু যায় আসেনা।আবার সুজোগে সদব্যবহার করতেও ভূলে না।সুজোগ পেলেই তারা সবাই সমাজে রোল মডেল হতে চায় বেশিরভাগ।
ইসলাম ধর্মে উত্তম চরিত্রের মানুষকে মুমিন বলা হয়।মুমিন হতে হলে মুসলমানকে অনেক গুলো আনুসাঙ্গিক বিষয় অতিক্রম করে আসতে হয়।যেমন-ইসলামের সকল আকিদা ও ঈমানকে মনে প্রাণে কায়মনে বিশ্বাস করে বা পালন করে কেবল একজন সাচ্চা মুসলমানই হতে পারে মুমিন।মুমিন লোক একজন পারপেক্ট মানুষও বটে।
মুমিন হওয়ার পরেও আবার বুঝর্গ মুমিন হওয়ার রাস্তা আছে।যাদেরকে আমরা আলেম ওলেমা আল্লামা হিসেবে জেনে থাকি।মুমিন মুসলমানরা হলেন সমাজের বাতি ঘর।তারা সমাজের অবাঞ্চিত অসহায় এবং পথভ্রষ্ট মানুষকে আলোর পথ দেখায়।মানুষের সুখ দু:খের সাথি হয়।
------ চলবে